নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ভ্রমণ ২০২০ : দ্বিতীয় দিনের সমূদ্র স্নান-২

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৩



কক্সবাজার ভ্রমণ ২০২০ এর যাত্রা শুরু ২৮শে সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশ বিমানের দুপুর ২টার ফ্লাইটে। ঢাকা থেকে রওনা হয়ে ৪০ মিনিটে প্লেন থেকে পাখির চোখে দেখা অপরূপ দৃশ্যের স্বাদ নিতে নিতে আমরা ৪ জন পৌছে যাই কক্সবাজার এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ইজিবাইক ভাড়া করে চলে আসি কক্সবাজারের লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রেস্টুরেন্ট কাশুন্দি-তে। এখানে দুপুরের খাবার খেয়ে পাশেই হোটেল অভিসারে উঠে আসি। তারপর চলে যাই সাগর সৈকতে প্রথম দিনে সূর্যাস্ত দেখবো বলে। বিকেল আর সন্ধ্যেটা কাটে সাগর পারে ভাড়া করা বিচ চেয়ারে আয়েসী আলসেমীতে চারধার দেখতে দেখতে।

পরদিন ২৯ সেপ্টেম্বরের পরিকল্পনা সাজাই রাতেই।
সকালে যাবো সমূদ্র স্নানে।
দুপুরে লাঞ্চ শেষ করে যাবো মাছ দেখতে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড।
বিকেলটা কাটাবো বৌদ্ধ ক্যাং দেখে।

আর সন্ধ্যায় ফিরে আসবো আবার সৈকতে।

পরিকল্পনা মাফিক সকালেই চলে আসি সাগর পারে। শুরু হয় কক্সবাজার ভ্রমণ ২০২০ এর দ্বিতীয় দিনের সমূদ্র স্নান



ছোটকন্যা জলে নামবে না, তাই বাধ্য হয়ে আমি ওকে নিয়ে বসে আছি তীরে। বেগম সাহেবা নেমেছেন বড় কন্যাকে নিয়ে সাগরে।





নুয়াইরাকে ডাকছে




ভয় কাটিয়ে নুয়াইরাও একসময় অল্পজলে নামতে রাজি হয়




সবাই নেমেছে জলে, আমি পাহারাদার




আমার সহধর্মিনী নাদিয়া সোহেন, বড় কন্যা সাইয়ারা সোহেন ও ছোট কন্যা নুয়াইরা সোহেন





সাইয়ারা সোহেন ও নুয়াইরা সোহেন




নুয়াইরা প্রচুর পাথর আর ঝিনুক কুড়িয়েছে




পাথর আর ঝিনুক গুলি ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে




পাথর আর ঝিনুক গুলি নিয়ে আসতেছে আমার কাছে



পানি নিয়ে আসতেছে পাথর আর ঝিনুক পরিষ্কার করার জন্য





দুজনে পাথর আর ঝিনুক পরিষ্কার করছে




পাথর আর ঝিনুক ধোয়ার কাজ চলছেই




পাথর আর ঝিনুক ধোয়ার কাজ চলছেই




পাথর আর ঝিনুক ধোয়ার কাজ আপাততো শেষ, হোটেলে ফিরে আবার পরিষ্কার করবে ভালো জলে।





আমিও সেলফি তুলতে শিখে গেছি

চলবে.....


ভ্রমণ সংক্রান্ত আমার সকল লেখার লিংক -

মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো সমুদ্র পাড়ের ছবি গুলো।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পর্বে শুধু নিজেদের ছবি।

২| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ অদ্ভুত ভাললাগল।
আমার শুভেচ্ছা রইল সকলের জন্য। ভাল থাকবেন।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: সাথেই আছি!

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ, সাথেই থাকুন

৪| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

জিকোব্লগ বলেছেন: সুন্দর

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা বেশ, B-) বেশ, ;) বেশ।

মরুভূমির জলদস্যু এখন সাগরের মাঝি । পারিবারিক বিনোদনের সাথে সাথে ফ্রি :P ফ্রি পাহারাদারের চাকুরী ।এ সুবাদে মরুভূমিতে দস্যুতা বন্ধ।মরুভুমির সবাইকে ধন্যবাদ দেয়া উচিত দস্যু সাহেবের পরিবারের সদস্যদেরকে যাদের উসিলাতে তারা দস্যুর কবল থেকে সাময়িক ভাবে মুক্ত।

চমতকার পরিবেশ ।সাথে চমতকার সুন্দর দুই রাজকন্যা এবং তাদের চেয়ে আরো সুন্দর মুহতারামা (মা)।এই রকম চমতকার মানুষদের সাথে দস্যুর উপস্থিতি ঠিক B-)) যায়না।তারপরেও বাবা বলে কথা ।মেনে নিলাম।


পরিবার এবং বাচ্চাদের সাথে সুখী, সুন্দর এবং আনন্দদায়ক সময় ব্যয় করুন আর তার সাথে রইল নিরাপদ ভাবে ফিরে আসার
প্রার্থনা।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর এবং মজার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই মোহামমদ কামরুজজামান ।
এটি গত সেপ্টেম্বরের শেষ সময়ের ভ্রমণচিত্র। ভালো ভাবে ভ্রমণ শেষে নিরাপদেই ফিরে এসেছি।
আপনার জন্যই রইলো শুভকামনা ভালো থাকার।

৬| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

সামিয়া বলেছেন: সুন্দর ছবি, পরিবারের সাথে সুখ স্মৃতি, বিশাল সমুদ্র। সব মিলিয়ে অসাধারণ পোষ্ট।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সামিয় আপু ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো। সৌন্দর্যময় ।

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নেওয়াজ আলি স্যার ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৮

ফয়সাল রকি বলেছেন: সেলফি তো ভালই তুলেছেন!

২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: মেলা চেষ্টায় এইবার কয়েকটা সেলফি তুলতে পারছি ফয়সাল রকি ভাই। চেষ্টায় কি না হয়!!

৯| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

মিরোরডডল বলেছেন:



নায়ক (চাকমা) ও তার পরিবারের ছবি দেখে ভালো লাগলো । আমি কিন্তু বলিনি পাগলা নিজে বলেছে :)
বোঝা যাচ্ছে খুব ফান হয়েছে ।

টাইম ফ্লাইস । মনে হলো এই সেদিন পাগলা বললো যাচ্ছি আর নিয়ারলি দুমাস হয়ে গেছে !!!
উই আর সো কুইকলি হেডিং টু দ্যা ডেস্টিনেশন ।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা প গে

আমারও তাই মনে হচ্ছে, এই ২ই মাস কেমন যেনো চোখের নিমিশে চলে গেলো।
আসলে সময়ের হিসাবে আমাদের এই করণার কারণে একটা প্যাচ লেগে গেছে।
তারিখের হিসাব করা হয়না, বাইরে যাওয়া হয় না।
ঘরে বসে বসে মনে হয় শুক্রবার গুলি তাড়াহুড়া করে এসে যাচ্ছে.......

১০| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: পানি দেখলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ি। সবগুলো ফটো ই অনেক সুন্দর। আমার এলবাম থেকে একটা আপনার জন্য ..



২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্য আর সুন্দর ছবির জন্য।

১১| ২৩ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৪১

সোহানী বলেছেন: ভালো লাগলো সমুদ্র বিলাশ। ছবিগুলো খুব প্রানবন্ত।

আমার জীবনের বড় একটা অংশ কেটেছে কক্সবাজারে। সমুদ্র আমাকে খুব টানে। এখনো সুযোগ পেলেই ছুটে যাই কোন কোন জলের ধারে.............

২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমিও সমূদ্র খুব পছন্দ করি।

১২| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৪

ঢুকিচেপা বলেছেন: ভ্রমনের আনন্দ দেখে গেলাম।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ দেখে মন্তব্য করার জন্য।

১৩| ০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১:০৯

নিয়াজ সুমন বলেছেন: বাহ! দারুন সমুদ্র স্মান..
আগের গুলো পর্বগুলো ও এতক্ষন দেখে আসলাম।
দেখি আর ঘুরতে মন চাই..শুধু... :)

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: নেকদিন ধরেই ভাবছিলাম পরিবার নিয়ে যাবো দার্জিলিং বা সিমলা-মানালী। দেশের মধ্যে যাওয়ার ইচ্ছে ছিলো নাটর, রাজশাহী, দিনাজপুরের দিকে। করনার কারণে হলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.