নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যা–গোধূলি লগনে কে
রাঙিয়া উঠিলে কারে দেখে।।
হাতের আলতা পড়ে গেল পায়ে
অস্ত–দিগন্ত বনান্ত রাঙায়ে
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
জানি না কখন এল নূপুরবিহীন
নিঃশব্দ গোধূলি।
দেখি নাই স্বর্ণরেখা
কী লিখিল শেষ লেখা
দিনান্তের তুলি।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
এখানে নামল সন্ধ্যা। সূর্যদেব, কোন্ দেশে, কোন্ সমুদ্রপারে, তোমার প্রভাত হল।
অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসরঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো; কোন্খানে ফুটল ভোরবেলাকার কনকচাঁপা।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
“আইল গোধূলি সৌর রঙ্গ ভূমে,-
নামিল পশ্চিমে ধীরে যবনিকা,
ধূসর বরণা; ফুরাইল ক্রমে
দিনেশ দৈনিক গতি অভিনয়।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥
হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই--
আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
২| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৩
মিরোরডডল বলেছেন:
গোধূলি বিদায় সাগর তীরে
দূর নীলিমায় জোছনা ঘিরে
অদ্ভুত সুন্দর ছবিগুলো !!!!
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৩| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৮
মিরোরডডল বলেছেন:
জগাই স্পেলিং মন হয় লাবুনী না, লাবনী পয়েন্ট হবে ।
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার নামের বানানেই ভুল, ভুলতো আমি লিখবোই!!!
ধন্যবাদ আপনাকে ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
৪| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৪
মিরোরডডল বলেছেন:
পগলা যখন ট্রিপে গিয়েছিলো, আহসান ভাই তখন জগাইকে এই পোষ্ট উৎসর্গ করেছিলো, you may missed it.
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: খায়রুল আহসান স্যার আমার নগন্য একটি ছবি আপনার এই চমৎকার স্মৃতিচারণমূলক লেখার উৎসাহ যুগিয়েছে জেনে খুবই ভালো লাগলো।
অশেষ আন্তরিক ধন্যবাদ আপনাকে আপনার এই লেখায় আমার নাম উল্লেখ করার জন্য।
লেখাটি আমারকে উৎসর্গ করায় অফুরন্ত কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন সবসময়।
বি.দ. এই পোস্টি যখর প্রকাশ হয়েছে সেই সময় আমি কক্নবাজার ভ্রমণ করার কারণে লেখাটি আমার চোখ এরিয়ে যায়। মিরোরডডল মনে করে আজকে লেখাটির লিংক আমার একটি পোস্টে উল্লেখ করায় এটি দেখার সুযোগ হলো। মিরোরডডল এর জন্য রইলো অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
৫| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩২
সাড়ে চুয়াত্তর বলেছেন: গোধূলি বেলার সুন্দর দৃশ্য।
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো
বেশ তো, বেশ তো
তারপরে পৃথিবীতে আঁধারের ধূপছায়া নামবেই
মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জনও থামবেই
সে আঁধার নামুক না, গুঞ্জন থামুক না
কানে তবু রবে তার রেশ তো.......
- হেমন্ত মুখোপাধ্যায়ের গান
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: স্যার ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
৬| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৬
নেওয়াজ আলি বলেছেন: অনুপম
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া স্যার
৭| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৪
ঢুকিচেপা বলেছেন: অসম্ভব সুন্দর হয়ে সবগুলো ছবি।
৪ নম্বরটা কি কারণে যেন আলাদা করে ভাবাচ্ছে।
১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে স্যার মন্তব্য আর মতামতের জন্য।
৮| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
এমন যায়গায় আছি (নগরে) , সুর্যাস্ত দেখা হয় না; দেখতে হলে, কয়েক মাইল দুরে যেতে হয়।
১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদেরও একই অবস্থা। ১০ তালার ছাদে উঠলেও দিগন্ত দেখা যায়না পশ্চিম দিকের।
৯| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: সত্যিই সুন্দর।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫
মোছাব্বিরুল হক বলেছেন: ছবিগুলো সত্যি অসাধারন।