নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬

১৩ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৪

মাঝে মাঝে এক-একটা মুণ্ডের মতো পাহাড় দেখা যাইতেছে। দূরের পাহাড়গুলি ঘন নীল, যেন আকাশের নীল মেঘ খেলা করিতে আসিয়া পৃথিবীতে ধরা পড়িয়াছে;
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং





কুয়াশায় ঘেরা ভাসা ভাসা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর
খাদের ধারে শুয়ে শুয়ে হাতে পায় হলদে সবুজ রং
ছিলনা বালাই সময়ের
শুধু আকাশে একটা নেপালী গানের সুর
আমার পাহাড়ি ছেলেবেলার একটা গান

----- অঞ্জন দত্ত -----

ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং




সূর্য যখন নেমে যেত নীচে
দিনের শেষে ওই পাহাড়ে পাইনশাখার পিছে,
নীল শিখরের আগায় মেঘে মেঘে
আগুনবরন কিরণ রইত লেগে,
দীর্ঘ ছায়া বনে বনে এলিয়ে যেত পর্বতে পর্বতে

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং






নির্জনবাস

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং





পাহাড়ি পাইন বনের ধারে

ছবি তোলার স্থান : কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলোই চমৎকার ছবি। ছবির বর্ণনাও মনোমুগ্ধকর।

আপনার নিকনেইম চেঞ্জ হয়েছে এটা আগে খেয়াল করি নি। আমার পোস্টে আপনি সর্বশেষ কমেন্ট করলেন, সেদিনও না। কারণ, হলো, আপনার প্রোপিক দেখেই আপনাকে চিনি, (অবশ্য আরো অনেকের ক্ষেত্রেই এমন হয়)। নামটা সুন্দর। মরুভূমিতে জলদস্যু - খুব ভাবনার বিষয় :)

১৩ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
নিক পরিবর্তন হয়েছে বেশ কিছু দিন আগেই। এইটি আমার অন্তত ১০/১১ বছরের পুরনো নিক। শুধু সামুতে পগলা জগাই নিকটা ছিলো।
যাইহক, নিকের সাথে সাথে প্রপিকটাও আমার একদশকের কাছাকাছি পুরনো, তাতেই জেনা সহজ।

২| ১৩ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তবে, নোটিফিকেশনে দেখায় - পাগলা জগাই উত্তর দিয়েছেন :) পাগলা জগাই থেকে ছোটা সহজ না কিন্তু :) বাট, পাগলা জগাই নামটাও আমার খুব পছন্দের।

শুভেচ্ছা রইল অনেক।

১৩ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি!!
যাক তাহলে অন্ততো স্মৃতিটুকু রেশ এখনো রইলো।

৩| ১৩ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

নেওয়াজ আলি বলেছেন: অনন্য প্রকাশ।

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

৪| ১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


বান্দরবানের বাজারে খেয়েছিলেন? বাংগালী খাবার, নাকি পাহাড়ীদের দোকানে?

১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই কিস্তিতে বান্দারবান বাজারে থাকা হয়নি।
ছিলাম থানচিতে। সেখানে খেয়েছি থানচি কুটিরের রান্না করা খাবার।
পাহাড়িদের খাবার খাওয়া হয়নি।

৫| ১৩ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "... সেখানে খেয়েছি থানচি কুটিরের রান্না করা খাবার।
পাহাড়িদের খাবার খাওয়া হয়নি। "

-আপনি মুল বিষয় মিস করেছেন।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: খাবার যদি মূল বিষয় হয় তাহলে মিস করেছি।
আমার কাছে ভ্রমণটা মূল বিষয় ছিলো ভ্রমণ, সেটা মিস করিনি। ১৬ আনাই পূরণ করেছি।
দুটি বন মোরগ জোগাড় করেছিলো থানচি কুটিরের মালিক আমাদের জন্য। সবাই খুব আনন্দ করে খেয়েছে। (উচিৎ হয়নি)
একদিন একটি গয়াল জবেহ করা হয়েছিলো, কোনো রকমে ১ কেজী জুটেছিলো আমাদের ভাগে।

মূল পাহাড়িদের রান্না কিছু খাওয়া হয়নাই। তার জন্যে কোনো আপসোসও আমার নেই।

৬| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৩

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগলো ছবিগুলো দেখে। বহু জায়গায় ঘুরেছি কিন্ত আমার কাছে কক্সবাজারের সমুদ্র ও বান্দবানের পাহাড়ই সেরা বলে মনে হয়।

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কক্সবাজারের সমুদ্রের চেয়ে সেন্টমার্টিনের অংশটা অনেক সুন্দর।
বান্দবানের তুলনা হয়না।
স্যারজী সুন্দরবনের ভিতরে গিয়েছি আমি। সেটা অসাধারণ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আমিও পাহাড় থেকে বেড়িয়ে এলাম।
আজ সকালে ঢাকা এসেছি।

১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কোথায় গিয়েছিলেন ভাইজান?

৮| ১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
পাহাড় আমার প্রিয়!

১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও প্রিয়

৯| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫১

মিরোরডডল বলেছেন:



কি অদ্ভুত ভালোলাগা পাহাড়গুলো ! বান্দরবানের ছবিগুলো বেশী সুন্দর ।
কিছুদিন আগে ব্লু মাউন্টেইন গিয়েছিলাম । সেখানে নেয়া একটা ছবি ।







১৪ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌একেক স্থানের পাহাড়ের রূপ একেক রকমের, খুবই মনোহর।

১০| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০১

মিরোরডডল বলেছেন:


পাহাড় আর অঞ্জন দত্ত, তাহলে এ গানটা শুনতেই হয় ।







১১| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৩

মিরোরডডল বলেছেন:


অনেকদিন না দিয়ে ভুলে গেছি কিভাবে কি লিংক দিতে হয় : )

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: সরাসরি লিংকটা দিয়ে দেন বরং

১২| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৫

মিরোরডডল বলেছেন:

১১ নং মন্তব্যে গানের লিংক দিলাম যে !
জাস্ট ক্লিক দ্যাট লিংক এন্ড এনজয় : )

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: Video unavailable
This video is not available
এইটা দেখায়

১৩| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৪

মিরোরডডল বলেছেন:



এবার নাহলে আমাকে মাফ করতে হবে ।
হা হা হা...... :)






১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এইবার ঠিক আছে।
আমার প্রিয় একটি গান এটি।

১৪| ১৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সামিয়া বলেছেন: আপনি দারুন ল্যান্ডস্কেপ তুলেন, ক্যামেরা ডিভাইস কি?

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ২০১০ থেকে ব্যবহার করেছি Nikon D80
এখন ব্যবহার করছি Nikon D3400
মাঝে সুন্দরবন আর কাশ্মীর ট্রিপে ব্যবহার করেছি Canon EOS 1100D

১৫| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩১

সামিয়া বলেছেন: Landscape এর জন্য ট্রাইপড ইউজ করেন কি!? নিকন এর থেকে ক্যানন ভালো?

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: না, হাতেই তুলি।
Nikon আমার পছন্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.