নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছে চুকে
নির্বাক মাথাটি পাতি, এলায়ে পড়িব তব বুকে
----- শক্তি চট্টোপাধ্যায় -----
ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।
দিনের শেষে
ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং
ধীরে ধীরে বিস্তারিছে ঘেরি চারিধার
শ্রান্তি, আর শান্তি, আর সন্ধ্যা-অন্ধকার
ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১০/২০১৪ ইং
বিকেলের সূর্য
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল–যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : আশ্রম, নাগরি, কালীগঞ্জ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মতামতের জন্য।
২| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৮
ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো চমৎকার। তবে ছবির সাথে কবিতা দেয়াতে ছবির সৌন্দর্য খানিকটা হলেও কমেছে।
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম!!!! তাইলে কবিতা বাদ।
৩| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৬
ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: হুম!!!! তাইলে কবিতা বাদ। ব্লগের কবিসকল এমনিতেই আমার উপর চেতা। আমার সাথে তাল দিলে আপনার কিন্তু খবর আছে!
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: তাইলে কবিতা বরং থাক।
৫| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আরে না না কি বলেন
কবিতা বাদ দিলে ছবিতা একা হয়ে যাবে
কবিতাই তো ছবিতাকে আরো বাঙময় করেছে
জীবন সায়াহ্নে এমনি করে যায় ডুবে
সবার জীবন প্রদীপ
সকাল সন্ধ্যা সূর্য যেন
স্মরন করায় সেইদিক।।
+++
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: হুম, তাহলে কবিতা থাকবে, ছবিকে একা একা ভালো লাগবে না।
৬| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছবিই অসাধারণ। এগুলো কি এডিট করা?
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
অবশ্যই এডিট করা।
৭| ০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
গতকাল বাড্ডা গিয়েছিলাম। বিকেল থেকে রাত পর্যন্ত ছিলাম।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি!!!
কোন বাড্ডা? বাড্ডার কোথায়?
৮| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪১
ঢুকিচেপা বলেছেন: ছবিতেও সূর্যের তেজ আছে দেখছি, তাকাতে পারছি না।
শেষ ছবিটা তুলনামূলক সফট।
০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৯| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭
মিরোরডডল বলেছেন:
জাফলংয়ের প্রথম আর শেষ ছবি দুটো অপূর্ব !!!
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে
আবার এলো যে সন্ধ্যা শুধু দুজনে
০৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: সূর্য ছাড়া শেষের ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।