নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

নদী ও নৌকা - ০২

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:০২

পদ্মার বুকে বালুচর...

ছবি তোলার স্থান : পদ্মা নদী, দৌলতদিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৪/২০১৪ ইং

নদী, নদ, নদনদী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী, গিরি নিঃস্রাব, মন্দাকিনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবল্লতা, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা যে নামেই ঢাকা হোক, সেই আদিকাল থেকে তার বুকে ভেসে চলেছে নৌকা, ওসা, কোশাকুশি, কোষা, কন্ঠাল, খিলিয়া, খেয়া, ডিঙ্গা, ডিঙ্গি, ডিঙি, ডোঙ্গা, ডোঙা, তারণ, তরালু, তরি, তরণি, তরন্ত, তরন্তী, তরন্তপাদী, তরমাণ, তল্লী, নাও, পাদালিন্দ, পোত, প্লাবমান, বাবুট, বার্কট, বারিরথ, বোট, বজরা, বহিত্র, বন্ডাল, বহন, ভাসন্ত, ভেলক, ভেলা, মঙ্গিনী, মান্দাস, রোক, লা, লাউক, লাও। এদেরই কিছু ছবি থাকবে এখানে।


চিরায়ত

ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৬/২০১৬ ইং




ইলিশ শিকারির দল

ছবি তোলার স্থান : পদ্মা নদী, দৌলতদিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৮/০৪/২০১৪ ইং




ঘাটে ঘাটে খেয়ার তরী
এমনি সেদিন উঠবে ভরি
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে.......


ছবি তোলার স্থান : শীতলক্ষ্যা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৮/০৭/২০১১ ইং




নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে
ছলছলাইয়া চলুক রে নাও
মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া....


ব্রহ্মপুত্র নদ
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৭/২০১৬ ইং


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
নদী ও নৌকা - ০১, নদী ও নৌকা - ০২, নদী ও নৌকা - ০৩, নদী ও নৌকা - ০৪, নদী ও নৌকা - ০৫
নদী ও নৌকা - ০৬, নদী ও নৌকা - ০৭, নদী ও নৌকা - ০৮, নদী ও নৌকা - ০৯, নদী ও নৌকা - ১০
নদী ও নৌকা - ১১, নদী ও নৌকা - ১২, নদী ও নৌকা - ১৩, নদী ও নৌকা - ১৪,
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪

নেওয়াজ আলি বলেছেন: আল্লার উপর ভরসা করে নৌকা এখন রাজপথে চলে

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো, দিন কয়েক আগে আমার বাড়িতেও চাইলে চালানো যেতো।

২| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্ট আইডিয়া ভাল লেগেছে। নদী ও নৌকার এত নাম একসাথে পেলাম, আপনাকে ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগত আপনাকে।
বাংলায় সমার্থক শব্দের অভিদান তেমন একটা নেই। বাংলা একাডেমির কুরবানী ইদে গোরুর পিছনে না দৈড়ে এই দিকেও একটু নজর দিতে পারতো।

৩| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি। সুন্দর কবিতা। উপভোগ্য।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য প্রিয় রাজীব নুর ভাই।

৪| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছবি। পদ্মা নদী পার হতে নাকি প্লেনের এক মিনিট লাগে। এর দ্বারা পদ্মার প্রশস্ততা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: যতদূর বুঝি পদ্মার (সমস্ত নদীরই) একেক স্থানের প্রসস্থতা একেক রকমের।
সাড়ে চুয়াত্তর অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

ঢুকিচেপা বলেছেন: “স্রোতস্বিনী কেন নাহি বও
তুমি নিশ্চই জাহ্ণবী নও”

নদী ও নৌকার নামগুলো ভাল লেগেছে।

ছবিগুলো চমৎকার।
প্রথম ছবিটা কি ফেরী/লঞ্চ থেকে তোলা ?

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঢুকিচেপা অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
১ম ও ৩য় ছবিটি ফেরীর উপর তলা থেকে তুলেছি। সঠিক ধরেছেন আপনি।

৬| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: গাজীপুরের ছবিটা মারাত্মক সুন্দর !
বাকি ছবি গুলো ও ।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: মনিরা সুলতানা অশেষ ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।
গাজীপুরের এই ছবিটি আমার জমিতে দাঁড়িয়ে তুলেছি। বর্ষায় ঐ অংশে প্রচুর জলজউদ্ভিদ জন্মে। তারমধ্যে প্রায় ৩ ধরনের শাপলা থাকে। উত্তরের বর্ষার জলের উপর দিয়ে বয়ে আসে ঠান্ডা বাতাস। এবার আর যাওয়া হলো না উপভোগ করতে।

৭| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২১

চাঁদগাজী বলেছেন:



পদ্মার বুকে চর, কোন মাসে এই ধরণের চর দেখা যায়?

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি তোলার তারিখ : ১৮/০৪/২০১৪ ইং

৮| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৪৮

মিরোরডডল বলেছেন:

সবগুলো সুন্দর । প্রথম ছবিটা অসাধারণ !!
এই কীর্তিনাশার তীরে বাইন্ধাছিনু ঘর

২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য মিরোরডডল।

৯| ২৫ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০২

ইসিয়াক বলেছেন:
খুব সুন্দর ছবিগুলো। আপনার ছবি তোলার হাত খুব ভালো।
আশা করি এরকম আরো ছবি তুলে ব্লগে দিবেন। আমরা দেখে মুগ্ধ হবো।
শুভকামনা।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য ইসিয়াক ভাই।
সবই অনেক পুরনো ছবি। ছবিগুলি দেখলেই সেই সময়কার কথা মনে পড়ে যায়। আলাদা একটা ভালো লাগা থাকে।

১০| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫১

মা.হাসান বলেছেন: বাংলা একাডেমির কুরবানী ইদে গোরুর পিছনে না দৈড়ে এই দিকেও একটু নজর দিতে পারতো।

হাহাপগে

এক সময়ে দেশে নদী আর থাকবে না, কিন্তু নৌকা কেয়ামত পর্যন্ত থাকুক এই প্রত্যাশা।

দৌলতদিয়ার ছবিতে বাশের ফ্রেমে ইংরেজি এইচের মতো যে বিলবোর্ড খাড়া করে রাখা আছে এর মাজেজা বুঝলাম না।

শীতলক্ষ্যায় তোলা (তিন নম্বর) ছবির ডানের উপরের কোনায় মেঘের রঙ অস্বাভাবিক হলুদ। কোনো ফিল্টার ব্যবহার করেছিলেন? নাকি ঐ জায়গা থেকে এমনই দেখা যায়?

অনবদ্য ছবি ও টেক্সট।

২৫ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকদিন পরে হাহাপগে দেখলাম, এর ব্যবহার এখন মনে হয় উঠেই গেছে।

বাশের ফ্রেমে ইংরেজি এইচের মাজেজা আমারও জানা নাই। ডুব চরে বাঁশের খুঁটি দিয়ে সংকেতে ব্যবস্থা করা হয়। সেই ধরনের কিছু হতে পারে।

শীতলক্ষ্যার ছবিতে কোনো ফিলটার ব্যবহার করিনি, ফিলটার নেই আমার কোনো। মাঝে মাঝে হলদে মেঘ হয়, উটাও সামান্য হলুদ ছিলো। এডিটিং এর কারণে হয়তো একটু বেশী হলুদ হয়ে গেছে।

১১| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নদী আর নৌকার সিনোনেমের বহর দেখে কাইত ;)

দারুন সব ছবি তার দারুন সব কাব্যিক ক্যাপশান
মুগ্ধতায় ভরে গেল মন :)

+++++

২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
নদীর জল এখন অনেক বেড়ে গেছে, কাইত হলে নৌকা ডুববে। =p~

ছবি আর ক্যাপশানের বিষয়ে মতামতের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে প্রিয় বিদ্রোহী ভৃগু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.