নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : অমানুষ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : বিদেশী উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
ভিকি হঠাৎ করেই ব্যবসায়ীক ভাবে বিপযস্ত হয়ে পরে। ইতালির বিখ্যাত সিল্কের ব্যবসা ছিল তার বাবার। কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় ধস নামে। তার রূপসী স্ত্রী রুন বিষয়টাকে ততোটা গুরুত্ব দেয় না। সে পরে থাকে তার স্টেটাস নিয়ে। তাদের একমাত্র মেয়ে ১২ বছরের অ্যানি স্কুলে পড়ে। অ্যানি তার মায়ের মতোই রূপসী।
সেই সময় ইতালিতে বেশ কয়েকটা বাচ্চা অপহরনের ঘটনা ঘটে। অপহরনের কারণে অনেক সম্ভ্রান্ত পরিবারই তাদের বাচ্চাদের জন্য বডিগার্ড রেখে দিয়েছে। রুন ভিকিকে প্রেশার দেয় অ্যানির জন্য গার্ড রাখতে।
রুনের বন্ধু এতরা জামশেদ নামের একজন বাংলাদেশী লোককে যোগার করে দেয় গার্ড হিসেবে। অ্যানি জামশেদকে খুবই পছন্দ করে কিন্তু জামশেদ সব সময় নিজেকে গুটিয়ে রাখে।
এদিকে ভিকি তার ব্যবসা দাঁড় করারনোর জন্য কোন রকম ভাবেই টাকার জোগাড় করতে পারে না। শেষে এতরা ভিকিকে বুদ্ধি দেয় অ্যানির জন্য কিডন্যাপিং ইনসুরেন্স করতে। ইন্সুরেন্সের পরে মাফিয়ার লোক দিয়ে কিডন্যাপ করিয়ে ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা আদায় করে তারা মাফিয়ার সাথে টাকা ভাগাভাগি করে নিবে। আর কোন উপায় না দেখে ভিকি রাজি হয়।
কিডন্যাপিং এর সময় জামশেদ গুলি করে দুজনকে হত্যা করে কিন্তু নিজেও দুটি গুলি খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পরে। জামশেদ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ে আর অন্যদিকে কিডন্যাপাররা টাকা পাওয়ার পরেও অ্যানিকে আটকে রাখে।
এতরার নজর অনেক দিন থেকেই অ্যানির উপরে ছিল, সুযোগ পেয়ে অসহায় অ্যানিকে সে রেপ করে। তখন অ্যানিকে আটকে রাখা তিন মাফিয়া সদস্যও সাহস পেয়ে যায়। তাদের অত্যাচারে শেষে অ্যানি মারা যায়।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জামশেদ কিডন্যাপিং এর সাথে জড়িত সবাইকে খুঁজে বেরকরে একে একে সব কজনকে হত্যা করে। শেষে নিজের নিশ্চিত মৃত্যু জেনেও মাফিয়া ডনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। অ্যানির কাবরের পাশেই জামশেদকে কবর দেয়া হয়।
পর্যবেক্ষণঃ অ্যানি খ্রিষ্টান আর জামশেদ মুসলমান, দুজনের কবর কি করে পাশাপাশি হলো!
এই কাহিনী নিয়ে অন্তত দুটি মুভি আমি দেখেছি। একটি হলিউডের অন্যটি বলিউডের।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
অপেক্ষা - হুমায়ূন আহমেদ
অপরাহ্ন - হুমায়ূন আহমেদ
অরণ্য - হুমায়ূন আহমেদ
আজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
২৪ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: ভূমিকায়
‘অমানুষ’ কাজী আনোয়ার হোসেন সম্পাদিত রহস্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পের কাঠামো এ. কে. কুইন্যালের ‘ম্যান অন ফায়ারের’ সঙ্গে এ বইয়ের কোন সম্পর্ক নেই। ‘অমানুষ’ রহস্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যাঁরা আমাকে চিঠি দিয়ে উৎসাহিত করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
হুমায়ূন আহমেদ
৩১.০১.১৯৮৫
এ. কে. কুইন্যালের ‘ম্যান অন ফায়ারের’ বইটি যেহেতু আমার পড়া নেই তাই বিষয়টা আমার জানাও নেই।
তবে
হলিউড মুভি Transporter 2
এবং বলিউড মুভি Ek Ajnabee
এদের সাথে অদ্ভূত মিল আছে। ছবি আর উপন্যাসে কিছুটা হেরফেরতো হবেই।
তাছাড়া হলিউড মুভি Man on Fire ও এই তালিকায় পড়ে।
২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ২:২৩
শেখ মিনহাজ হোসেন বলেছেন: সিনেমার নাম কী?
২৪ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভূমিকায়
‘অমানুষ’ কাজী আনোয়ার হোসেন সম্পাদিত রহস্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পের কাঠামো এ. কে. কুইন্যালের ‘ম্যান অন ফায়ারের’ সঙ্গে এ বইয়ের কোন সম্পর্ক নেই। ‘অমানুষ’ রহস্য পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যাঁরা আমাকে চিঠি দিয়ে উৎসাহিত করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
হুমায়ূন আহমেদ
৩১.০১.১৯৮৫
এ. কে. কুইন্যালের ‘ম্যান অন ফায়ারের’ বইটি যেহেতু আমার পড়া নেই তাই বিষয়টা আমার জানাও নেই।
তবে
হলিউড মুভি Transporter 2
এবং বলিউড মুভি Ek Ajnabee
এদের সাথে অদ্ভূত মিল আছে। ছবি আর উপন্যাসে কিছুটা হেরফেরতো হবেই।
তাছাড়া হলিউড মুভি Man on Fire ও এই তালিকায় পড়ে।
৩| ২৪ শে জুলাই, ২০২০ ভোর ৪:৪৮
নেওয়াজ আলি বলেছেন: খ্রিস্টান আর মুসলমান এর পাশাপাশি কবর হলে কোন অসুবিধা আছে নাকি । আপনি কি মনে করেন।
২৪ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন: না, আমার হিসাবে কোনো সমস্যা নাই। তবে মুলমানরা তাদের কবরস্থানে খ্রীষ্টানদের কবর দিতে দিবেন না, আবার খ্রীষ্টানরা তাদের কবরস্থানে মুলমানদের কবর দিতে দিবেন না।
আমি আন্ততএদের পাশাপাশি কবরের কথা কোথাও শুনিনি।
৪| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ একবার আর্থিক সমস্যায় পড়েছিলেন। তখন উনি কয়েকটা বই অনুবাদ করেছিলেন।
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এমন একটা কথা আমি আগেও শুনেছি।
৫| ২৪ শে জুলাই, ২০২০ দুপুর ২:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খ্রীষ্টান পরিবারের বডিগার্ড তাই হয়তো
খ্রীষ্টানদের কবরের পাশে লাশ দাফন করা
হয়েছিলো। ওদেশে এটা কোন ব্যাপারই না।
২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: হতে পারে।
৬| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: হুমায়ুন আহমেদ আর কাজী আনোয়ার হোসেন দুজনই ''ম্যান অন ফায়ান" থেকেই বই লিখেছে । কাহিনীর মুলটা একেবারেই এক । ম্যান অন ফায়ার ১৯৮০ সালে প্রকাশিত হয় । হুমায়ুন আহমেদের লেখায় যা একটু নিজেস্বটা আছে কাজী সাহেব বলতে গেলে হুবাহুই লিখেছেন ।
এই কাহিনী নিয়ে দুই ইংরেজি মুভি হয়েছে একই নামে । ১৯৮৬ কিংবা ৮৭র দিকে প্রথম মুভিটা হয়ে যেটা একেবারেই এই নভেলের এডাপশন । নতুনটাতে খানিকটা পরিবর্তন আছে । ইন্ডিয়াও মুভি বানিয়েছে এই কাহিনী নিয়ে ।
২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যগুলি শেয়ার করার জন্য।
৭| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:২০
অপু তানভীর বলেছেন: আর কমেন্টে যে ট্রান্সপোর্টার টু এর ছবি দিয়েছে সেটার কাহিনী একদমই এই ম্যান অন ফায়ার বইয়ের কাহিনীর সাথে মিল খায় না।
ট্রান্সপোর্টার টু এর কাহিনীতে নায়ক জেসন স্টেথাম গুরুত্বপূর্ন ব্যক্তির ছোট সন্তানের বডিগার্ড থাকে । অন্য দল ছেলেটাকে গিডন্যাপ করতে চায় এবং ছেলেটার শরীরে ভাইরাস ইনফ্যাক্ট করে তার বাবাকে ইনফ্যাক্ট করতে চায় । ছেলেটা মারার কারণে জেসনের প্রতিশোধ নেওয়া এসব কিছুই নেই কাহিনীতে ।
২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আনাকে মতামতের জন্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১:৪৮
চাঁদগাজী বলেছেন:
হুমায়ুন আহমেদ আগে লিখেছেন, নাকি মুভি আগে হয়েছে? মুভি কোন দেশে হয়েছে?