নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ১৭

১৭ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৮



রুদ্র, তোমার দারুণ দীপ্তি
এসেছে দুয়ার ভেদিয়া;
বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ
স্বপ্নের জাল ছেদিয়া।
ভাবিতেছিলাম উঠি কি না উঠি,
অন্ধ তামস গেছে কিনা ছুটি,
রুদ্ধ নয়ন মেলি কি না মেলি
তন্দ্রা-জড়িমা মাজিয়া।
এমন সময়ে, ঈশান, তোমার
বিষাণ উঠেছে বাজিয়া।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৯ ইং




আমার গোধূলিলগন এল বুঝি কাছে গোধূলিলগন রে।
বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




আইল গোধূলি সৌর রঙ্গ ভূমে,-
নামিল পশ্চিমে ধীরে যবনিকা,
ধূসর বরণা; ফুরাইল ক্রমে
দিনেশ দৈনিক গতি অভিনয়।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




গগনে গগনে আপনার মনে কী খেলা তব।
তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥
জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন ছবি রে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং



সূর্য চলেন ধীরে - সন্ন্যাসীবেশে
পশ্চিম নদীতীরে - সন্ধ্যার দেশে
বনপথে প্রান্তরে - লুণ্ঠিত করি
গৈরিক গোধূলির - ম্লান উত্তরী।


ছবি তোলার স্থান : ইছাপুরা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: সবগুলি ছবিই চমত্কার।

যে কোন বিদায়ই বেদনার।তা সে দিনের কিংবা জীবনের । দিনের শুরুতে যে সূর্য ঝলমলে আলোতে নিয়ে আসে একটি নতুন দিনের আগমনী গান তথা একটি নতুন দিনের সম্ভাবনা ,দিন শেষে তাই আমাদের মাঝে দিয়ে যায় / জাগিয়ে তুলে বিদায় বেলার বিষাদ ছায়া।

তবে এটাও সত্যি যে, যার আগমন আছে তার বিদায় ও আছে। আর এসবের মাঝেও আছে ভাবনার বিষয়।

১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন ভাইজান। সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

প্রথম ছবিটি কিন্তু ভোরের। জয়দেবপুর যাওয়ার জন্য ভোরে গেছি বিমানবন্দর রেলওয়েস্টেশানে। অভারব্রীজের উপরে যখন পৌছেছি তখন দেখি এই রূপে সূর্য উঠছে পূবাকাশে। তখন মোবাইল দিয়ে তুলেছি এই ছবিটি।

২| ১৭ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


এখন রাতে বাংলাদেশে আঁধার নেমে আসে না।

১৭ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আসে, এখনো আসে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন না- আপনি ছবি কিছুটা এডিট করেন?

১৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই করি, কোনো কোনটায় অল্প, কোনো কোনটায় বেশী করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.