নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : আজ হিমুর বিয়ে
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : হিমু বিষয়ক উপন্যাস
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৭
প্রকাশক : অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যা : ৯৫
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
মাজেদা খালা হিমুর বিয়ে ঠিক করেছেন, কনের নাম রেণু। রেণু একটি ড্রাগ এ্যাডিক্ট ছেলের সাথে প্রেম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো বলে তারাহুরো করে হিমুর সাথে বিয়ে দেয়ার ইচ্ছে। হিমুও তার স্বভাব মত এককথায় রাজি হয়ে যায়।
রেণুর বাবা আমেরিকান আর মা বাঙ্গালী। রেণুর মা-বাবার সাথে হিমুর খালু সাহেবের পরিচয় রয়েছে। রেণু যে ছেলেটিকে বিয়ে করতে চায় তার নাম তুর্য। তুর্যকে মাজেদা খালার বাড়ির সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়।
হিমু তার খালুর দামি গাড়ি নিয়ে খালুকে না বলে বেরিয়ে যায়। একযায়গা থেকে হেরোইন যোগার করে হাজতে গিয়ে তুর্যকে দিয়ে আসে। কিন্তু তুর্য হেরোইনের নেশা করা ছেড়ে দেয়।
এদিকে রেণুর বাবাকে এয়ারপোট থেকে নিয়ে আসার সময় পুলিশ হিমুকে সহ থানায় নিয়ে যায়। সেখানে রেণুর বাবার সাথে তুর্যর কথা হয়। রেণুর বাবা তুর্যকে পছন্দ করেন। শেষ পর্যন্ত তুর্য আর রেণুর বিয়ে হয়, আর হিমু বসে থাকে থানায়।
----- সমাপ্ত -----
পর্যবেক্ষণ : হিমু সাধারণত মোবাইল ব্যবহার করে না, কিন্তু উপন্যাসে দেখা গেলো হিমুর একটি মোবাইল রয়েছে যেটা মাজেদা খালা সাময়িক ব্যবহারের জন্য হিমুকে দিয়েছেন।
=======================================================================
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
অপেক্ষা - হুমায়ূন আহমেদ
অপরাহ্ন - হুমায়ূন আহমেদ
অমানুষ - হুমায়ূন আহমেদ
অরণ্য - হুমায়ূন আহমেদ
অঁহক - হুমায়ূন আহমেদ
আকাশ জোড়া মেঘ - হুমায়ূন আহমেদ
আগুনের পরশমণি - হুমায়ূন আহমেদ
আঙুল কাটা জগলু - হুমায়ূন আহমেদ
আজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: হিমুরা একজনে আচলে বন্দি হয়না।
২| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩২
ঢুকিচেপা বলেছেন: হিমুদের বিয়ে করতে নেই।
৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: তাই হিমুরা বিয়ে করে না, প্রেমে পড়ে না।
৩| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: প্রতিদিন আপনি কি হুমায়ূন আহমেদের বই পড়েন আমার মতো। সব পড়া বই, আমি আবার পড়ি।
৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: না, প্রতি দিন পড়ি না। সত্যি বলতে এখন পড়িনা মোটেও। এগুলি কয়েক বছর আগে পড়া ও লেখা। তখন একটানা হুমায়ূন আহমেদের প্রায় সব লেখা পড়ে শেষ করেছিলাম। এবং লিখে রেখেছিলাম। এখন পড়ছি স্যার হেনরি রাইডার হ্যাগার্ড এর লেখা অ্যালান কোয়াটারমেইন সিরিজ এর বাংলা অনুবাদ।
৪| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
আজ অবধি, উনার যেসব বই নিয়ে আলোচনা করেছেন, সবগুলো সাধারণ প্লটের বই, তেমন স্পেশাল কিছু নয়।
৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
এটাতো পুরনো কথা স্যার!!
সবাই জানে হুমায়ূন আহমেদ হালকা ধাচের লেখক, উনার লেখায় ভারি কিছু নাই। অনেকে উনাকে ঔপন্যাসিক বলতে নারাজ। উনি যা লিখেছেন সেগুলি নাকি উপন্যাস না, বরং অপন্যাস। তাই উনার লেখায় স্পেশাল কোনো প্লট খোজার স্বার্থকতা নেই।
৫| ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রিভিউ। যদিও এটি আগে থেকেই পড়া।
৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
আগে থেকে পড়া থাকাটাই স্বাভাবিক।
৬| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৯
দারাশিকো বলেছেন: প্রিয় মরুভূমির জলদস্যু পাগলা জগাই, আপনার এই কাহিনী সংক্ষেপ পোস্টগুলো আমি অনেকগুলো পড়েছি। প্রত্যেক পোস্টের নিচে যে লিংক দেন সেখান থেকে। কিন্তু কখনও মন্তব্য করা হয়নি। আপনাকে আন্তরিক ধন্যবাদ কাহিনী সংক্ষেপ উপস্থাপন করার জন্য। অনেক বই পড়ার সময় বেঁচে যাচ্ছে এভাবে।
ইয়ে, প্রকাশের আগে একবার পড়ে নিয়েন, ইদানিং অনেক টাইপো পাচ্ছি।
ভালো থাকবেন।
০২ রা আগস্ট, ২০২০ রাত ১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: বই পড়ার আনন্দকি আর কাহিনী সংক্ষেপ পড়ে পাওয়া যায়!!
অশেষ ধন্যবাদ আপনাকে পরামর্শের জন্য।
৭| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো ভাইয়া।
ঈদ মোবারক ।
০২ রা আগস্ট, ২০২০ রাত ১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও ঈদের শুভেচ্ছা
৮| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৮
এস এম মামুন অর রশীদ বলেছেন: হুমায়ূন আহমেদের আকারে ছোটোখাট কিন্তু ওজনে ভারী উপন্যাস অনেক আছে, যেমন ১৯৭১। কিন্তু হিমু টাইপের উপন্যাস একের বেশি লেখা অবশ্যই নিজের লেখার ক্ষমতার অপব্যবহার।
০২ রা আগস্ট, ২০২০ রাত ১:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হিমুর সাথে কারো বিয়েই হয় না। কোনো নায়িকার সাথে মিল হয় না দু:খ দু:খ আর দু:খ