নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দুরন্ত কৈশোর - ০৪

১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

কদম ফুল শুরু থেকে শেষ পর্যন্তই বাচ্চাদের খেলার উপকর। নানান ভাবে সে ব্যবহৃদ হয় খেলার উপকর হিসেবে। তাইতো কদম সংগ্রহের চেষ্টা চলছে।


ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




ফুলকিশোর

ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




ফুলকিশোরী

ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং



আমি আর Syed Tarik ভাই গিয়েছিলাম রমনায়। হঠাত দেখা এই ফুলকিশোরীর সঙ্গে। তারিক ভাই যাতে সুন্দর একটি ছবি তুলতে পারে তাই সে পাউডার পাফের সাথে এই ভাবে গিয়ে দাঁড়ায়। ভিন্ন এ্যাঙ্গেল থেকে এই ছবিটি তুলেছি আমি তখন।

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




ত্রিরত্ন

ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০৫/২০১১ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
দুরন্ত কৈশোর - ০১
দুরন্ত কৈশোর - ০২
দুরন্ত কৈশোর - ০৩
দুরন্ত কৈশোর - ০৪
দুরন্ত কৈশোর - ০৫
দুরন্ত কৈশোর - ০৬

=================================================================

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।
আমাদের এলাকায় ছোটবেলা কিছু গাছপালা পেয়েছিলাম। আমি সেসব গাছে উঠতাম। ফলটল পেরে খেতাম। দুঃখের বিষয় সেসব গাছ আজ একতাও নেই।

১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছ বেয়ে উঠতে না পারলেও ছোট বেলায় আমিও গাছে চড়েছি বিভিন্ন উপায়ে। বাড়িতে এখনো কয়েকটা গাছ আছে। জাম, কাঠাল, খেঁজুর, আতা, পেয়ারা, জাম্বুরা ইত্যাদি। ছাদেও কয়েকটা গাছ আছে - কমলা, মালটা, লেবু, ছফেদা, জলপাই, আতা, লেচু, স্টার আপেল, পেয়ালা, পেয়ারা, কলা, আম, আঙ্গুর ইত্যাদি।

২| ১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২

অধীতি বলেছেন: বৃষ্টি আর কদমফুল। শৈশব আর কৈশর।এখনও বৃষ্টি দেখলে কদমের জন্য মন নেচে ওঠে।

১০ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জয়দেবপুরে আমার একটা কদম গাছ আছে, ফুলও ফোটে।
বাড়ির ছাদে একটা কদম গাছ লাগিয়েছি। আশা করছি বছর ৩ পরে ফুল ফুটবে।

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮

নিয়াজ সুমন বলেছেন: ত্রিরত্ন ছবি দেখে শৈশবের কথা মনে পড়ে গেলো।

১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কতকিছু লুকিয়ে আছে স্মৃতির পাতায় আমাদের।

৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

অপু তানভীর বলেছেন: বাহ ! চমৎকার ছবি ।

এই কদম আমিও ছিড়েছি গাছ থেকে ..।

১২ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ছিড়েছি। বেশ কিছু স্মৃতি আছে এসংক্রান্ত।
ইদানিং বছর দুই ধরে আমার বন্ধুর ছাদে কমদ ফুটছে। তাই আমিও একটি লাগিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.