নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে একবার বলেছিলাম Blue Moon বা নীল চন্দ্র নীল নহে, জানিয়ে ছিলাম Blue Moon কাকে বলে।
আর বলেছিলাম Blue Moon-কে যতটা বিরল বলা হচ্ছে ততোটা বিরল নয়।
তথ্য-উপাত্যে দেখিয়ে ছিলাম প্রতি আড়াই থেকে তিন বছরে একবার করে Blue Moon দেখা যায়।
তবে কিছু কিছু Blue Moon আছে যেগুলি আসলেই বিরল। সেই বিরল Blue Moon এর মধ্যে একটি হচ্ছে Halloween Blue Moon।
Halloween Blue Moon কি?
আমরা হয়তো অনেকেই জানি প্রতি বছর ৩১শে অক্টোবর পালিত হয় হ্যালোইন (Halloween)।
এই রাতে মৃত সাধুদের আত্মার স্মরণে গির্জায় গির্জায় জ্বালানো হয় মোমবাতি।
'হ্যালোইন' (Halloween) শব্দের পূর্ণ রূপ 'হ্যালো'জ ইভনিং' (Hallows' Evening) বা 'হ্যালোড ইভনিং', অর্থ 'পবিত্র সন্ধ্যা'।
৩১শে অক্টোবরের Halloween-এর রাত্রিতে যদি মাসের দ্বিতীয় পূর্ণিমা থাকে তাহলে তাকে বলা হয় Halloween Blue Moon.
এখানে বলে রাখা ভালো ৩১শে অক্টোবর পূর্ণিমা হলে সেটি অবশ্যই মাসের দ্বিতীয় পূর্ণিমা হবে, এবং সেটি হবে Halloween Blue Moon.
এবছর ২০২০ইং সালের ৩১শে অক্টোবর হ্যালোইন রাত্রিতেই মাসের দ্বিতীয় পূর্ণিমা হওয়াতে সেটি হচ্ছে Blue Moon. অর্থাৎ এবছর Halloween Blue Moon দেখার সুযোগ পেয়েছি আমরা।
এটি একটি বিরল ঘটনা বলা যায়। কারণ শেষ Halloween Blue Moon দেখা গেছে ৭৬ বছর আগে ১৯৪৪ সালের ৩১শে অক্টোবর রাতে।
যদিও শেষ Halloween Blue Moon দেখা গেছে ৭৬ বছর আগে, তবুও সব সময়ই কিন্তু Halloween Blue Moon দেখতে ৭৬ বছর অপেক্ষা করতে হয় না।
সাধারণত ১৯ বছর পরপর Halloween Blue Moon দেখর সুযোগ হয়।
১৯৪৪ সালের আগে Halloween Blue Moon হয়েছিলো ঠিক ১৯ বছর আগে ১৯২৫ সালের ৩১শে অক্টোবর রাতে। আর এবছর ২০২০ সালের পরে আবার Halloween Blue Moon দেখা যাবে ঠিক ১৯ বছরের চক্রে -
২০২০ সালের ৩১শে অক্টোবর রাতে। (Halloween Blue Moon)
২০৩৯ সালের ৩১শে অক্টোবর রাতে। (Halloween Blue Moon)
২০৫৮ সালের ৩১শে অক্টোবর রাতে। (Halloween Blue Moon)
২০৭৭ সালের ৩১শে অক্টোবর রাতে। (Halloween Blue Moon)
২০৯৬ সালের ৩১শে অক্টোবর রাতে। (Halloween Blue Moon)
অর্থৎ আগামী বেশ কয়েকটা Halloween Blue Moon প্রতি ১৯ বছর পরপর দেখা যাবে।
তবে সব সময় না!!
১৯ বছর পরপর Halloween Blue Moon হতে হতে আবার কেনো পিছিয়ে যায়?
এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের জানতে হবে Metonic Cycle ও তার খুঁত সম্পর্কে।
(যদিও আমি নেজেই পুরাপুরি জানি না।)
গ্রিসের রাজধানী অ্যাথেন্স শহরে Meton নামে একজন গণিতবিদ, জ্যোতির্বিদ, জ্যামিতিবেত্তা, প্রকৌশলী বাস করতেন। তিনি যিশুর জন্মের ৪৩২ বছর আগে আবিষ্কার করেন চাঁদ তার চলার পথে ১৯ বছর চলার পরে চাঁদের পর্যায়/কলা/দশা (phase of the Moon) একই তারিখে ফিরে আসে। এই আবিষ্কারটি চাঁদের Metonic Cycle নামে পরিচিত। তবে এই হিসাবটি ১০০% সঠিক নয়।
চাঁদের অরবিটাল পিরিয়ডের সামান্য পরিবর্তনের কারণে ১৯ বছরের এই চক্রটি প্রায় ১২টি চক্র পূর্ণ করার সময় প্রায় ২১৯ বছরে মোট ১ দিন পিছিয়ে পড়ে। ফলে তখন ৩১শে অক্টোবরের পরিবর্তে পূর্ণিমা হয় তার পরদিন ১লা নভেম্বরে।
(এর সঠিক হিসাবটা আমার মাথায় ঠিকমতো ঢুকে নাই।)
তথ্য সূত্র ও ছবি : অন্তর্জাল
=======================================================================
আরো কিছু পুরনো লেখা
রাতের আকাশ ও তারা পরিচিতি
বুধ গ্রহ
শুক্র গ্রহের আদি-অন্ত
বৃহস্পতি গ্রহ
জুপিটার ও ভেনাস ২০১৭
এবার শনি গ্রহ দেখুন
আকাশে গ্রহের হাট
চাঁদের বুকে হেঁটে আসা চন্দ্র-মানবেরা
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ
পূর্ণগ্রাস চন্দগ্রহণ ২০১৮
পুষ্প পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্র পূর্ণিমা
আষাঢ়ী পূর্ণিমা
সুপার মুন ২০১৫
Blue Moon বা নীল চন্দ্র নীল নহে
২২ ডিগ্রী সৌর বর্ণবলয়
ক্রপ সারর্কেল
ধূমকেতু নিওওয়াইজ / Comet NEOWISE
০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ স্যার মতামতের জন্য।
২| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ সব ব্যাপার স্যাপার!
ভাল লাগল খুব।
০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য স্যার।
এই ব্লু মুন নিয়ে আরো একটি লেখা তৈরি করছি। সেটিই হয়তো এই সিরিজের শোষ পর্ব হবে।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ২:০৮
মিরোরডডল বলেছেন:
এটা কি রিপোষ্ট , মনে হয় সেদিনও পড়েছিলাম । ভালো ইনফো ।
খালি চোখে যেমন সুন্দর দেখায়, ছবি বা ভিডিও সেরকম আসেনা । প্রফেশনালদের কথা অবশ্য ভিন্ন ।
সিডনির বাইরে আইসোলেটেড রিমোট এরিয়াতে গিয়েছিলাম , মাঝে মাঝে ক্লিয়ার থাকলেও মোস্ট অভ দ্যা টাইম মেঘ ছিলো ।
০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: না, রি-পোস্ট না।
আগের পর্বে ব্লু মুন সম্পর্কে বলেছি। সেই সাথে প্রসঙ্গক্রমে হ্যালোইন ব্লু মুন সম্পর্কেও বলেছিলাম। কিন্তু শেষ করি নি।
এই পোস্টে শুধু Halloween Blue Moon সম্পর্কে যাতীয় সব তথ্য (আমার জানা) দিয়েছি। Halloween Blue Moon সম্পর্কে আশা করি একটা ভালো ধারনা দিতে পেরেছি।
আড়ামী পর্বে অন্য আরেকটি Blue Moon আলোচনা করার ইচ্ছে আছে।
আমি বেশ ভালো ছবি তুলেছে। আমি তুলতেই পারি নি। তাছাড়া আকাশে প্রচুর মেঘ ছিলো। তাই আমি বলেছিলাম - এবারের ব্লু মুন হয়ে গেছে ঘুলা মুন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট।