নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আকাশ জুড়ে মেঘের খেলা - ০২

২২ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

নীল আকাশে সাদা মেঘের সাথে পায়রা ও চাঁদের মিতালি

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা,, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/১২/২০১৬ ইং

আকাশের ময়দানে বাতাসের ভরে, ছোট বড় সাদা কালো কত মেঘ চরে।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা, হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।
কোথা হতে কোথা যায় কোন তালে চলে, বাতাসের কানে কানে কত কথা বলে।
বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে শুয়ে বসে সভা করে সারাদিন জুটে।
কি যে ভাবে চুপ‌চাপ, কোন ধ্যানে থাকে, আকাশের গায়ে গায়ে কত ছবি আঁকে।
কত আঁকে কত মোছে, কত মায়া করে, পলে পলে কত রং কত রূপ ধরে।
জটাধারী বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে, গুরুগুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে।
ঝিলিকের ঝিকিমিকি চোখ করে কানা, হড় হড় কড় কড় দশদিকে হানা।
ঝুল কালো চারিধার, আলো যায় ঘুচে, আকাশের যত নীল সব দেয় মুছে।

----- সুকুমার রায় -----




ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা,, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৮/২০১৮ ইং



সৌর-বলয়

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১২/০৭/২০১৮ ইং




বালুনদী ও আলোকবর্শা

ছবি তোলার স্থান : বালুনদী, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৮/২০১৯ ইং




নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা.......

ছবি তোলার স্থান : বিজয় সিংহ দিঘী, ফেনী, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/০৯/২০১৭ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
আকাশ জুড়ে মেঘের খেলা - ০১, আকাশ জুড়ে মেঘের খেলা - ০২, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪
আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫

মা.হাসান বলেছেন: অসাধারণ সব ছবি। ৯০ এর দশকে আরিচা-নগরবাড়ির ফেরিতে প্রথম হেলো দেখেছিলাম। ঐ সময়ে ক্যামেরার কথা চিন্তা করাও অসম্ভব ছিলো। অত সুন্দর হেলো আমি আর কখনো দেখি নি।

আলোক বর্ষা এই প্রথম শুনলাম; চোখে হয়তো পড়েছে, তবে চোখ মেলে দেখা হয় নি।
শেষের ছবিতে ছায়া-কায়ার খেলা অসাধারন।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সৌর বর্ণ বলয় খুব বিরল ঘনটা না। বলা চলে হরহামেশাই দেখা যায়। তবে কথা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় নেই বলে আগে থেকে দেখার প্রস্তুতি নেয়া যায় না। আর আকাশের দিকে তাকানোর সময় নেই আমাদের তাই দেখা হয়ে উঠে না। আমি নিজেও খুব একটা দেখিনি একে।

আলোক বর্ষা ইয়ে মানে আলোক বর্শা লিখেছি।

চমৎকার বিশ্লেষণের জন্য জন্য অশেষ ধন্যবাদ স্যার।

২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৭

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সবগুলো ছবি দারুণ হয়েছে। সৌরবলয় আর আলোকবর্শা অসাধারণ।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৩| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় সব ছবি

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

৪| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ

যেমন দারুন ছবি তেমনি দারুন শিরোনাম
মুগ্ধতা লুকোচুরি খেলে গেল দুষ্ট মেঘের মতোই :)
আলোক বর্শা ! শব্দটা দারুন লাগলো

+++++++++++

২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো সুন্দর মন্তব্য কি করে লেখেন তাই ভাবি!! মনে হয় কবিতা লিখছেন!!
যদিও কবিতা থেকে আমি শতহস্ত দূরে থাকি।

৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আকাশের ছবি গুলো আমাকে বিষন্ন করে দিলো।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এবার কিসের ছবি দিলে মন প্রফুল্ল হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.