নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ১ম খণ্ড : পর্ব - ০৮
বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।
এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।
১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।
১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়।
১ম খণ্ড প্রকাশ হয় ১৮১৫ সালে। ১ থেকে ৯০ পর্যন্ত মোট ৯০ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডে সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।
৭১
Scientific Name : Solanum amazoniuui
Common Name : (জানা নাই।)
বাংলা নাম : (জানা নাই।)
৭২
Scientific Name : Trachelium caeruleum
Common Name : Blue throatwort
বাংলা নাম : (জানা নাই।)
৭৩
Scientific Name : Gardenia radicans
Common Name : Cape Jasmine
বাংলা নাম : গন্ধরাজ
৭৪
Scientific Name : Nerium odorum
Common Name : Nerium, Oleander
বাংলা নাম : সম্ভবতো কোনো প্রকারের করবী।
৭৫
Scientific Name : Ipomoea insignis
Common Name : (জানা নাই।)
বাংলা নাম : (জানা নাই।)
৭৬
Scientific Name : Asclepias tuberosa
Common Name : Butterfly weed
বাংলা নাম : মরিচা ফুল।
৭৭
Scientific Name : Gloriosa superba
Common Name : Flame lily, climbing lily, creeping lily, glory lily, gloriosa lily, tiger claw, and fire lily.
বাংলা ও সংস্কৃত নাম : উলট চন্ডাল, কলিকারী, বহ্নিমুখী, লাঙ্গলী, গর্ভপাতিনী, বিশল্যা, হলিনী, শীরী, প্রমত্তা, শুক্রপুষ্পিকা, বিদ্যুজ্জালা, অগ্নিজিহবা,পুষ্পসৌরভা, কলিহাৱী, বহ্নিশিখা, ব্রণহৃৎ, স্বর্ণপুষ্পিকা।
৭৮
Scientific Name : Passiflora perfoliata
Common Name : Leafy Passion Flower, Jamaican Passion Flower
বাংলা নাম : জঙ্গলি ঝুমকালতা।
৭৯
Scientific Name : Passiflora lutea
Common Name : yellow passionflower
বাংলা নাম : হলুদ জঙ্গলি ঝুমকালতা।
৮০
Scientific Name : Epidendrum umbellatum
Common Name : Umbrella Epidendrum Orchid, The Carib Epidendrum
বাংলা নাম : এক প্রকারের অর্কিড
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ১ম খণ্ড
১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম রেজ্যুলেশনের বিষয়টা মাথায় ছিলো না।
সবকটি ছবির আকার ছোট করে দিলাম। এতে দেখতে খারাপ হলেও লোড হওয়ার সমস্যা কমবে মনে হয়।
জ্বী সবগুলি ছবিই হাঁতে আকা। প্রথমে মনে হয় সাদা কালো আঁকা হয়েছিলো। পরে রঙ্গিন করা হয়।
২| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৭
ওমেরা বলেছেন: আপনার এই পোষ্ট আমার ভালোলাগে। ছবি গুলো সুন্দর।
৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ, ছবিগুলি আসলেই সুন্দর।
৩| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০১
ইসিয়াক বলেছেন: চমৎকার পোস্ট
৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৪| ৩১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
কিছু ঔষধি গাছের ছবি দিতে পারেন কিনা?
৩১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: এই সিরিজে আলাদা করে দেয়া সম্ভব না।
তবে আলাদা টপিক লেখা যেতে পারে।
ধন্যবাদ
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: উপভোগ্য।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাই রেজ্যুলেশনের ছবি, তাই লোড হতে সময় লেগেছে। স্লো কানেকশনে অনেকেই হয়ত দেখতে পারবেন না।
ছবিগুলো সুন্দর। এগুলো আর্ট করা?