নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই জীবনে অল্প কয়েকবার আকাশ, গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, খ, শূন্যলোক, দ্যুলোক, শূন্য, নভঃ, অভ্র, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমণ্ডল, নভস্তল, নভস্থল, বা আসমানে উড়ার সুযোগ ললাট, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক বা কপালে জুটেছে। তখন জলদ, বারিদ, জলধর, অম্বুদ, জীমৃত, নীরদ, পয়োদ, ঘন, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর বা মেঘ দেখে চক্ষু, চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, দর্শনেন্দ্রিয় বা নয়ন জুড়িয়েছে। বারবার ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা বা অভিলাষ হয়েছে ঐ রূপ দেখার। আজ রইলো পাখি, পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ বা বিহঙ্গের চোখে দেখা কিছু চিত্র।
২
৩
৪
৫
৬
ছবি তোলার স্থান : আকাশপথে ঢাকা-কক্সবাজার রুটে।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং
১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: আল-ইকরামা ভাই আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য ও মতামতের জন্য।
২| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৬
আল-ইকরাম বলেছেন: সংশোধনার্থেঃ ”এই অর্থ” না হয়ে হবে ”একই অর্থ”। ধন্যবাদ।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
৩| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক উপর থেকে সব কিছুকেই মনে হয় সুন্দর লাগে। ঢাকা শহরকেও আকাশ থেকে সুন্দর দেখায়। এখানে নামার পর মানুষ বুঝতে পারে কোথায় আসলাম।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটা ঠিক বলেছেন স্যার। আমিও বিষযটা লখ্য করেছি।
৪| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৬
রাজীব নুর বলেছেন:
এটা আমার তোলা।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি এমন তুলেত পারিনাই। তবে কয়েক বার চেষ্টা করেছি।
৬| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
জগতারন বলেছেন:
রাজীব নুর-এর তোলা ছবিটি মনে হয় Boeing 747-8 বিমান-এর।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে বিষয়টা আমাদের জানানোর জন্য।
৭| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
শেষ ছবিতে একটা নদী, নাকি খাল দেখা যাচ্ছে; উহা কোথায়?
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার এটি নদী, কক্সবাজারে খুব কাছাকাছি থাকা কোনো নদী।
৮| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
ওমেরা বলেছেন: ছবি গুলো সুন্দর হয়েছে ।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।
৯| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৪
করুণাধারা বলেছেন: খুবই সুন্দর হয়েছে ছবিগুলো।
কক্সবাজার ভ্রমণ নিয়ে পোস্ট দেয়ার কথা ছিল না আপনার?? অন্তত কিছু ছবি দিতে পারতেন!!
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।
জ্বী, কক্সবাজার ভ্রমণ নিয়ে পোস্ট দেয়ার কথা ছিল। যাত্রা শুরুর প্রথম অংশটুকু রেডি করেছি। আগামীকাল পোস্ট দিবো। তারপরের পোস্টগুলিতে কক্সবাজার ভ্রমণের ছবি থাকবে।
১০| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১:১০
ঢুকিচেপা বলেছেন: খুব সুন্দর হয়েছে। সাদা মেঘ দেখে মনে হচ্ছে হাত দিয়ে ধরি।
১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার উল্টো পাশের মেঘগুলি আরো সুন্দর ছিলো। বড়বড় ধারিধারি। সেগুলির ছবি তুলোর সুযোগ হয়নি।
১১| ১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪
পদ্মপুকুর বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক উপর থেকে সব কিছুকেই মনে হয় সুন্দর লাগে। ঢাকা শহরকেও আকাশ থেকে সুন্দর দেখায়। এখানে নামার পর মানুষ বুঝতে পারে কোথায় আসলাম। [/sb
সাথে অবশ্য দেখানোর মত প্রতিভাও লাগে! আমি নিজে কয়েকবার বিমানের জানালা দিয়ে ছবি তোলার (অপ)চেষ্টা করেছি। পরে ওই ছবি দেখে মনে হয়েছে এত খারাপ ছবি হতে পারে!.... পাগলা জগাইয়ের ফটোগ্রাফি আসলেই ভালো।
১৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: পদ্ম পুকুর বলেছেন: পাগলা জগাইয়ের ফটোগ্রাফি আসলেই ভালো।
এই ছবি তোলার অপচেষ্টা আর আগে আমি অন্ততো ৩ বার করেছি। কাজ হয় নাই।
আমার মনে হয় ৩টা জিনিস লাগে।
১। ভালো ভাগ্য : আকাশটা সুন্দর হতে হবে, ছাড়াছাড়া মেঘের কাব্যিক উপস্থিতি থাকতে হবে।
২। ভালো ক্যামেরা : এখন মোবাইলেই ভালো ক্যামেরা আছে। তাতেও চমৎকার ছবি উঠে।
এইটা আমার কমদামী শাওমি মোবাইলে তোলা।
৩। ভালো একটা সিট : জানলার পাশে সিট না পাইলে সব মাটি। কয়েকবার আমার এমন হইছে।
১২| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২
হাসান রাজু বলেছেন:
উপরে মেঘ নিচে তার ছায়া । অসাধারণ।
২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার পর্যবেক্ষণ
১৩| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪১
মা.হাসান বলেছেন: রমনীয় সুশ্রী চমৎকার সুন্দর মোহনীয় সুদৃশ্য ছবি ওয়ালা পোস্ট। জানালার পাশে বসলেই হয় না, কোন জানালার পাশে বসেছেন, দিনের কোন সময়ে, সাথে কী ক্যামেরা আছে- সব অনুকূলে না থাকলে ভালো ছবি আসে না। তবে সব থাকার পরেও ক্যামেরায় হাত ভালো থাকতে হয়। না হলে কাজের কাজ হবে না।
৫ নম্বর মন্তব্যের ছবিটার মতো ছবি তোলা খুব সহজ। একটা প্লেনে উঠবেন। যে প্লেনের ছবি তুলতে চান ডিগবাজি খেয়ে তার নীচে চলে যাবেন। জানালা খুলে বাইরে আসবেন। ড্রাইভারকে বলবেন যেন উপরের প্লেনের সাথে স্পিড ম্যাচ করে চালায়। এর পরে তুলে ফেলেন । আমার ভালো ক্যামেরা নাই, না হলে আমি কবেই তুলে ফেলতাম।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ব্যাতিক্রম মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার।
এই কারনেই আমি তাহলে ৫ নাম্বার মন্তব্যের ছবির ন্যায় ছবি তুলতে পারি নাই!!!
১৪| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:০২
মা.হাসান বলেছেন: এই কারনেই আমি তাহলে ৫ নাম্বার মন্তব্যের ছবির ন্যায় ছবি তুলতে পারি নাই!
আপনারও ভালো ক্যামেরা নাই জেনে কষ্ট পেলাম।
ঐখানে বলার মতো বড় নদী সাংগু আর মাতামুহুরি।
চিটাগাঙের বেশি কাছে হলে সাংগু, কক্সবাজারের কাছে হলে মাতামুহুরি। ছবিতে জিপিএস ট্যাগ করা থাকলে চেক করে দেখতে পারেন। নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না, তবে ঐ দুটি নদীর একটা ( বা এর শাখা) হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হয়।
২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আগে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিলেই অটো লোকেশন ট্যাগ হয়ে যেতো । কি সেটিং চেঞ্জ হয়েছে কে জানে, এখন আর হয় না।
১৫| ১৩ ই জুন, ২০২১ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন: শেষ ছবিটা বেশি সুন্দর !
১৩ ই জুন, ২০২১ রাত ২:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩২
আল-ইকরাম বলেছেন: বেশ লিখেছেন ভাই। ভিন্ন একটি আঙ্গিক আছে এতে। কত যে ভিন্ন শব্দের এই অর্থ হতে পারে তা জানা হলো। ছবি গুলোও সুন্দর। শুভ কামনা নিরন্তর।