নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।
পাহাড়ের দেশে
পাহাড়িয়াদের বেশে।
আমার মনটা হেসে।
বেড়ায় কেবল ভেসে ভেসে॥
----- বিলেশ্বর গড়াই -----
কোথায় পাহাড় সে কোনখানে,
তাহার নাম কি কেহই জানে?
কেহ যেতে পারে তার কাছে?
সেথায় মানুষ কি কেউ আছে?
----- বরীন্দ্রনাথ ঠাকুর -----
…ও পাহাড়…ও পাহাড়…
দেখা হবে কবে আবার…
বুঝি জীবনের নিশি রাতে
…ও পাহাড় তোমার সাথে?
----- বিলেশ্বর গড়াই -----
পাহাড়-চুড়া সাজে
নীল আকাশের মাঝে,
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই।
ওই পাহাড়ের ঝর্না আমি, ঘরে নাহি রই
----- কাজী নজরুল ইসলাম -----
ছবি তোলার স্থান : থানচি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০২০ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১
=================================================================
০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:২৩
মা.হাসান বলেছেন: ছবিতে ফেব্রুয়ারির কুয়াশা দেখা যায়। পাহাড় সবচেয়ে দৃষ্টিনন্দন থাকে বর্ষায়, তবে এ সময়ে ঘোরা বিপদ জনক।
১৯৫২ সলের মেঘ ঢাকা আলোর কপি আপনি কোথায় পেলেন জানতে খুব আগ্রহ হচ্ছে।
০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ১০:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন স্যার, বর্ষায় পাহাড় থাকে ভরা যৌবনে। অবশ্য সেই সময় রেমাক্রি যাওয়াটা অতি বিপদজনক হয়ে উঠে। তাই শীতের শেষ দিকেই গিয়েছিলাম।
মেঘ ঢাকা আলোর কপি পেয়েছি নেটে, উইকিতে।
গুগল মামা অনেক কিছুই এখন হাতের নাগালে এনে দিয়েছে স্যার।
৩| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
মিরোরডডল বলেছেন:
কি যে ভীষণ সুন্দর পাহারগুলো !!!
পাহাড় আমাকে ভয়ঙ্করভাবে টানে ।
এই জুলাইয়ে গিয়েছিলাম ক্যাঙ্গারু ভ্যালীতে ।
ওখানে নেয়া একটা ছবি জগাইয়ের সাথে শেয়ার করলাম ।
সানরাইজের কিছু আগে ভোরের কুয়াশায় আমার প্রিয় পাহাড় ।
১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: পাহাড় আমিও পছন্দ করি, বিশেষ করে বর্ষার সবুজ পাহাড়।
আপনার ছবি সুন্দর হয়েছে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো সুন্দর।