নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জল জমানি
বাংলা ও অঞ্চলিক নাম : আকান্দি, আকনাদি লতা, আকন্দি লতা, মুষশনী লতা, একলেজা, দই পাতা, নিমুকা, মাকান্দি, বেম্মকপাট, চাকালতি।
সংস্কৃত নাম : রাজাপাতা
Common Names : Snake vine, Tape vine etc.
Scientific Name : Stephania japonica
এর আগে একবার চেষ্টা করেছিলাম, জল জমে নি। এবার একটু বেশী করে পিষে দিয়েছি। কয়েকমিনিট পরেই পানিটুকু জ্যালির মতো জমে গেলো!
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ঠিক জানা নেই খাওয়া যায় কিনা।
তবে এর ঔষধি গুণ আছে অনেক। প্যাটের বেমো, ফোড়া-পাচরা এবং সম্ভবতো পা মচকানো এবং কাটা-ছেড়ায় এর ব্যবহার আছে।
২| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জল জমে যাওয়ার কথা শুনে মনে হলো এমন লতাপাতা দেখেছি, বিশেষ করে কেটে যাওয়ার পর সেখানে লাগানো হতো। ভাসা ভাসা মনে পড়ে।
তেলাকুচা চেনেন নাকি? এটা আঞ্চলিক নাম। শুদ্ধ নাম জানি না। লতাগাছের ফল। গাঢ় সবুজ কাঁচা অবস্থায়, পাকলে লাল হয়, দেখতে অনেকটা পটলের মতোই, তবে আকারে আরেকটু ছোটো, মাথা ও গোড়া পটলের মতো অত চোকা না।
পাতাটা দেখে ভেবেছিলাম এটা তেলাকুচা। পরে অন্য তথ্য জেনে মনে হলো এটা আরেকটা।
কত অজানা লতাপাতা বাড়ির পাশে জঙ্গলে ছিল, ওগুলোর নাম তখনো জানতাম না, আর এখন তো প্রশ্নই ওঠে না।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: হে স্যার তেলাকুচা চিনি আমি। আমার ছাদে আছে, অযত্নে। এর শুদ্ধ নাম তেলাকুচা।
প্রচলিত আরো অনেক নাম এর আছে যেমন - তেলাকুচো, কুন্দ্রি শাক, কুচিলা, তেলা, তেলাকচু, তেলাহচি, তেলাচোরা কেলাকচু, কেলাকুচ, তেলাকুচা বিম্বী ইত্যাদি।
কত কিছুই আমার অজানা রয়ে গেছে, রয়ে যাবে। জানার এতো আগ্রহ, এতো চমৎকার একটি মস্তিষ্ক দিয়ে মানুষকে এতো অল্প আয়ূ দেয়াটা তাকে বঞ্চিতো করার সামিল।
৩| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৫
ঢুকিচেপা বলেছেন: বাহ্ খুব সুন্দর একটি গাছ সম্পর্কে জানা হলো।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।
৪| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: জল জমানি সম্পর্কে আজই প্রথম জানলাম।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও খুব বেশি দিন আগে একে চিনতাম না।
৫| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫০
নেওয়াজ আলি বলেছেন: প্রথম জানলাম।
১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও খুব বেশি দিন আগে একে চিনতাম না।
৬| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের ভেষজ বিশেষজ্ঞ ভায়ার প্রতি ধন্যবাদ
প্রায় ভুলে যাওয়া লতা পাতা ফুল ফলকে নিত্য তুলে ধরে হারিয়ে যাওয়া থেকে বাঁচানো এবং
নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দেয়ায়
++++
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বিদ্রোহী ভৃগু স্যার আপনাকে অশেষ ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভেষজ সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। কিছু গাছ-পালা-ফুল চিনি, নাম জানি, এইটুকুই আমার দৌড়।
তবে কথা সত্য বর্তমানের প্রজন্ম গাছ-পালা-ফুল থেকে অনেক দূরে সরে গেছে।
৭| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৪
তারেক ফাহিম বলেছেন: জানলাম।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বুঝলাম
৮| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০২
মিরোরডডল বলেছেন:
ইন্টারেষ্টিং !
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: কে জেনো বললো, কলা গাছ থেকে সংগৃহীত জলও নাকি রেখে দিলে জেলির মতো জমে যায়। সুযোগ হলে চেক করে দেখতে হবে।
৯| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমিও খুব বেশি দিন আগে একে চিনতাম না।
জল জমাই নিয়ে বাসা বাড়িতে লাগানো সম্ভব?
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভব, খুবই সম্ভব। একটুখানি শিকর সহ লতা নিয়ে টবে দিয়ে দিলেই হবে। তবে লখ্য রাখতে হবে যাতে ছড়িয়ে না পরে। আমার কাঠাল আর জাম গাছে উঠে গেছিলো। লোক লাগিয়ে কাটাতে হয়েছে।
১০| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫
ইসিয়াক বলেছেন: জল জমানি সম্পর্কে আগে জানতাম না । কত কিছু যে জানা নাই! জেনে ভালো লাগলো।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী কতো কিছুই অজানা আমাদের। অনিকে কিছুই জানতে বাকি, নতুন কিছু জানতে পারলে আনন্দ বারে।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
মা.হাসান বলেছেন: অদ্ভুত তো! এটা কি খাওয়া যায়? গেলে আগার আগারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, স্যুপে দেয়া যায়, ঝোল গাড় করা যায়। আগে কখনো এর নাম শুনি নি। অজানা বিষয় জানানোর জন্য অনেক ধন্যবাদ।