নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭

২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।



দূর পাহাড়ের সারি

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং



পাহাড়ি পথ

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং



পথের ধারে পাহাড় সারি

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং



নাম না জানা পাহাড়ি শহর

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং




জলশাসন

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: আমার মনিটরে সমস্যা দেখা দিয়েছে। ছবি গুলো পরিস্কার দেখতে পারছি না।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: দুঃখজনক।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি কখনো কাশ্মীর যাইনি। তাই ছবি ও ভিডিও দেখতে পছন্দ করি।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একবার গিয়েছি, আরো অন্ততো ২-৩ বার যাওয়ার ইচ্ছে আছে।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪

ঢুকিচেপা বলেছেন: এগুলো তাহলে কাশ্মীরি পাহাড়.....। ভালো হয়েছে ছবিগুলো।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হে কাশ্মীরি পাহাড়। জম্মুপার হয়ে কিছুদূর এগোনোর পরেই শুরু হয়।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৭

কবিতা ক্থ্য বলেছেন: ছবি গুলো সুন্দর।
জীবনে ১বার হলেও কাশ্মীর যাওয়ার ইচ্ছা রাখি।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আরো অন্ততো ২ থেকে ৩ বার যাওয়ার ইচ্ছা রাখি।
আপনার ইচ্ছা পূরণ হোক, শুভকামনা রইলো।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কাশ্মীর যাই নাই, কিন্তু আপনার পোস্টের মাধ্যমে যেন কাশ্মীরে সৌন্দর্যকে দেখলাম -- আন্তরিক ধন্যবাদ দাদা

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: কাশ্মীরের পথ-পাহাড়-জল-বরফ-বাগান সবই সুন্দর। চোখ জুড়িয়ে যায়, সারা পথেই চোখ মেলে থাকতে হয়, ভয় আর সুন্দর্য পাশাপাশি চলে।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আমি আরো অন্ততো ২ থেকে ৩ বার যাওয়ার ইচ্ছা রাখি। আপনার ইচ্ছা পূরণ হোক, শুভকামনা রইলো।

এর পরেরবার গেলে আমারে একটু আওয়াজ দিয়েন তো, আমারও খুব যাওয়ার ইচ্ছে।

২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, তাহলে ঘোষণা দিয়ে প্রস্তুতি নেয়া শুরু করা যাবে।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

মেহবুবা বলেছেন: বেড়ানো হয়ে গেল।
নাম না জানা শহরের নাম কেন জানেন না ?
ছবিটা চমৎকার!

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ ট্রাপ শেষ হয়েছে ২০১৫ সালে।
নাম না জানা শহরের নাম জানার কোনো উপায় ছিলো না, তাই জানা হয়নি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫২

আতিকুররহমান আতিক বলেছেন: ছবিগুলো খুব মনোমুগ্ধকর। আমারো কাশ্মীর যাওয়ার ইচ্ছে আছে। তবে একমাত্র ছেলে বলে এসব পাহাড়ি রাস্তা ভ্রমন করতে দেয় না।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার চার বোন এবং আমি এক মাত্র ভাই।
এসএসসি দেয়ার আগে একা কোথাও যাওয়ার সুযোগ হয় নাই। এসএসসি দেয়ার পরেই গেছি বন্ধুদের সাথে কক্সবাজার। সেই শুরু। তাপর অনেকটা পথ হেঁটেছি, আরো অনেক অনেক পথ বাকি।

৯| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

আতিকুররহমান আতিক বলেছেন: ছবিগুলো ডাউনলোড করতে চাচ্ছিলাম কিন্তু পারছি না। এগুলোকি দেয়া যাবে আমাকে?

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সামু কোনো কিছুই কপি করা অনুমতি দেয় না। তবে বিভিন্ন পদ্ধতী ব্যবহার করে কাজ উদ্ধার করা যায়।
আপনি বরং আমার ফেসবুক এ্যালবাম ঐ দূর পাহাড়ের ধারে.... যান, সেখানে সব ছবি আছে।

১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৭

শোভন শামস বলেছেন: মনোমুগ্ধকর ছবিগুলো

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.