নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দুরন্ত কৈশোর - ০১

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

আমি আর তারিক ভাই গিয়েছিলাম রমনায় গাছ আর ফুল দেখতে। হঠাত দেখা এই ফুলকিশোরীর সঙ্গে। তারিক ভাই যাতে সুন্দর একটি ছবি তুলতে পারে তাই ফুলকিশোরী পাউডার পাফ ফুল গাছটির সাথে এই ভাবে গিয়ে দাঁড়ায়। ভিন্ন এ্যাঙ্গেল থেকে এই ছবিটি তুলেছি আমি তখন।

ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৮ ইং




চল যাবো তোকে নিয়ে......

ছবি তোলার স্থান : কুমিল্লা।
ছবি তোলার তারিখ : ১৯/০১/২০১২ ইং





প্রাণের ছোঁয়া

ছবি তোলার স্থান : বিজয় সিংহ দিঘীর পাড়, ফেনী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/০৯/২০১৭ ইং






বয়স আমার বারো তাই
রোজ দুটো টাকা পাই
একা রাস্তায় হাটতে পারি
বাড়ি স্কুল আবার বাড়ি.....

----- অঞ্জন দত্ত -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/১০/২০১৭ ইং





চাহুনি

ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩১/০৭/২০১৫ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
দুরন্ত কৈশোর - ০১
দুরন্ত কৈশোর - ০২
দুরন্ত কৈশোর - ০৩
দুরন্ত কৈশোর - ০৪
দুরন্ত কৈশোর - ০৫
দুরন্ত কৈশোর - ০৬

=================================================================

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছবিই সুন্দর।

কৈশোর একেক বিত্তের কাছে একেক রকম। কারো কাছে দুরন্ত, উদ্দাম, কারো কৈশোর শুরু হয় পথে পথে ফুল বিক্রি করে, ইটভাটায় ইট টেনে বা ইট ভেঙে। ছবির কিশোরগুলোও বিভিন্ন ক্লাসের।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ চমৎকার বলেছেন। আপনার এই কথা টুকু ব্যবহারের অনুমতি চাইছি।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১০

ঢুকিচেপা বলেছেন: সুন্দর সব ছবির মাঝে “প্রাণের ছোঁয়া” মনে হচ্ছে ছবির মাঝে কোন গল্প আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রায় প্রতিটি ছবির পিছনেই ছোট ছোট গল্প থাকে।
আমি সাঁতাড় জানি না। যখন ফেনীর বিজয় সিংহ দিঘীর সামনে পৌছাই তখন দেখি সেখানে কিছু বাচ্ছা মনের আনন্দে বিশাল দিঘীতে ঝাপা ঝাপি করছে। ওদের উচ্ছাস চারপাশে “প্রাণের ছোঁয়া”য় ভরিয়ে দিচ্ছিলো।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ঢাকায় থাকেন, নাকি গাজীপুরে?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই প্রশ্নের জবাব আগেও দিয়েছি।
আমি ঢাকার বাসিন্দা।
বাবা-দাদা-দাদার বাবা-দাদার দাদা সকলেই ঢাকার বাসিন্দা ছিলেন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

মিরোরডডল বলেছেন:

ফুলকিশোরী । বাহ ! সুন্দর হয়েছে নামটা ।
কুমিল্লা চারবন্ধুর ছবিটা দারুণ !

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: গ্রামের একটি বিয়ের দাওয়াতে উপস্থিত ছিলো এরা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮

করুণাধারা বলেছেন: ভালো লাগলো দুরন্ত কৈশোরের সব ছবি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বাহ চমৎকার বলেছেন। আপনার এই কথা টুকু ব্যবহারের অনুমতি চাইছি। - ওয়াও, এ তো আমার জন্য আনন্দ ও গর্বের। অবশ্যই অনুমতি দেয়া হলো, আনন্দের সাথে। অনুমতি চেয়ে আমাকে সম্মানিত করেছেন, সেজন্য ধন্যবাদ। অনুমতি না নিলেও হতো।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দুই দিন পরে আপনি দেখতেন কেউ একজন চুরি করে আপনার একটি মন্তব্য ব্যবহার করছে নিজের বলে তখন বিষয়টা ভালো লাগতো না। আপনার কাছেও না, আমার কাছেও না। তাই অনুমতি নিয়ে নেয়া।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: দূরন্ত কৈশর

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৩২

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৭

মা.হাসান বলেছেন: পাউডার পাফ যে গাছের নাম হতে পারে জানা ছিলো না।

বিয়ের দাওয়াতের কথা না বললে বুঝে নিতাম চার বন্ধুর ছবি ঈদের সময়ে তোলা।

শেষের ছবির টাইটেল খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে।
চমৎকার সব ছবি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে বিশ্লেষণ আর মতামতের জন্য।
ফুলটির না পাউডার পাফ। মেয়েরা পাউডার ব্যবহারের জন্য যে পাফ ব্যবহার করে ফুলটি দেখতে তেমন বলে এই নাম করণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.