নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পূজার ছবি – ০৩

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩



বছর দুই আগে একটি দলের সাথে গিয়েছিলাম পাঁয়ে হেঁটে পুরান ঢাকার কিছু প্রাচীন (পুরনো) স্থাপত্য দেখতে। পদযাত্রায় নর্থব্রুক হলে রোডের একটি পূজা কমিটির পূজা প্রস্তুতির চিত্র দেখতে পেলাম চোখের সামনে। কি পূজা ছিলো আমার ঠিক জানা নেই। সম্ভবতো কালী পূজা। অনেক অনেক দেব-দেবীর মূর্তি তৈরি করছিলো কারিগরেরা সেখানে। প্রথম যার মূর্তি চোখে পরেছে তার ৫টি ছবি রইলো।
















=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পূজার ছবি – ০১ : দূর্গা দেবী
পূজার ছবি – ০২ : দূর্গা দেবী

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।

০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাজানোর আগের ছবি

পরের গুলোও দিতেন... যদি ভাললাগতো :)

ছোটকালে মুগ্ধ হয়ে কারিগরদের দিকে চেয়ে থাকতাম!
কি দারুন আল্পনায় ফুটিয়ে তুলতো চোখ, মূখ, নাক.....

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো স্যার ঐ একদিনই গিয়েছিলাম।
তখন মাত্র তৈরি হচ্ছিলো।
আরো কয়েক দিন পরে নিশ্চয়ই সেজে উঠেছিলো আসল রূপে।
তখন আর যাওয়া হয় নি।

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৮:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমি পেশাগত কারণে জীবনের পাঁচটি বছর এমন একটা জায়গায় বাসা নিয়েছিলাম যেখান থেকে সমস্ত যোগাযোগ ব্যবস্থা সুগম ছিল। কিন্তু সমস্যা ছিল অন্যত্র। বিশ্বকর্মা পূজা থেকে শুরু করে দুই বড় পূজা অর্থাৎ দুর্গাপূজা ও কালীপূজাতে সারারাত ধরে বিভিন্ন ক্লাব বা বারোয়ারী কমিটির দলবেঁধে চিৎকার করে প্রতিমা নিয়ে যাওয়ার দৃশ্যে শান্তির ঘুমের একেবারে দফারফা হয়েযেত। বিশ্বকর্মা পূজা এলেই আতঙ্কিত হয়ে যেতাম। সঙ্গে বাসার সামনে আগত প্রতিমা নিয়ে যাওয়া কর্মীদের জলবিয়োগের কারণে দুর্গন্দে প্রানান্তকর অবস্থা হতো। তবে দীর্ঘদিন থাকায় স্থানীয় কুমোরদের সঙ্গে আমার সদ্ভাব হয়েছিল।ওরা ভীষণ আন্তরিক। সাধারণত ভাড়াটিয়াদের সঙ্গে সকলেই একটু দূরত্ব বজায় রেখে চলে। কিন্তু ঐ স্থানে ওদের আচরণে আমি ভাড়াটিয়া একথা ভুলে গেছিলাম। যাইহোক আপনার আজকের পোস্টটি আমার জীবনের পুরানো একটি সময়ের কথা মনে করিয়ে দিলো। ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা প্রিয় ভাইকে।


০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: জীবন চলার পথের প্রতিটা গলিতেই এমন সব স্মৃতি জমে থাকে।
আমার বাসার সামনে কয়েকজন নরসুন্দর থাকতো। ওরা বিশ্বকর্মার পূজা করতো দেখতাম।
সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দক্ষকারীগরে হাতের ছোঁয়া।

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: একটা সময় হয়তো এই কারিগরেরা আর থাকবে না, কাজ হবে মেশিনে।

৫| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৭

রাশিয়া বলেছেন: অসম্পূর্ণ মূর্তির ছবি দেখানো ঠিক হয়নি। বিশেষ করে কাপড় চোপর ছাড়া।

০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেরেছে!!! এই বিষয়টাতো মাথা ছিলো না!!!

৬| ০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

আপনি কি বাড্ডাতে আরমান, ইমরান দুই ভাইকে চিনেন?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলতে পারছি না।
আমার স্মরণশক্তি শুব দূর্বল।
উনারা কোন বাড্ডাতে থাকেন?
উত্তর বাড্ডা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.