নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দুরন্ত কৈশোর - ০৩

৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২০

কতদিন ধরিনা ডোবায় মাছ
করিনা সেই মরা নদীর মিঠা পানি পান,
হায়রে পরান, হায়রে পরান।।

----- নুরুজ্জামান শেখ -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং

কৈশোর একেক বিত্তের কাছে একেক রকম। কারো কারো কাছে দুরন্ত, উদ্দাম; কারো কারো কৈশোর শুরু হয় পথে পথে ফুল বিক্রি করে, ইটভাটায় ইট টেনে বা ইট ভেঙে। কারো কারো কৈজর কেটে যায় মা-বাবার ছায়ায়, বইয়ের ভাড়ি ব্যাগ কাঁধে নিয়েই।


ইচা, পুটি, কৈ, শিং, টাকি,
টেংরা, বৈচা আরো কত কি
ধরে ধরে ভরেছি বোঁখায়।
খলিসা, বুতুম সে তো খেওয়ে খেওয়ে ধরা যায়।
কাঁকড়া, চেগভেগা, পোটকা

----- কবির সরদার -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




সারাবেলা খেলা শুধু খেলা

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




সারাবেলা খেলা শুধু খেলা

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং




প্রচেষ্টা

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
দুরন্ত কৈশোর - ০১
দুরন্ত কৈশোর - ০২
দুরন্ত কৈশোর - ০৩
দুরন্ত কৈশোর - ০৪
দুরন্ত কৈশোর - ০৫
দুরন্ত কৈশোর - ০৬

=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিগুলো দারুণ। সবগুলো ছবিতেই যেন নিজেকে দেখতে পেলাম।

৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমার এমন কোনো স্মৃতি তেমন জোড়ালো ভাবে নাই।

২| ৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক বলেছেন: ‌আমার এমন কোনো স্মৃতি তেমন জোড়ালো ভাবে নাই। বড়োই হয়েছি এমন গ্রামীণ পরিবেশে, যেখানে এটা হলো খুব কমন চিত্র। তবে, পরিবেশ আমার ছোটোবেলার চাইতে এখন অনেক পালটে গেছে, গ্রামে গেলে গ্রামীণ পরিবেশের আগের আমেজ আর পাওয়া যায় না।

৩০ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার আমার নিবাস উত্তর বাড্ডা। এই বছর ২/৩ আগ পর্যন্ত এটা গ্রামই ছিলো। তবে নামে। বছর ২০ আগে বাড্ডার চিত্র এমন গ্রামীণই ছিলো। এগুলি দেখেছি আমি নিজে। যেখানে বোরো ক্ষেত ছিলো এখন সেখানে ১২ তালা দালান।

গ্রামীণই চিত্র ছিলো চোখের সামনেই, তবে তার অংশ খুব একটা তহে পারি নাই। অনেক কিছু করেছি নিজ গন্ডিতে, বাহিরে তা হতে পারে নাই।

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো উপভোগ করলাম।

৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:২১

আকন বিডি বলেছেন: এইরকম সময় কাটিয়ে স্মৃতি রোমন্থন করা ছাড়া উপায় নাই এখন। সুন্দর ছবি।

৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রামে যারা আছে তারা এখনো এই পরিবেশ পায়।

৫| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই শান্তির দিন .. হায়
কত দ্রুতই হারায়
শৈশব যেন পলকে পালায়
স্মৃতি কেবলই জ্বালায়।।

+++

৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, শৈশব পালানোর কষ্টে আমার মনেহয় সকলেই ভোগে।

৬| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,




অপাপবিদ্ধ কৈশোরের নির্মল সব ছবি।

২ নম্বর আর শেষের ছবি দু'টো অনবদ্য।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আহমেদ জী এস অশেষ ধন্যবাদ আপনাকে মতামত আর মন্তব্যের জন্য।

৭| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৬

মা.হাসান বলেছেন: নুরুজ্জামান শেখ - এই কবির নাম জানা ছিলো না।

গ্রামেও এখন এই ছবি কমে আসছে। বাচ্চাদের পিঠে ভারি ভারি ব্যাগ। ভয় লাগে।
সুন্দর সব ছবির জন্য অনেক ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মা.হাসান স্যার কথা সত্যি, ব্যাগের বোঝা শহর ছাড়িয়ে গ্রামেও পৌছে গেছে কিন্ডার গার্ডেনর কল্যানে।

৮| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১০

ঢুকিচেপা বলেছেন: ছোটবেলায় মাছ ধরেছি তবে এভাবে নয়, বড়সি দিয়ে।
শেষের ছবিটা দারুণ।

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বড়শি দিয়ে আমিও মাছ ধরার চেষ্টা করেছি কয়েকবার।
ধন্যবাদ আপনার মতামতরে জন্য।

৯| ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

মিরোরডডল বলেছেন:


সবগুলো ছবিই প্রানবন্ত । কবিতাগুলোও সুন্দর । শেষের ছবিটা অবাক করলো, এতো ছোট শিশুও এভাবে কাদামাটিতে !!!


স্মৃতিগুলো মনে পড়ে যায়
ছোটবেলার হাসি ভরা দিনের








০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যভাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.