নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দুরন্ত কৈশোর - ০২

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৩০

কৈশোর একেক বিত্তের কাছে একেক রকম। কারো কারো কাছে দুরন্ত, উদ্দাম; কারো কারো কৈশোর শুরু হয় পথে পথে ফুল বিক্রি করে, ইটভাটায় ইট টেনে বা ইট ভেঙে। কারো কারো কৈজর কেটে যায় মা-বাবার ছায়ায়, বইয়ের ভাড়ি ব্যাগ কাঁধে নিয়েই।

ত্রিরত্ন

ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০২/০৫/২০১১ ইং





ফুলকিশোরী

ছবি তোলার স্থান : মুন্সীগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং





দুরন্ত শৈশব

ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/০৫/২০১২ ইং





সুপার মুন পর্যবেক্ষণ

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৩/২০১১ ইং





কান্না আমার যাচ্ছে কমে, বাড়ছে যে সাহস,
নাম যে আমার আলীবাবা, বয়স এখনো দশ!

----- অঞ্জন দত্ত -----

ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
দুরন্ত কৈশোর - ০১
দুরন্ত কৈশোর - ০২
দুরন্ত কৈশোর - ০৩
দুরন্ত কৈশোর - ০৪
দুরন্ত কৈশোর - ০৫
দুরন্ত কৈশোর - ০৬

=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১০

রামিসা রোজা বলেছেন:

সুন্দর ছবি একেবারেই ন্যাচারাল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো লাগলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালোলাগা জানানোর জন্য।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৩

পদ্মপুকুর বলেছেন: আরবিতে একটা প্রবাদ আছে- লাইতা শাবাবাল ইয়ায়ুদু, অর্থ্যাৎ- যদি যৌবন ফিরে আসতো.....। কিন্তু আপনার ছবি দেখে মনে হচ্ছে আহ, যদি শৈশব আবার ফিরে আসতো!!!

আপনি কি পেশাগতভাবে ছবি তোলার সাথে যুক্ত আছেন, না কি শখে?

আমার শৈশবের একটা ছবি দিলাম-
আরবিতে একটা প্রবাদ আছে- লাইতা শাবাবাল ইয়ায়ুদু, অর্থ্যাৎ- যদি যৌবন ফিরে আসতো.....। কিন্তু আপনার ছবি দেখে মনে হচ্ছে আহ, যদি শৈশব আবার ফিরে আসতো!!!

আপনি কি পেশাগতভাবে ছবি তোলার সাথে যুক্ত আছেন, না কি শখে? এই যে আমার শৈশবের একটা ছবি দিলাম-

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
পেশাগতভাবে ছবি তোলার সাথে যুক্ত নই। আমি বেড়াবার স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলি।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

পদ্মপুকুর বলেছেন: আপনার হাত, চোখ ও মনের সমঝোতায় স্মৃতি ধরে রাখার বিষয়টা আপ টু দ্য মার্ক হয়। আমার ছবি তুলতে ভালো লাগে না, তারপরও ঘুরতে গেলে কিছু ছবি তো তোলায় হয়, বলাবাহুল্য, ওগুলো পাতে দেয়ার মত নয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারগুলিও আহামরি কিছুনা, বেশিরভাগই অখাদ্য। শয়ের মধ্যে এক-দুইটা চলনসই। তাতেই আমি খুশী।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ স্যার।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: " মনে পড়ে যায় আমার কৈশোর, স্মৃতি হারানো সেই সুর, আজও ভুলিনি সেই দিনগুলি মনে পড়ে যায় আবার ফিরে আসে, আবার ফিরে আসে ........... " ওয়ারফেজ

ছবি গুলির বাচ্চাদের চেহারাগুলি মলিন। আমরা এদের মুখে হাসি ফুটাতে পারিনি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকদিন এই গানটি শোনা হয়নি।
১ম ও ৪র্থটিতে কিন্তু আনন্দ আছে।
বিশেষ করে ৪র্থটিতে ওরাযে কি আগ্রহ নিয়ে চাঁদ দেখেছে আমার টেলিস্কোপে, না দেখলে বুঝা মুশকিল।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৫

মা.হাসান বলেছেন: অসাধারণ সব ছবি। ৩ নম্বর ছবিতে ছেলেটা মাটি থেকে কত উপরে আছে বুঝতে পারলাম না।

১৩ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ছেলেটা মাটি থেকে খুব বেশী উপরে নেই। বটগাছটি বেশ বড় ছিলো। বড় বটের ডালগুলি ভূমির সমান্তরালে ছড়িয়ে যায়। সেই ডালগুলি বেশ নমনীয় হয়। বাচ্চারা প্রতিনিয়োত সেখানে উঠে দোলখায় বলে ডালগুলি ক্রমশো নিম্নমুখী হয়ে পরে।

মন্দব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.