নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের আলো - ০৮

০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

অন্ধিকা, অসুরা, ইন্দুকান্তা, ক্ষণদা, ক্ষপা, তামসী, তারকিণী, ত্রিযামা, নক্ত, নিঃসম্পাত, নিশা, নিশি, নিশিথিনী, নিশীথ, নিশুতি, বিভাবরী, যামবতী, যামিকা, যামিনী, যামী, রজনী, রাত্তির, রাত্রি, শমনী, শর্বরী যখন আসে চোখের সামনে তখন সব কিছু ভিন্ন রূপ ধারণ করে। ক্যামেরার চোখে তাই ধরে রাখার চেষ্টা।


১। রাতের বাড্ডা

ধূমকেতুর ছবি তুলবো বলে অনেক দিন অপেক্ষা করে ছিলাম, কিন্তু সেই সময় আকাশ এতোটাই খারাপ হয়ে গেলো যে ধূমকেতুর দেখা মিললো না।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০৭/২০২০ ইং
ছবি তোলার সময় : সন্ধ্যা ৭ টা ৩১ মিনিট।


২। ঝাড়বাতি

ছবি তোলার স্থান : দিল্লী, ভারত।
ছবি তোলার তারিখ : ১১/০৩/২০১৪ ইং





৩। Light Trail Photography

ছবি তোলার স্থান : শাহজাতপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০২/২০২০ ইং



৪। Light Trail Photography

ছবি তোলার স্থান : শাহজাতপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০২/২০২০ ইং




৫। আলোক গোলক

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০২/২০২০ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
অন্ধকারের আলো - ০১, অন্ধকারের আলো - ০২, অন্ধকারের আলো - ০৩, অন্ধকারের আলো - ০৪
অন্ধকারের আলো - ০৫, অন্ধকারের আলো - ০৬, অন্ধকারের আলো - ০৭, অন্ধকারের আলো - ০৮
অন্ধকারের আলো - ০৯, অন্ধকারের আলো - ১০, অন্ধকারের আলো - ১১, অন্ধকারের আলো - ১২
অন্ধকারের আলো - ১৩
=================================================================

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

আমি সাজিদ বলেছেন: তিন নম্বর ছবিটি চমৎকার হয়েছে। এক নম্বরটিও বেশ।

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: Light Trail এর চমৎকার কিছু ছবি তুলেছি আগে। কদিন আগে আরেকটি চমৎকার ১টি ছবি তুলেছি Light Trail এর। সেই তুলনায় ৩ নম্বরটি একটু দূর্বল বলা চলে।
আমার হিসেবে এই ৫টির মধ্যে ১ নাম্বার বেস্ট হয়েছে।
আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মতামতের জন্য।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আমার পরিচিত এলাকা। প্রায়ই সেখানে যাই। ছবি সুন্দর হয়েছে।

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭

মিরোরডডল বলেছেন:



রাতের সৌন্দর্য অন্যরকম । নিশিরাত শুনলেই যেমন মনে হয় গভীর কালো রাত্রি । কোনো কৃত্রিম আলো নেই ।
নক্ষত্রখচিত আকাশ, চারদিকে শুনশান নীরবতা ।

সিটি লাইফের রাত মানে আলো ঝলমলে, লাইভ এন্ড ভাইব্রেন্ট । প্রথম ছবিটার মতো ।
এটা হচ্ছে ডে টু ডে লাইফ যার মাঝে বসবাস । আর ভালো লাগে হচ্ছে নিশিরাতের সৌন্দর্য । দুটো দুই রকম সুন্দর ।

ইনডোরের চেয়ে আউটডোরের ছবিগুলো ভালো লেগেছে ।



০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।
আসলেই আলো-আধারীর খেলা এক অসাধারণ বিষয়, বিশেষ করে প্রকৃতিতে। তার সবটা ক্যামেরায় ধরা যায় না। আবার উল্টোও হয়, ক্যামেরায় যা দেখানো যায়, বাস্তবে তা হয় না।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১০

কালো যাদুকর বলেছেন: ছবির গল্পগুলো বাদ দিলেন কেন ৷ সুন্দর হয়েছে। আলোকসজ্জা বা রাতর আলো বা আলো পলিউশন পৃথিবীর ক্ষতি করছে। বড় বড়শহারে এ ক্ষতি বেশী দেখা যায়।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় সব ছবির পিছনেই কিছু কিছু গল্প থাকে। আগামীতে বলবো।
ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।
লাইট পলিউশনের বিষয়টা খুব বুঝা যায় গ্রামে গিয়ে রাতের আকাশে তাকালে।
চোখের সামনে লাভ দিয়ে হাজার হাজার তারারা চলে আসে আলাপ করতে, শহরে যাদের দেখা মেলে না।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৫৬

কবিতা ক্থ্য বলেছেন: ভাই এক দিন বাসাবো আসেন- আডডা হবে আরো ছবি হবে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশতো, আসাই যায়। করনাকাল শেষ হোক।
ধন্যবাদ আপনাকে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০

পুকু বলেছেন: light trail photography is not matter of joke.ভাল দক্ষতা চাই।খুব ভাল হয়েছে। Bokeh টা ও খুব সুন্দর হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য ও মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.