নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?
ছবি তোলার স্থান : ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/০৭/২০১৭ ইং
এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত
তাল
Common Name : Asian Palmyra Palm
Scientific Name : Borassus flabellifer
ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং
কমলা
ছবি তোলার স্থান : নিজ বাড়ির ছাদে, বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৫/১১/২০১৭ ইং
বেশ কিছু ফল সহ কিনে এনেছিলাম বছর কয়েক আগে।
মাটির অভাবে লাগাতে পারিনি বেশ কিছুদিন। তখন একে একে ঝরে গেছে ফলগুলি।
পরে মাটি জোগার করে লাগিয়েছি পুরনো ড্রামে। কিন্ত তারপরে বারবার ফুল আসলেই ফল থাকেনি, ঝরে যায়।
কেয়া ফল
সংস্কৃত নাম : কেতকী
Common Name : Thatch Screwpine
Scientific Name : Pandanus tectorius
শুনেছি কেয়া ফুল থেকে বাস্পীভবন প্রক্রিয়ায় তৈরি হয় কেওড়ার জল।
ছবি তোলার স্থান : ছেড়াদ্বীপ, সেন্টমার্টিন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০১/২০১২ ইং
নিজের গাছের জাম
কম বেশী ১০ কেজি হবে। ১২ জনের বাড়িতে পাঠানোর পরে নিজের ভাগে এক পেয়ালা ছিলো।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/০৫/২০১৯ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮
=================================================================
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামত ও মন্তব্যের জন্য।
২| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আম জাম তাল আমার প্রিয় ফল। আমাদের গ্রামের বাড়িতে বিশাল জাম গাছ আছে বয়সের কারণে এখন তেমন জাম ধরে না, তবে এক সময় এই জাম গ্রামের সকল মানুষ খেয়েছেন। পুরাতন গাছগুলো কাটি না কারণ আমার দাদাজানের হাতে রোপণ করা গাছ। এই গাছ কাটার মতো মানসিক শক্তি আমার নেই।
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাড়িতে ৩টি আম গাছ ছিলো। যার একটি ছিলো বিশাল আকারের। ছোট বেলাতেই সেটি দেখেছি। বাকি দুটির ফল খেয়েছি গত কয়েক বছর আগ পর্যন্ত। সেগুলি মারা গেছে। এখন নতুন একটি আছে, বড় হয়ে উঠেছে। এখনো আম ধরেনি।
দুটি জাম গাছ আছে, যার একটি কাটা পরবে। অন্যটি রাস্তার উপরে পড়েছে, কত দিন রাখতে পারবো জানি না।
তাল গাছের খুব শখ ছিলো আমার। সেটিও পুরন হয়েছে। জয়দেবপুরে দেড় বিঘা জমি কিনেছি। সেখানে একটি বড় পুরুষ তালগাছ আছে।
আপনার জাম গাছের পুরনো ডাল ছেটে দিন। গাছের গোড়ায় কুপিয়ে একটু সারা-পানি দিন। আশা করি ভালো ফল পাবেন।
৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০০
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপনা,
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো মরু ভাইয়া
১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ কাজী আপু।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫
পদ্মপুকুর বলেছেন: নেক্সট ব্লগডে আপনার ছাদে হলে মন্দ হয় না, প্রায় দেখি ছাদের ফল ফুলের ছবি দেন, প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যাবে।
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আ....!!! করতে পারলে খুশী হতাম। আসলে আমার ছাদে যায়গা নেই। উপরে টিনসেট ঘর করা। সামান্য ১৫০ স্কয়ার ফিট যায়গা আছে যেখানে গাদাগাদি করে কিছু গাছ লাগানো আছে।
ছাদের ছবি যা দেই তা সব আমার না, বেশির ভাগ বন্ধু বা ছোটো বোনের ছাদের।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: কয়েকদিন আগে আমার ছাদে আম গাছে সার দিয়েছি।
আজ দেখলাম গাছে মুকুল দেখা দিয়েছে। আমি খুব খুশী।
১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ অভিনন্দন এবং শুভকামনা।
এবার আমার গাছে কয়েকটি কমলা আছে। দেখা যাক পাকে কিনা।
৭| ১৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৬
কবিতা ক্থ্য বলেছেন: জাম- আমার সব চেয়া পছন্দের।
সাথে - আম, তাল (শ্বাস), লিচু, বরই।
১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও প্রায় সব ফলই পছন্দ, টক ফল একটু কম পছন্দ। এখনকার বাচ্চারা কোনো ফলই খেতে যায় না।
৮| ১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ফল আমার বরাবরই পছন্দের। বড়ই আর আম আমার সবচেয়ে পছন্দের ফল। জামা দেখেই এখন খেতে ইচ্ছে করছে ---
১৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: জাম এমন এক ফল যেটা খুব অল্প সময়ের জন্য হয়। জমের কি বারো মাসি কোনো জাত তৈরি করা গেছে? জানা নাই আমার।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩২
তারেক ফাহিম বলেছেন: বাহ, আপনার ছবি ব্লগগুলো বরাববরের মতই সুন্দর হয়।