নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ১৬

০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১১

একটি কেবল করুণ পরশ রেখে গেল একটি কবির ভালে;
তোমার ওই অনন্ত মাঝে এমন সন্ধ্যা হয় নি কোনোকালে,
আর হবে না কভু।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং





শেষ বেলাকার শেষের গানে
ভোরের বেলার বেদন আনে॥
তরুণ মুখের করুণ হাসি
গোধূলি-আলোয় উঠেছে ভাসি,
প্রথম ব্যথার প্রথম বাঁশি
বাজে দিগন্তে কী সন্ধানে শেষের গানে॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং









গগনে গগনে আপনার মনে কী খেলা তব।
তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥
জটার গভীরে লুকালে রবিরে, ছায়াপটে আঁকো এ কোন ছবি রে।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং




তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে,
আমার প্রাণে নইলে সে কি কোথাও ধরবে?।
এই-যে আলো সূর্য গ্রহে তারায় ঝ'রে পড়ে শতলক্ষ ধারায়,
পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে ॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং





সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো...


ছবি তোলার স্থান : কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================


মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: মুগ্ধ!

০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: ২০১৪ সালের ছবি আপনার কাছে আছে। আর আমার কাছে গত বছরের ছবিও নাই।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো অনেক পুরনো ছবি আছে আমার কাছে। যদিও অনেক ছবি হারিয়ে গেছে।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

ফয়সাল রকি বলেছেন: বিদায়বেলার সুন্দর ছবি।
আপনার পোষ্ট দেখে কক্সবাজার যেতে ইচ্ছা করছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মাস দুই আগে আমি বেরিয়ে এলাম।
যেখানেই যান সাবধানে থাকবেন।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিদায় বরাবর ই করুন কিন্তু এ দিনশেসের বিদায় করুণ কিন্তু আননন্দের ও

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ মানেই শুরু আগাম প্রস্তুতি

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৫

নেওয়াজ আলি বলেছেন: খুব আকর্ষণীয়

০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:

অপূর্ব !!!


০৩ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরো অনেক পুরনো ছবি আছে আমার কাছে। যদিও অনেক ছবি হারিয়ে গেছে।

জীবনে কমপক্ষে তিন লাখ ছবি তুলেছি। এখন আমার কাছে তিন শ' ছবিও নাই।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অতো ছবি তুলি নাই।
বর্তমানে ৭৯ হাজার ৪৪৭ টি ছবি সেভ করা আছে ৭৪৫টি ফোল্ডারে।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪০

ঢুকিচেপা বলেছেন: ১,২,৩ এবং ৫ নম্বর দারুণ হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.