নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো অরণ্য মাঝে....
ছবি তোলার স্থান : গাজীপুর ন্যশনাল পার্ক, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/০৪/২০১৮ ইং
চলো এখনো সময় আছে বেড়িয়ে পরি, ফেলে রেখে সব পিছু টান... ঝাড়া হাত পা নিয়ে চলো যাই পেরিয়ে, সব বাঁধা সব ব্যবধান...।
শুধু চলার জন্য চলা যাক না, ভুলে গিয়ে গন্তব্য... আমি আমার পথের গান গাইছি, তুমি তোমার গানটা ধরতো...।
এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো......
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলতো......
হাতির ঝিলে হাঁটা পথ
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৫/২০১৮ ইং
সবুজের মাঝে
ছবি তোলার স্থান : চন্দ্রিমা উদ্যান, সংসদভবন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/০৪/২০১৭ ইং
চান্দের গাড়ি : ঢাকা-ঘ-৪৬১২
সাজেক থেকে ফেরার সময় চলন্ত চান্দের গাড়ির ছাদ থেকে তোলা ছবি এটি।
ছবি তোলার স্থান : দিঘীনালা - সাজেক সড়ক, খাগড়াছড়ি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/১০/২০১৬ ইং
অশোক বনে সবুজ পথে.....
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং
২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: আর কিছু দিন গেলেই মনে হয় বাইরে বের হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে, তখন চলেন।
২| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:১১
ঢুকিচেপা বলেছেন: খুব চমৎকার ছবি।
২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৮
আমি সাজিদ বলেছেন: দারুন।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৪| ২১ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৪৯
অনল চৌধুরী বলেছেন: গাজীপুর জাতীয় উদ্যান আমার প্রিয় জায়গাগুলি একটা ছিলো।
মাঝে মধ্যেই বন্ধুদের নিয়ে বা একা যেতাম।এখন আর আগের মতো গাছ নাই।
অনেকবছর যাওয়াও হয় না।
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কিছু যায়গা মনে হয় বেদখল হয়েছে। তবে মূল বনে এখনো একই রকম গাছ আছে।
৫| ২১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: নির্জন শালবনে গুঞ্জন মনে মনে মন যেন চায় ..........................
- প্রমিথিউস
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আহা, সেই পুরনো গান.....
৬| ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৫১
ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো দারুন।
আপনি কি ন্যুমারোলজি বিশ্বাস করেন? সব সময়ে পাচটা ছবি.....পাচ কি আপনার লাকি নাম্বার?
২১ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: অনার্সে পড়ার সময় আমার এক বান্ধুবী বলেছিল, তার সপ্তাহে বিশেষ একটা বার খারাপ যায়। আমি একটু লক্ষ্য করলেই আমার নিজের সপ্তাহের খারাপ দিনটা বের করতে পারবো।
আমি জবাব দিয়ে ছিলাম -
সাইধা সপ্তাহের একটা দিন খারাপ করা কোনো ইচ্ছা আমার নাই।
আমি এইসবে বিশ্বাস করি না।, কোনো লাকি নাম্বার, লাকি দিন, লাকি লোক হতে পারে না। আমি যুক্তিতে বিশ্বাসি। তবে সহজ সংখ্যা-গণিতের প্রতি আমার আলাদা ভালো লাগা আছে। অল্প কিছু লেখাও আছে -
"৯" এর গাণিতিক মজা
“১৫৩” একটি অবাক করা সংখ্যা
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ = ১০০
১৩ ও “আমেরিকার.....”
১৬ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কায়ার তৈরির কৌশল
৯ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরির কৌশল
অদ্বিতীয় সংখ্যা বা UNIQUE NUMBER
অধিবর্ষের আদি-অন্ত
আনলাকি 13
আনলাকি 13 ও মৌলিক সংখ্যার মধুর সম্পর্ক
আনলাকি 13 ও মৌলিক সংখ্যার মধুর সম্পর্ক (শেষ অংশ)
আশ্চর্য একটি সংখ্যা 076923
আশ্চর্য একটি সংখ্যা ১৪২৮৫৭
আশ্চর্য একটি সংখ্যা ৬৬৬......
আশ্চর্য কিছু ক্রমিক সংখ্যা
আশ্চর্য সংখ্যা Shliced Numbers
কড়ায়-গণ্ডায় হিসাব
কুইক ম্যাথ (১ম পর্ব)
কুইক ম্যাথ (৩য় পর্ব)
কুইক ম্যাথ (৪র্থ পর্ব)
কুইক ম্যাথ : (৬ষ্ঠ পর্ব)
ক্রমিক সংখ্যার মজা (প্রথম পর্ব)
ট্রিমরফিক সংখ্যা
দুর্গা ধ্রুবক
পারফেক্ট নাম্বার
রামানুজন সংখ্যা ১৭২৯
সংখ্যা রঙ্গ সমগ্র-১
সংখ্যা রঙ্গ সমগ্র-২
সংখ্যা রঙ্গ সমগ্র ৩
সংখ্যা রঙ্গ সমগ্র ৪
সময়ের কথা
তাহলে ৫টি করে ছবি দেই কেনো?
উত্তর : ৫টি করে ছবি দিলে ঘন ঘন পোস্ট করা যায়, তাই ৫টি করে ছবি দেই। আগে ১০টি করে দিতাম।
৭| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:২২
মা.হাসান বলেছেন: চার নম্বর ছবিতে কি আপনি সামনের গাড়ির ছাদে? চাঁদের গাড়ির ছাদে চড়ার অভিজ্ঞতা আমারো আছে, তবে আমারকাছে বেশ ঝুঁকিপূর্ন মনে হয়। কম বয়সে চড়েছি, এখন আর করবো না।
হাতিরঝিলের ছবিটায় সামনে কোনো ছায়া নেই, কাজেই সূর্য আপনার সামনে, কিন্তু সূর্যও অনুপস্থিত। মাঝ দুপুরে তোলা? খুব কষ্টকর কাজ করেছেন।
খুব সুন্দর সব ছবি।
২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: সাজেক থেকে ফেরার সময় চলন্ত চান্দের গাড়ির ছাদ থেকে তোলা ছব ঐটি। আমি কয়েকবার চড়েছি ছাদে। তবে সাজেকের রাস্তায় চড়াটা যেমন ভয়ঙ্কর তেমনি আকর্ষণীয়।
হাতিরঝিলের ছবিটায় সময় এখন মনে নেই।
অশেষ ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
৮| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৫০
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: গাজীপুর ন্যাশনাল পার্কের অনেক ছবি তুলেছেন কিন্তু লেকের পানিতে ফুটন্ত শাপলার ছবি দেখলাম না, তুলেন নাই??
সবগুলো ছবি ভালো লেগেছে।
২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে। যখন গেছি তখন আসল উদ্দেশ্য ছিলো বিশেষ একটা ফুল (ভূঁই চাাঁপা) খুঁজে বের করা। পরপর ২ বছর নির্দিষ্ট সময়ে গিয়েও পাইনি। সেই সময় শাপলা খুব একটা ছিলো না। তবুও কিছু ছবি তুলেছি। একটা লাল শাপলার গোড়াও নিয়ে এসেছিলাম। এখন আমার ছাদে আছে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: বলেন আপনি আর আমি কবে যাবো ফোটোওয়ার্কে?