নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রবিবাবুর চন্দ্রকণা - ০৪

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩০

আমার ধারনা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখেন নি।
কত-সহস্র কবিতা উনি লিখেছেন!!
কয়েক দিন ধরে চাঁদ নিয়ে ঘাটাঘাটি করার সময় হঠাৎ মাথায় এলো বরিবাবুর কি কি ছড়া-কবিতা-গানে চাঁদের উপস্থিতি আছে তা খুঁজে দেখি।



আমি কবিতা ফ্রেন্ডলি লোক নই, তাই মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো ফলাফল দেখে আমার মাথায় চাঁদ ভেঙ্গে পড়েছে

সেই ভাঙ্গা চাঁদের ১০টি টুকরো আপনাদের জন্য আজকে রইলো এখানে।



৩১।
চেয়ে আছে আকাশের পানে
জোছনায় আঁচলটি পেতে,
যত আলো ছিল সে চাঁদের
সব যেন পড়েছে মুখেতে।
মুখে যেন গলে পড়ে চাঁদ,
চোখে যেন পড়িছে ঘুমিয়ে,
সুকোমল শিথিল আঁচলে
পড়ে আছে আরামে চুমিয়ে।
চুমোটিরে বাঁধি ফুলহারে
অধরেতে হাসির মাঝারে,
চুমোতে চাঁদের চুমো দিয়ে
রেখেছে রে যতনে সোহাগে।



৩২।
চাঁদেরে করিতে বন্দী
মেঘ করে অভিসন্ধি,
চাঁদ বাজাইল মায়াশঙ্খ।
মন্ত্রে কালি হল গত,
জ্যোৎস্নার ফেনার মতো
মেঘ ভেসে চলে অকলঙ্ক।




৩৩।
কুসুমের মালা গাঁথা হল না, ধূলিতে পড়ে শুকায় রে।
নিশি হয় ভোর, রজনীর চাঁদ মলিন মুখ লুকায় রে।



৩৪।
যেন কোন ভুলের ঘোরে চাঁদ চলে যায় সরে সরে।
পাড়ি দেয় কালো নদী, আয় রজনী, দেখবি যদি--
কেমনে তুই রাখবি ধরে, দূরের বাঁশি ডাকল ওরে।




৩৫।
তপন-উদয়ে হবে মহিমার ক্ষয়
তবু প্রভাতের চাঁদ শান্তমুখে কয়,
অপেক্ষা করিয়া আছি অস্তসিন্ধুতীরে
প্রণাম করিয়া যাব উদিত রবিরে।



৩৬।
ধৈর্য থাকে না তালের পাতায়, বাঁশের ডালে।
একটু পরেই পালা হল শেষ--
আকাশ নিকিয়ে গেল কে।
কৃষ্ণপক্ষের কৃশ চাঁদ যেন রোগশয্যা ছেড়ে
ক্লান্ত হাসি নিয়ে অঙ্গনে বাহির হয়ে এল।




৩৭।
এই দেখো চেয়ে দেখো-- একবার চেয়ে দেখো--
চাঁদের অধর দুটি হাসিতে ভাসিয়া যায়!
নিশীথের প্রাণে গিয়া সে হাসি মিশিয়া যায়।



৩৮।
ঘোমটাটি খোলো খোলো
মুখখানি তোলো তোলো
চাঁদের মুখের পানে চাও একবার!
বলো দেখি কারে হেরি এত হাসি তার!




৩৯।
তারে হেরি হয় না সে এমন হরষে ভোর;
কী চোখে দেখেছে চাঁদ ওই মুখখানি তোর!
তুই তবু কেন কেন
দারুণ বিরাগে যেন
চাস নে চাঁদের হাসি চাঁদের আদর!
নাই তোর ফুলবাস,
নাইক প্রেমের হাস,
পাপিয়া আড়ালে বসি শুনায় না প্রেমগান!



৪০।
কৃষ্ণপক্ষ প্রতিপদ। প্রথম সন্ধ্যায়
ম্লান চাঁদ দেখা দিল গগনের কোণে।
ক্ষুদ্র নৌকা থরথরে চলিয়াছে পালভরে
কালস্রোতে যথা ভেসে যায়
অলস ভাবনাখানি আধোজাগা মনে।





আগামী পর্বে আরো ১০টি চন্দ্র পংক্তি থাকবে।


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রবিবাবুর চন্দ্রকণা - ০১
রবিবাবুর চন্দ্রকণা - ০২
রবিবাবুর চন্দ্রকণা - ০৩

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর একটা পোষ্ট।
আসলেই রবীন্দ্রনাথ নানান ধরনের বিষয় নিয়ে লিখেছেন।

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: হে,
কবিতা আমি কম পড়ি, পড়ি না বললেই চলে। শুধু রবীন্দ্রনাথ কবিতা কিছু পড়া হয়েছে।

২| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আপনিও ভালো থাকবেন।

৩| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: তাঁর সাথে আর কোন কবির তুলনা করতে পারি না।
শুভেচ্ছা রইল আপনার জন্য।

২৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই আর কোনো তুলনা চলে না।

৫| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হে,
কবিতা আমি কম পড়ি, পড়ি না বললেই চলে। শুধু রবীন্দ্রনাথ কবিতা কিছু পড়া হয়েছে।

রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কি পড়েছেন?

২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, পড়েছি।
আবার পড়বো, কারণ অনেকটাই ভুলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.