নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা
সে-বছর পুষেছিল একপাল পায়রা।
বড়োবাবু খাটিয়াতে বসে বসে পান খায়,
পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায়।
হাঁসগুলো জলে চলে আঁকাবাঁকা রকমে,
পায়রা জমায় সভা বক্-বক্ -বকমে।
----- রবীন্দ্রনাথ ঠাকুরের -----
পায়রা হচ্ছে গৃহী পাখি, স্বেচ্ছায় মায়ার বধনে ধরা দেয়। পায়রা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত পাখি। একে কবুতর, কপোত, পারাবত ইত্যাদি নামে আমরা ডাকি।
ইংরেজীতে এদের Domestic pigeon বলে, আর বৈজ্ঞানিক নাম Columba livia domestica। বা Columba domestica।. গৃহপালিত কবুতরের উদ্ভব বুনো কবুতর Columba livia থেকে।
পৃথিবীতে প্রায় ২০০ জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় ৩০ প্রকার কবুতর রয়েছে। বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ, গোল্লা সবচেয়ে কমন। বাংলাদেশের সর্বত্র কবুতর পাওয়া যায়। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী।
প্রাচীন কালে কবুতরের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হত। কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীন কাল থেকে অদ্যাবধি প্রচলিত আছে। কিন্তু বর্তমানে এটা পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে।
মাদী কবুতরের বয়স ৫ থেকে ৬ মাস হলে দু'টি ডিম পাড়ে। ডিম পাড়ার পর থেকে মর্দা ও মাদী উভয় কবুতর পর্যায়ক্রমে ডিমে তা দিতে শুরু করে। সাধারণত ডিম পাড়ার ১৭-১৮ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এভাবে একজোড়া কবুতর সাধারণত ১২ মাসে ১০-১২ জোড়া বাচ্চা উৎপাদন করতে পারে। বাচ্চার বয়স ২৬ থেকে ২৮ দিন হলে বাচ্চা পূর্ণতা লাভ করে এবং মানুষের খাবার উপযুক্ত হয়। এ সময় বাচ্চা সরিয়ে ফেললে মা কবুতর নতুন করে ডিম দিতে প্রস্তুতি গ্রহণ করে।
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/১২/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১
=================================================================
০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
২| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০২
কল্পদ্রুম বলেছেন: চমৎকার।
০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:১৪
স্প্যানকড বলেছেন: খুব সুন্দর হইছে। ভালো থাকবেন।
০৩ রা মার্চ, ২০২১ রাত ৯:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকুন।
৪| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৪:১৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সুন্দর পোস্ট। কবুতর খুব সুন্দর,কোমল আর মন ভালো করে দেয়া পাখি। এরা খুব বুদ্ধিমান। কবুতরের মায়া সহজে কাটানো যায় না। আমার কবুতর আছে। আমি কথা বললে এরাও কথা বলতে চায়। বাক-বাকুম শব্দ করে। এদের মধ্যে একজন আমার কাঁধে এসে বসে থাকে। খাবার দিতে দেরি হলে হেঁটে হেঁটে রুমের ভেতরে চলে আসে।
০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ইদানিং খাঁচায় ২জোড়া কবুতর পালছি, বাচ্চা হলে খাওর জন্য।
৫| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৫:১০
মেহেদি_হাসান. বলেছেন: খুব ভালো লেগেছে, কবুতরের ছবিগুলো সুন্দর।
০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৬| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২০
রাজীব নুর বলেছেন: পায়রা আমার খুবই ভালো লাগে। টঙ্গী যাই মাঝে মাঝে পায়রার মেলা দেখতে।
০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও পায়রা ভালো লাগে।
৭| ০৩ রা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
জাহিদ হাসান বলেছেন: শান্তির প্রতীক পায়রা।
০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক কথা
৮| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১০:৪৩
শায়মা বলেছেন: ছোটবেলাতেও পায়রা ছিলো আমার। এখনও আছে। শুধু পায়রাই না আমাদের আছে বার্জিল আর একলেকটাসও......
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আছে পায়রা, ঘুঘু, ডায়ন্ড ঘুঘু, বাজ্রি।
৯| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:০৩
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু ,
শুরুতেই শান্তির প্রতীক শ্বেত পায়রার ছবি। সবটা মিলিয়ে চমৎকার।
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১০| ০৩ রা মার্চ, ২০২১ রাত ১১:০৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বাচ্চা উৎপাদন মূল উদ্দেশ্য হলে এদেরকে অন্যান্য খাবারের সাথে ডিমের খোসা গুড়ো করে আর ইট/মাটির গুড়ো খাওয়ালে তাড়াতাড়ি বাচ্চা দেবে। আর বাচ্চাকে ডাবলি বুট খাওয়ালে তাড়াতাড়ি বড় হবে আর স্বাস্থ্যবান হবে।
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বাজার থেকে গ্রিড কিনে খেতে দেই।
ইদাং ২ জোড়া বাচ্চা বেশ বড় হয়ে মারা গেছে, মনে হয় মশার কামরের কারনে।
১১| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১২:৫৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বড় বাচ্চা মারা যাওয়া খুবই দুঃখজনক ব্যাপার।
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, ভাবতেছি এখন থেকে কয়েল দিয়ে রাখবো খাচার নিচে।
১২| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:১১
নেওয়াজ আলি বলেছেন: কবুতর পালতে ইচ্ছে করে কিন্তু খায় বেশী আর পায়খানা করে ময়লা করে বেশী
০৪ ঠা মার্চ, ২০২১ রাত ২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন, এবং বেশ গন্ধ ছড়ায়।
১৩| ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:৪৭
জুন বলেছেন:
কি ব্যাপার! আমার ছবি দিলেন না যে জলদস্যু
কবুতর কি এই কথাই বলতে চাইছে??
+
০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১১:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হচ্ছে ইনি আপনার বাড়ান্দার অতিথি!!
১৪| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: আমাদের পাশের বাসার ছাদে সানসেট এর ফাঁকে কিছু জালালি কবুতর বাসা বেধেছে। এরা সারাদিন আমাদের ছাদেই থাকে। আমি এদের মাঝে মাঝে খাবার দেই।
০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ওরা খাবার পেলে রেগুলার আসবে।
১৫| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বরাবরের মতোই, বর্ণনা ও ছবিতে এক অনন্য সুন্দর পোস্ট।
ছোটোবেলায় কবুতর পোষার খুব শখ ছিল, কিন্তু সেই সামর্থ্য ছিল না। এখন আমার বাচ্চারা ও স্ত্রী পাখি পোষার প্রতি ঝুঁকে পড়েছে।
কবুতরের মাংসের কী কী গুণ আছে জানি না, কিন্তু আমার স্ত্রী কবুতরের মাংস খুব পছন্দ করে এর পুষ্টিগুণের কারণে।
পোস্টের জন্য শুভেচ্ছা।
আরেকটা জিনিস জানতে চাই, মরুভূমির জলদস্যু কথাটা লিখেছেন কোন ফন্টে? নাকি নিজের বানানো/আঁকা ফণ্ট? ইউনিকোড হয়ে থাকলে লিংকটা দিন। খুব ভালো লাগছে ফন্টটা।
০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই পাখি পোষাকে খারাপ চোখে দেখে, আমি দেখি না। আমিও পুষি।
Shorif Suborno ফন্ট ব্যবহার করেছি।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
১৬| ০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪১
ঢুকিচেপা বলেছেন: ছবি এবং তথ্যসহ পোস্ট ভালো হয়েছে।
০৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১৭| ০৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:৩৫
জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো।
০৬ ই মার্চ, ২০২১ রাত ১০:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো