নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মুখচ্ছবি - ০৩

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৫

এক মুখ দাড়ি গোঁফ, এক মুখ দাড়ি গোঁফ
অনেক কালের কালো ছোপ ছোপ
জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার
পিচুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরনে মগ্ন।

----- কবীর সুমন -----

ছবি তোলার স্থান : সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/১০/২০১৪ ইং


চলতিপথে অচেনা জনের তোলা কিছু ছবি, যা তোলার সময় অনুমতি নেয়া হয়নি বেশীরভাগ সময়। কেউ বুঝতে পেরেছে ছবিতোলার বিষয়টা, কেউবা জানতেই পায়নি। আবার কেউ কেউ ছবি তোলার জন্য নিজেই আগ্রহী হয়ে এসেছে।


তুমি কে হে, ছত্রপতি,
টেনে নাও আমাদের তোমাদের রঙিন ছাতায়!
তোমাদের ছাতার রং আগ্রাসী বড়
দু-চোখ টাটায়,
ওধারে ওদের ছাতা ধ'রে আছে ভীষণ ষণ্ডারা
আরও দূরে আরো ছাতা আছে
সে সব ছাতার প্রভু হাবিজাবি মুখোসধারীরা!

----- হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় -----


ছবি তোলার স্থান : সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং




এখন এ-সব স্বপ্নকথা
দূরের শোনা গল্প,
তখন সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প।

----- আসাদ চৌধুরী -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং





বয়েস আমার, মুখের রেখায়, শেখায় আজব, ত্রিকোণমিতি,
কমতে থাকা, চুলের ফাঁকে, মাঝবয়সের সংস্কৃতি।
হাঁটুতে আজ, টান লেগেছে,, টান লেগেছে গাঁটে গাঁটে,
মধ্যবিত্ত, শরীরে আজ, সময় শুধু ফন্দি আঁটে!

----- কবীর সুমন -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং






হিসেব মেলানো ভার আয় ব্যয় একাকার...
চলে গেলো সারাদিন, এলো গোধুলি...
সন্ধ্যে নিবিড় লুটে, অনেকটা চেটেপুটে
অন্ধকারের তবু আছে সীমানা...

----- কবির সুমন -----

ছবি তোলার স্থান : কমলাপুর রেলওয়েস্টেশন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/১২/২০১৫ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মুখচ্ছবি - ০১
মুখচ্ছবি - ০২

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ সুখে নেই।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা কখনোই সুখে ছিলাম না।

২| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: মুখ গুলো অসহায়।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম

৩| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩১

মরুর ধুলি বলেছেন: দেশের মানুষ সুখে নেই। সুখের খোজে প্রতিদিন হাজারো ডাইরী হয় দেশের থানাগুলোতে।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি।

৪| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২১

ঢুকিচেপা বলেছেন: “ বয়েস আমার, মুখের রেখায়, শেখায় আজব, ত্রিকোণমিতি,
কমতে থাকা, চুলের ফাঁকে, মাঝবয়সের সংস্কৃতি।
হাঁটুতে আজ, টান লেগেছে,, টান লেগেছে গাঁটে গাঁটে,
মধ্যবিত্ত, শরীরে আজ, সময় শুধু ফন্দি আঁটে!”


৪টা লাইনের সাথে ছবিটা দারুণ হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মিলের জন্য ব্যবহার করেছি স্যার।

৫| ২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩৯

নেওয়াজ আলি বলেছেন: মেহনতী মানুষের করুণ মুখ

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: তা বলা চলে।

৬| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: পাগলা জগাই কি আমাকে পাগল করে দিবে নাকি!
দারুন পোষ্ট!!

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ স্যার আপনাকে মন্তব্যের জন্য।

৭| ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৪

পদ্মপুকুর বলেছেন: তুমি কে হে, ছত্রপতি,
টেনে নাও আমাদের তোমাদের রঙিন ছাতায়!
তোমাদের ছাতার রং আগ্রাসী বড়
দু-চোখ টাটায়,
ওধারে ওদের ছাতা ধ'রে আছে ভীষণ ষণ্ডারা
আরও দূরে আরো ছাতা আছে
সে সব ছাতার প্রভু হাবিজাবি মুখোসধারীরা!

রঙিন ছাতার সাথে এটা চলে কিনা দেখতে পারেন। হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় এর আমার কোনো ছাতা নেই কবিতা থেকে।

২৮ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চলে না মানে!! দৌড়ায়!!
যোগ করে দিলাম।
ধন্যবাদ আপনাকে।

৮| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

মা.হাসান বলেছেন: তিন আর চার একই ছবি, শুধু সাদা-কালো করে দেয়ায় একটা ছবি কতোটা বদলে গেছে ভাবাই যায় না!

অসাধারণ সব ক্যাপশন পোস্টকে অন্য ভাব দিয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অসাধারণ পর্যবেক্ষণ। আর কেউ এখনো ধরতে পারেনি, পারলেও বলেনি।

৯| ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার ক্যাপশনে ছবি গুলো সুন্দর।

২৮ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.