নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শিশির বিন্দু - ০২

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

বিভিন্ন সময় বেশ কিছু শিশির বিন্দুর ছবি আমি তুলেছি সুযোগ পেলেই। যদিও শিশির বিন্দুর ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে কোনোরকম কয়েকটা শিশিরের ছবি তুলতে পেরেছি। তাদের কিছু ছবি রইলো...

তুমি যে শিশির বিন্দু, মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে, তমসা ঘনায় চক্ষে।

----- গৌরীপ্রসন্ন মজুমদার -----

ছবি তোলার স্থান : নাগরী, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/১১/২০১৯ ইং





শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে;
মাঠের ঘাসের গন্ধ বুকে তার—চোখে তার শিশিরের ঘ্রাণ

----- জীবনানন্দ দাশ -----

ছবি তোলার স্থান : নাগরী, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/১১/২০১৯ ইং





ভোরের শিশির

ছবি তোলার স্থান : নাগরী, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/১১/২০১৯ ইং





ঘাসে ঘাসে ঝিকিমিকি
স্বচ্ছ শিশির বিন্দুর..


ছবি তোলার স্থান : নাগরী, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/১১/২০১৯ ইং





ভোরের শিশির দেখেছি
দেখেছি ঘাসে তার বিচরণ....

----- মুকিম মাহমুদ -----

ছবি তোলার স্থান : নাগরী, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/১১/২০১৯ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
শিশির বিন্দু - ০১, শিশির বিন্দু - ০২, শিশির বিন্দু - ০৩, শিশির বিন্দু - ০৪, শিশির বিন্দু - ০৫
শিশির বিন্দু - ০৬
=================================================================

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৭

ওমেরা বলেছেন: প্রথম ছবিটা যা সুন্দর লাগছে , ওমা কি আর বলব!!

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামত জানানোর জন্য অশেষে ধন্যবাদ আপনাকে

২| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ---------

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪০

ঘরহীন বলেছেন: ছবি ব্লগার হিসেবে আপনি বিখ্যাত হয়ে উঠছেন। দারুণ পোস্ট।

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: নেই কাজ তো খৈ ভাজ।
কাজ নেই তাই ব্লগে আউল-ফাউল ছবির খৈ ভেজে যাচ্ছি।

৪| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন সব ছবি। তবে শীতের গল্প গ্রীষ্মে পেড়েছেন কেন? গ্রীষ্মের ছবি কই?

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অনেকটা গরু স্বভাবের লোক। প্রথমে খাই পরে জাবর কাটি। গ্রীষ্মের ছবির জাবর কাটবো আবার শীত আসলে।

৫| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: দেখা নয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।
- রবীন্দ্রনাথ ঠাকুর

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: রবি বাবু কিছু বাকি রাখে নাই।
রবি বাবুর কবিতা আর গানে কোন কোন ফুলের উল্লেখ আছে সেটি খুজতে গিয়ে ভিমরি খাওয়ার জোগাড়।

৬| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



আপনি প্রকৃতি, নদী, ধানের মাঠ, বন, জংগল, সেই এলাকার মানুষ নিয়ে লিখুন; শুধু ছবি তেমন কথা বলে না।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:

স্যার সবাইকে দিয়ে সব কাজ হয় না। কেউ হালকা কাজ করবে, কেউ ভাড়ী কাজ করবে। এটাই স্বাভাবিক। আপনার মতোকরে সমাজ ব্যবস্থা নিয়ে গম্ভীর বা চিন্তাশীল লেখা আমার সাধ্যের বাইরে, আবার আমি হয়তো কখনোই আমার মতো এমন ফালতু ছবি ব্লগ দিবেন না।

শুধু ছবি দেই তাও না, কিছু কিছু লেখাও আছে আমার, সাথে ছবিও। বাংলাদেশের পুরনো জমিদার বাড়ি, মঠ, মন্দির, মসজিদ সম্পর্কে কিছু লিখেছি। বিজ্ঞান আর গণিত সম্পর্কেও কিছু লেখা আছে। কিছু লেখা আছে ভ্রমণ সম্পর্কে, আর আছে ফুল পরিচিতি নিয়ে।

তবে চিন্তাশিল ভাড়ি কোনো লেখা আমার নেই। ঐরকম কিছু লেখার যোগ্যতাই আমার নেই। সবাইকে দিয়ে সব কিছু হয়না।

৭| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: প্রথম আর শেষটা দারুণ হয়েছে। চমৎকার.....

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৮| ১৮ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩১

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর !

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো আপনার পোষ্ট

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

জগতারন বলেছেন:
সুন্দর ছবি!
খুউব ভালোলাগল।
ধন্যবাদ ছবিগুলি এখানে দিয়া আমাদের দেখার সুজোগ করিবার জন্য।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে। আর ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর ছবি গুলো।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যে মতামতের জন্য নুর ভাই।

১২| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৫

মা.হাসান বলেছেন: অসাধারণ সব ছবি। ২য়টা এত কাছ থেকে তোলা, আপনি বলে না দিলে আমি ভাবতাম লাউ বা পুই শাক, বৃষ্টির পর।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলি মোবাইল দিয়ে তোলা। মোবাইলের সাথে আটশো টাকার একটা লেন্স লাগিয়ে নিয়েছিলাম।
২য় ছবিটা কিন্তু ধানের না, ঘাসের উপরে শিশিরের। দুব্বা ঘাস যাকে বলে, সেই ঘাসের।

১৩| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবি তোলা একটা শিল্প।শিল্পী মন ছাড়া সবাইকে দিয়ে হবে না।ছবেগুলো যে দেখতে এমন হবে এটা সবার কল্পনায় আসবে না।সত্যি অপূর্ব।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: যদিও আমি কোনো শিল্পী নই। তবুও কথাগুলি খুব ভালো লাগলো, চমৎকার বলেছেন।

১৪| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:১৬

জাওয়াত আররাজ বলেছেন: অবাক হয়ে গেলাম ভাই, আপনার ছবিগুলো দেখে। অসাধারণ ছবি।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৫| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

ইসিয়াক বলেছেন: অসাধারণ সব ছবি ,বিশেষ করে প্রথমটা।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য আর মতামতের জন্য।

১৬| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

ঢুকিচেপা বলেছেন: প্রতিটা ছবিই সুন্দর হয়েছে।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.