নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নতুন বোতলে পুরনো সুধা

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০২

গত ১০ বছর ১১ মাস যাবত আছি সামুতে পগলা জগাই নামে।
নিক লেখার সময় ভুলে পাগলার যায়গায় আকার বাদ পরে পগলা হয়ে যায়।
পরে চেষ্টা করেও পরিবর্তন করতে পারি নাই।



একসময় ফোরাম আর ব্লগ গুলিতে মরুভূমির জলদস্যু নামে হাবিজাবি পোস্ট দিতে শুরু করি। কিন্তু সামুতে বারবার চেষ্টা করেও নিকটা পরিবর্তন করতে ব্যর্থ হই।

এবার এই আজকে ফাইনালি পগলা জগাই থেকে মরুভূমির জলদস্যু নিকে যেতে পেরেছি।
সামুর সাপর্টিং টিমকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই সুযোগ করে দেয়ার জন্য।

আর সামুর সকল সদস্যকে জানাই বোতল নতুন হলেও মদ সেই পুরানাটাই আছে

এখন থেকে মরুভূমির জলদস্যু নামেই হাজির হবো।

ভালো থাকবেন সকলে।

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২

তারেক ফাহিম বলেছেন: ঠিক আছে, চিনে রাখলাম :D

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও চিনলাম

২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৩

কানিজ রিনা বলেছেন: অভিনন্দন,

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


আমার কাছে বেশ কিছু অপ্রিয় বিশেষণকে (পাগলা, ভুয়া, বেকুব, মুর্খ, দস্যু, চোর, অপদার্থ ... ইত্যাদি ইত্যাদি) নিকে যোগ করা কেমন অস্বাভাবিক লাগে।

চাঁদগাজী, (চাঁনগাজী ) ফেনীর দক্ষিণে একটি গ্রাম, সেখানে মুক্তিযু্দ্ধের সময় জেড-ফোর্স সন্মুখ যুদ্ধ করেছিলেন।

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ফোরাম-ব্লগ-ফেসবুক কে কখনই সিরিয়াস কিছু ভাবিনি।
তবে মরুভূমির জলদস্যু পছন্দ, অন্যের অপছন্দের বিষয়ে করার কিছু নাই স্যার।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগ এ্যাপলিকেশন কি শ্লো মনে হচ্ছে?

০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক ধরেছেন স্যার।
আমি প্রথমে ভাবলাম লাইনে সমস্যা। দিলাম ওদের ফোন। ওরা বললো লাইন ঠিক আছে। ফোরামে নাকি অনেক বেশী ভিজিটর। তাই এই অবস্থা। আমার তা মনে হয় না।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:



ইউ আর এনকারেজিং আস টু ড্রিংক ওল্ড ওয়াইন, রাইট ? ওকে উই উইল কিন্তু পাগলা নামেই ডাকবো :)

নাম চেঞ্জ করে নতুনরুপে আসার জন্য পাগলাকে অভিনন্দন !


০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ওল্ড ওয়াইনের মেলা দাম, অন্য কিছু ট্রাই করতে হইবো।

রূপের কোনো পরিবর্তন নাই, আগের সেই পুরাইনা জিনিসই, খালি মোরক চেঞ্জ হইছে।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

ভুয়া মফিজ বলেছেন: নতুন বোতল, পুরান মদকে সু-স্বাগতম!!! :P

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ B-)

৭| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আমি ফোরাম-ব্লগ-ফেসবুক কে কখনই সিরিয়াস কিছু ভাবিনি। "

-সেখানে আপনি আপনার ভাবনা-চিন্তা, অনুধাবন, সংস্কৃতি, ট্রেডিশন, জীবনের কর্মকান্ডকে তুলে ধরছেন, সেটাকে 'সিরিয়াস' ভাবেননি?

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আমি ফোরাম-ব্লগ-ফেসবুক কে কখনই সিরিয়াস কিছু ভাবিনি। "

-*যেখানে আপনি আপনার ভাবনা-চিন্তা, অনুধাবন, সংস্কৃতি, ট্রেডিশন, জীবনের কর্মকান্ডকে তুলে ধরছেন, সেটাকে 'সিরিয়াস' ভাবেননি?

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী স্যার, অনলাইন জগৎটাকে কখনই গুরুত্ব দেইনি আমি। এটি শুধু সময় কাটানোর চমৎকার একটি প্লাটফর্ম আমার জন্য।
জ্ঞানী গুনি মানুষের বিচরণের ভিরে একজন অপরিপক্ক বুদ্ধীর মানুষ আমি।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: যাই হোক, স্বাগত জানাই।

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৮:৫৭

করুণাধারা বলেছেন: নতুন নামে স্বাগত!

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ৯:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি বোতল থেরাপিতে বিশ্বাসী নই। সত্যিকারের মাতাল হতে গেলে মদ খাওয়ার দরকার পড়ে না। তবে আপনার পুরাতন পেশায় ফিরতে পেরেছেন জেনে আনন্দিত। ফুল গাছেতেই সুন্দর। জলদস্যু হয়েই মরুভূমিতে না হলেও সামুর বুকে দাপিয়ে বেড়ান। তবে এমন দস্যুকে আমার ব্লগবাড়িতে অধ্যবধি পদধুলি না দেওয়ার জন্য সাধুবাদ জানাই। হেহেহে....
ভালো থাকুন সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: মজার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে পদাতিক ভাই।
আপনি খুব কম পোস্ট করেন, আর আপনার একটা সিরিজ চোখে পড়ে "ফ্রম সাতক্ষীরা টু বেলগাছিয়া" পড়া হয়ে উঠেনা।
সরি।
ভালো থাকবেন আপনিও।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১০:১৯

নেওয়াজ আলি বলেছেন: চালিয়ে যান জগাই ভাইসাব। শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই চাঁদগাজী ফেনী জেলার ছাগলনাইয়া থানায় অবস্থিত । এটি উত্তর পশ্চিম কোনে ভারতের বর্ডারে একটি এলাকা। জি ওই এলাকায় জেড় ফোর্সের যুদ্ধের বর্ণনা বিভিন্ন বইয়ে আছে

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১১:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



আমিতো দুই নামেই আপনাকে চিনি।
আমার কাছে আপনি নতুন আর পুরাতন বলতে গেলে একই ।

ফুলের পরিচিতি দিয়ে ব্লগ ভরিয়ে রাখেন বলে ভাল লাগে।
প্রকৃতির মাঝে আপনাকে বেশ স্বচ্ছন্দই মনে হয়।
নিরানন্দ এসময়ে আপনার এই নিকে পথচলা
মসৃন ও আনন্দদায়ক হোক এ কামনাই রইল ।

০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
প্রকৃতির মাঝে আমি আসলেই স্বচ্ছন্দবোধ করি বেশী।

১৪| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রোপিক ঠিক আছে তো সহজেই মনে থাকবে। নতুন নতুন বিষয় নিয়ে হাজির হবেন আশা করি।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রপিক ঠিক থাকবে সব সময়।
নতুন বিষয় আসার চান্স কম।

১৫| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নতুন নামে আপনাকে স্বাগতম।






কি ভাবে নিক পরিবর্তন করলেন তা বললে ব্লগের অনেকেরই সুবিধা হতো কারণ অনেকেই এখন তাদের নিক পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু তারা তা করতে পাচ্ছেন না।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

নিক পরিবর্তন করাটা সামুতে তেমন গ্রহনীয় না।
যে নিকে আছেন সেটাতেই থাকতে উৎসাহিত করা হয়।
যদি নিকে কোনো ভুল থাকে তখনই কেমল সেই ভুল সংষোধন করে দেয়।
আমার নিকে ভুল ছিলো এবং অনলাই আমি সব খানে মরুভূমির জলদস্যু নামেই পরিচিত হওয়াতে আমার নিকটা সাপোর্টটিম পরিবর্তণ করে দিয়েছেন।

১৬| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০২

নীল আকাশ বলেছেন: নতুন নিক দেখে তে ভয় লাগে??? ;)
সু-স্বাগতম

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভয়ের কিছু নাই, আমার দাঁতই কেমল বড়, কখনো কামড়াই না। খ্যাক খ্যাক খ্যাক।
ধন্যবাদ।

১৭| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:১৮

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। কিন্তু নাম, নিক যা-ই বলি, এটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামের একটা প্রভাব রয়েছে। ব্যক্তির আচরণে নিজের অজান্তেই ব্যক্তির নাম কিছুটা প্রভাব বিস্তার করে। এই জন্যই একটি সুন্দর নাম নির্বাচন করার প্রতি গুরুত্ব দেয়া হয়। যদিও এটি নিছক ব্লগ নিক হওয়ার কারণে, এই নামে আপনাকে কেউ ডাকবে- এরকম সম্ভাবনা খুবই কম। তবুও এই নামটি অন্ততঃ লিখে হলেও আপনাকে সম্বোধন করা হতে পারে।

আশা করছি, পরামর্শটি পজিটিভলি দেখবেন এবং কষ্ট নিবেন না। আপনার সাথে বহু দিনের আন্তরিকতা বলেই 'নিক' এর বিষয়ে ভাবতে এই অনুরোধ।

অনেক অনেক দুআ আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ স্যার। কৃতজ্ঞতা পরামর্শের জন্যও রইলো।
আসলে স্যার "মরুভূমির জলদস্যু" নিকটা আমার অন্তত সাড়ে ১০ বছরের পুরনো।
পুরনো ফোরামে কয়েকটির বেশ কয়েকজন সদস্যের সাথে পরে ব্যাক্তিগত যোগাযোগও হয়।
অনেকে আমাকে দস্যু ভাই বলে ডাকেন, কেউ কেউ মরু ভাই বলেন, কেউ ডাকেন নামের শেষ অংশ সোহেন ভাই বলে। আমি তিন টিতেই সমান অভ্যস্ত।
নিকের চেয়ে বেশী প্রভাব ফেলে প্রপিক।
আমার ফেসবুক প্রপিক এইটিই, প্রথম থেকেই। ফেবুর কল্যাণে বেশকিছু বৃক্ষ ও ভ্রমণ গ্রুপের সাথে সদস্যদের সাথে বেরাতে যাওয়ার সুযোগ হয়েছে। তখন এই প্রপিকে প্রভাবে তাদের ভাবনা কেমন ছিলো সেটা কিছুটা বুঝতে পারি।

১৮| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৯| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: যাক তাহলে।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: যাক

২০| ০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩০

নতুন নকিব বলেছেন:



আশা করি, আপনার সাথে সাক্ষাৎ হবে এবং ইনশাআল্লাহ এক দিন আমরা একত্রে বসে চা খাব।

রাজধানীর বাইরে থাকলেও কোনো প্রয়োজনে ঢাকা গেলে আপনার এলাকায় কালেভদ্রে যাওয়া হয়। সে জন্যই এই আশাবাদ।

শুভকামনা সবসময়।

০৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই স্যার।

২১| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম সবার মন্তব্য গুলো পড়তে।

০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে দ্বিতীয় বার স্বাগতম

২২| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ভাইয়া।

২৩| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫১

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ভাইয়া।

০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভাইজান।

২৪| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪০

ঢুকিচেপা বলেছেন: নতুন নিকে অভিনন্দন।

২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.