নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধিকা, অসুরা, ইন্দুকান্তা, ক্ষণদা, ক্ষপা, তামসী, তারকিণী, ত্রিযামা, নক্ত, নিঃসম্পাত, নিশা, নিশি, নিশিথিনী, নিশীথ, নিশুতি, বিভাবরী, যামবতী, যামিকা, যামিনী, যামী, রজনী, রাত্তির, রাত্রি, শমনী, শর্বরী যখন আসে চোখের সামনে তখন সব কিছু ভিন্ন রূপ ধারণ করে। ক্যামেরার চোখে তাই ধরে রাখার চেষ্টা।
আলোকগোলক
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/১০/২০১৮ ইং
রাতের হাইওয়ে রেস্তরার বাতি
ছবি তোলার স্থান : সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/১০/২০১৪ ইং
২০১৮ এর ৭ ডিসেম্বর নাগরিতে আমাদের পুকুর সেচে মাছ ধরার আয়োজন ছিল।
৬ তারিখ রাতে আমরা ৫ বন্ধু ছিলাম সেখানেই, তাবুতে। সন্ধ্যার আগেই ক্যাম্প ফায়ার আর কয়েকটা মশাল তৈরি করে জ্বালিয়ে দিয়েছিলাম। রাত ১০টা ২২ মিনিটে পুকুরের পশ্চিম পাড় থেকে তোলা এই ছবি।
ল্যাম্পপোস্ট
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ইন্ডিয়া।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং
হাতিরঝিলে আতশবাজি
ছবি তোলার স্থান : হাতিরঝিল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০১/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
অন্ধকারের আলো - ০১, অন্ধকারের আলো - ০২, অন্ধকারের আলো - ০৩, অন্ধকারের আলো - ০৪
অন্ধকারের আলো - ০৫, অন্ধকারের আলো - ০৬, অন্ধকারের আলো - ০৭, অন্ধকারের আলো - ০৮
অন্ধকারের আলো - ০৯, অন্ধকারের আলো - ১০, অন্ধকারের আলো - ১১, অন্ধকারের আলো - ১২
অন্ধকারের আলো - ১৩
=================================================================
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: পুকুরটি গাজীপুর জেলার, কালীগঞ্জ উপজেলার, নাগরী ইউনিয়নের, করান গ্রামের চিতাখোলা / কৃত্তনখোলা (শ্মশান) মন্দিরের সামান্য পিছনে অবস্থিত। ১০০% গ্রামের আবহ আছে এখনো, আরো বেশ কয়েক বছর থাকবে আশা করি।
পুকুরের সাইজ বেশি বড় না, ১৫ কাঠার মতো হবে। সব বর্ষার দেশি মাছ, শল থেকে ধরে মলা-ঢেলা পর্যন্ত।
বর্ষায় ডুবে যায় পুকুর, বর্ষা শেষে মাছ এসে আশ্রয় নেয় পুকুরে। তখন ধরা হয়। কম-বেশি এক মন মাছ পেয়ে ছিলাম। মাপিনি, আইডিয়া করে বলছি। ৫ বন্ধুর জমি ওখানে, তাই ভাগে ৮ কেজীর মতো পেয়েছি। ।আশা করছি এবছর আরো অনেক বেশী পাবো।
২| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছবিই সুন্দর।
একবার অন্য কোথাও আপনার বেশকিছু ভালো ছবি দেখেছিলাম।
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ গানটি শেয়ার করার জন্যও।
৩| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৪| ০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৭
ঢুকিচেপা বলেছেন: সব ভাল ছবির মাঝে আমার পছন্দ “রাতের হাইওয়ে রেস্তরার বাতি”।
তাবুর অভিজ্ঞতা এখনও হয়নি।
০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
আমার হিসাবে ১ম ছবিটাই সবচেয়ে আকর্ষণীয়।
৫| ০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
ঢুকিচেপা বলেছেন: ১ নম্বর ছবিটা কালারফুল। আপনার শৈল্পিক চোখে হয়তো অন্য কিছু ধরা দিয়েছে।
আমি যে ভাবে দেখেছি তা হলো, নিস্তব্ধ পরিবেশ, ছবির দিকে তাকিয়ে অনেক কিছু ভাবা যায়।
০৯ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: স্থিরচিত্রের এইখানেই মজা। নিজের মত করে ভাবা যায়, রূপ দেয়া যায়।
প্রথম ছবিটি বিয়ে বাড়িতে যে লাইটিং করা হয় তার ছবি। ম্যানুয়ালি ফোকাস সেটিং করে এই ছবিটি তুলতে হয়।
৬| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
০৯ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: জোনাকির ছবি দিলে আরও ভালো হতো।
১০ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: জোনাকির ছবি তোলার মতো দক্ষতা আমার এখনো হয়নি।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১০
চাঁদগাজী বলেছেন:
পুকুর সেঁচে কি পরিমাণ ও কি কি ধরণের মাছ পেলেন? পুকুর দেশের কোন অন্চলে?