নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ধারনা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখেন নি।
কত-সহস্র কবিতা উনি লিখেছেন!!
কয়েক দিন ধরে চাঁদ নিয়ে ঘাটাঘাটি করার সময় হঠাৎ মাথায় এলো বরিবাবুর কি কি ছড়া-কবিতা-গানে চাঁদের উপস্থিতি আছে তা খুঁজে দেখি।
আমি কবিতা ফ্রেন্ডলি লোক নই, তাই মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো ফলাফল দেখে আমার মাথায় চাঁদ ভেঙ্গে পড়েছে।
সেই ভাঙ্গা চাঁদের ১০টি টুকরো আপনাদের জন্য আজকে রইলো এখানে।
৪১।
জাগ্রত আঁখির আগে কখনো বা চাঁদ জাগে
কখনো বা প্রিয়মুখ ভাসে--
আধেক উলস প্রাণ আধেক উদাস।
৪২।
স্বপ্নাকুল আঁখি মুদি ভাবিতেছি মনে
রাজহংস ভেসে যায় অপার আকাশে
দীর্ঘ শুভ্র পাখা খুলি চন্দ্রালোক পানে তুলি--
পৃষ্ঠে আমি কোমল শয়নে,
সুখের মরণসম ঘুমঘোর আসে।
৪৩।
তীরে কুটিরের তলে স্তিমিত প্রদীপ জ্বলে,
শূন্যে চাঁদ সুধামুখচ্ছবি।
সুপ্ত জীব কোলে লয়ে জাগ্রত ধরণী।
৪৪।
মেঘেরা চলে চলে যায়, চাঁদেরে ডাকে 'আয়, আয়'।
ঘুমঘোরে বলে চাঁদ 'কোথায় কোথায়'॥
না জানি কোথা চলিয়াছে, কী জানি কী যে সেথা আছে,
আকাশের মাঝে চাঁদ চারি দিকে চায়॥
সুদূরে, অতি অতিদূরে, বুঝি রে কোন সুরপুরে
তারাগুলি ঘিরে বসে বাঁশরি বাজায়।
মেয়েরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে,
লুকিয়ে চাঁদের হাসি চুরি করে যায়॥
৪৫।
বেঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময়।
তব প্রেম লাগি দিবানিশি জাগি ব্যাকুলহৃদয় ॥
তব প্রেমে কুসুম হাসে, তব প্রেমে চাঁদ বিকাশে।
৪৬।
তপন-উদয়ে হবে মহিমার ক্ষয়
তবু প্রভাতের চাঁদ শান্তমুখে কয়,
অপেক্ষা করিয়া আছি অস্তসিন্ধুতীরে
প্রণাম করিয়া যাব উদিত রবিরে।
৪৭।
বল, গোলাপ, মোরে বল,
তুই ফুটিবি, সখী, কবে।
ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস,
বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে--
তুই ফুটিবি, সখী কবে॥
৪৮।
নাম রেখেছি বাবলারানী,
একরত্তি মেয়ে।
হাসিখুশি চাঁদের আলো
মুখটি আছে ছেয়ে।
৪৯।
আকাশেতে চাঁদ দেখেছে,
দু হাত তুলে চায়,
মায়ের কোলে দুলে দুলে
ডাকে "আয় আয়'।
চাঁদের আঁখি জুড়িয়ে গেল
তার মুখেতে চেয়ে,
চাঁদ ভাবে কোত্থেকে এল
চাঁদের মতো মেয়ে।
কচি প্রাণের হাসিখানি
চাঁদের পানে ছোটে,
চাঁদের মুখের হাসি আরো
বেশি ফুঠে ওঠে।
এমন সাধের ডাক শুনে চাঁদ
কেমন করে আছে --
তারাগুলি ফেলে বুঝি
নেমে আসবে কাছে!
৫০।
চিরদিন চাঁদ বহি চলে সাথে সাথে।
কেন বাধা হল দিতে মাধুরীর কণা
হায় হায়, হে কৃপণা।
আগামী পর্বে আরো ১০টি চন্দ্র পংক্তি থাকবে।
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রবিবাবুর চন্দ্রকণা - ০১
রবিবাবুর চন্দ্রকণা - ০২
রবিবাবুর চন্দ্রকণা - ০৩
রবিবাবুর চন্দ্রকণা - ০৪
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছন দাদাভাই।
ছবির বর্ণনার সাথে ক্যামেরার নাম ও মডেল উল্লেখ করে দেয়া যায়, তবে তারও কিছু বিরূপ প্রভাব আছে।
আমার ব্যবহার করা Device গুলি হচ্ছে -
Nikon D80
Nikon D3400
Canon EOS 1100D
Samsung Mobile phone
Mi Mobile phone + Macro Lens
২| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আরেহ কি যন্ত্রণা আপনি তো দেখছি ক্যামেরার রাজা। এতো ক্যামেরার নাম উল্লেখ না করাই ভালো, কে কখন ব্যক্তি আক্রমণ করে বসেন তখন লেখালেখির পন্ড হবে। অনেক অনেক ধন্যবাদ রইলো ভাই।
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা
Nikon D80 চালিয়েচি অন্ততো ১০/১২ বছর আগে থেকে। সেটি এখন অচল প্রায়। ছিলো আমার ভাগিনার, চালিয়েছি আমি।
এর মাঝে বন্ধুর Canon EOS 1100D ক্যামেরা নিয়ে দুটি বিশাল ট্যাুরে গিয়েছিল। সুন্দরবনএএ ৪ দিন ও কাশ্মীরে ১০ দিন। ফলে এই ক্যামেরায়ও প্রচুর ছবি আছে।
বর্তমানে বেশ কয়েক বছর ধরে Nikon D3400 ব্যবহার করছি। ৩ বন্ধু মিলে কিনেছি। থাকে আমার কাছেই। এর আয়ূও শেষ প্রায়।
আর সবকিছুর সাথে আমার মোবাইলেও অল্প বিস্তর ছবি তুলি। এবং আমি বেশী দামি মোবাইল কেনার বিপক্ষের লোক।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০
ফয়সাল রকি বলেছেন: আপনার চাঁদ নিয়ে ঘাটাঘাটিতে বেশ কিছু লেখা পড়ছি যা আগে পড়া হয়নি। চালিয়ে যান ।
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। সাথেই থাকুন, পরের পর্ব তৈরি হয়ে গেছে।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ!!
০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট ভাই।
০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন গল্প উপন্যাসের রাজা, কবিতা ও গানের রাজাদেরও রাজা। ছবির বর্ণনার সাথে ক্যামেরার নাম ও মডেল উল্লেখ করে দিতে পারেন।