নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এই পথ যদি না শেষ হয়..... ০২

০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

চলো এখনো সময় আছে বেড়িয়ে পরি, ফেলে রেখে সব পিছু টান... ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে, সব বাঁধা সব ব্যবধান.......
শুধু চলার জন্য চলা যাক না, ভুলে গিয়ে গন্তব্য... আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরতো.....

ছবি তোলার স্থান : মালনীছড়া চা বাগান, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং




অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া
মুহূর্ত যায় জন্মের মতো অন্ধ জাতিস্মর
গত জন্মের ভুলে যাওয়া স্মৃতি বিস্মৃত অক্ষর......

----- কবীর সুমন -----

ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং




পায়ে চলা পথ

ছবি তোলার স্থান : গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৮/২০১৬ ইং




ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং




পথের পেঁচ

ছবি তোলার স্থান : লেহ, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ৩১/০৫/২০১৫ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এই পথ যদি না শেষ হয়..... ০১
এই পথ যদি না শেষ হয়..... ০২
এই পথ যদি না শেষ হয়..... ০৩
এই পথ যদি না শেষ হয়..... ০৪
এই পথ যদি না শেষ হয়..... ০৫
এই পথ যদি না শেষ হয়..... ০৬

=================================================================



মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: কি যে সুন্দর!!! :)

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: পথের পেঁচে অসাধারণ----------

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য জন্য।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার। ছবি গুলো দেখে ভালো লাগলো।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

ওমেরা বলেছেন: দুই পাশে সবুজ এই পথ শেষ না হলে কতই না মজা হত! শেষের ছবিটাও সুন্দর।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সন্দর মন্তব্য ও মতামতের জন্য।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



কাশ্মীরের লেহ কেন বিখ্যাত?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: তাতো জানি না।
লাদাখ এর রাজধানী লেহ। এখানে প্রচুর নামকরা বিখ্যাত বৌদ্ধ উপাশনালয় আছে। এয়ারপোট আছে। থ্রী ইডিয়েট এর সুটিং করা একটা স্কুল আছে। ঝিকঝাক রোড আছে। ম্যাগনেটিং হিল আছে। আরো হয়তো অনেক কিছু আছে.... আমার জানা নাই।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৯

ঢুকিচেপা বলেছেন: সবুজময় ছবিগুলো দারুণ হয়েছে।
“পথের পেঁচ” এটা কত দুর থেকে তোলা?

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

পথের পেঁচ দূর না বরং অনেক অনেক উঁচু থেকে তোলা। ঐ পথ বেয়েই উঠে এসেছি উপরে। জুম আর ক্রপ করে কাছে আনা হয়েছে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

নেওয়াজ আলি বলেছেন: খুব চমৎকার ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভালো থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: সারা বাড়ি জুড়ে চলছে জ্বরের প্রকপ। নিচ তালার ভাড়াটিয়াদে সবার হয়েছে, উপর তালার ও, পাশের গুলিও। জ্বর হয়েছে আমার এবং ২ মেয়েরও। সবাই এখন সুস্থের পথে শুধু ছোট মেয়েটার কাশি কমেনি। ভেবে ছিলাম এবার করোনায়ই বোধহয় পেলো আমাদের।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ মাফ করুক।
কিচ্ছু হবে না। ভয় পাবেন না।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া ভাইজান।
ভয় পাইনি, সহজ ভাবে মেনে নিয়েছি। আজ হোক কাল হোক আক্রান্ত হবই। তবুও সাবধান থাকতে হবে।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৪

মা.হাসান বলেছেন: শেষেরটা বাস্তব নাকি হাতে আঁকা ছবি সে সন্দেহ রয়েই গেলো।

২, ৩ - এ ধরণের পথে প্রচুর হেঁটেছি। ৪ নম্বর ছবির টাইমিঙটা ভালো ছিলো। সারা বছর এরকম লালচে পাতা নিচে বিছানো থাকে না, শুধু বসন্তেই থাকে।

১ নম্বর ছবিটা অসাধারণ, যেন ট্যুর বুক থেকে তুলে আনা। দেশে এত সুন্দর জায়গা আছে নিজে না দেখলে বিশ্বাস করা মুশকিল।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার বিশ্লেষণাত্মক মন্তব্যের আন্তরিক ধন্যবাদ আপনাকে।
শেষ ছবিটার জায়গাটা আসলেই অদ্ভূত সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.