নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

অরণ্য – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)

২৩ শে জুলাই, ২০২০ রাত ১:০৮

বইয়ের নাম : অরণ্য
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস



সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট

কাহিনী সংক্ষেপ :
সোবাহান বেকার যুবক। থাকে ঢাকা শহরে মেসে, সারাদিন ঘুরে বেরায় চাকুরির খোঁজে। তার এক বন্ধু বুলুও তারই মত বেকার। তবে বুলু তার প্রেমিকার গহনা বিক্রি করে বেশ কিছু টাকা যোগার করে সেটা ঘুষ দিয়েছে একটা চাকুরির জন্য। চাকরিটা হয়ে যাবে যেকোন সময়। কিন্তু সেই সময় বুলু জন্ডিস বাধিয়ে অসুস্থ হয়ে পরে আছে বিছানায়।

সোবাহানের বড় ভাই ফরিদ হঠাৎ করেই ধর্মকর্মের দিকে ঝুঁকে পরে। তিনি ঢাকা এসে সোবাহানকে জানান যে গ্রামে কিছু যায়গা বিক্রি করে তিনি নামাজের জন্য পাকা ঘর তৈরি করবেন। হঠাৎ করেই ফরিদ ধর্মকর্ম শুরু করায় কিছু দিনের মধ্যেই অনেকেই তার ভক্ত হয়ে পরে। দূরদূরান্ত থেকে তার কাছে লোক আসতে শুরু করে ধর্ম কথা শুনতে। দিন তার ভালোই কাটে।

অন্যদিকে বুলুর অবস্থা খুবই খারাপ হয়, তাকে ভর্তী করা হয় হাসপাতালে। বুলু বুঝতে পারে সে আর বাঁচবে না। তাই সে ব্যবস্থা করে তার চাকরিটা যাতে সোবাহান পায়। হাসপাতালে সোবাহানের সামনেই মারা যায় বুলু।

----- সমাপ্ত -----


=======================================================================
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
অপেক্ষা - হুমায়ূন আহমেদ
অপরাহ্ন - হুমায়ূন আহমেদ
আজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ

ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়


তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২০ রাত ২:০৫

চাঁদগাজী বলেছেন:


কাহিনী তো বেশ দুর্বল।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার উপস্থাপনে দূর্বলতার জন্য হয়তো এমন মনে হয়েছে।
তবে যত দূর্বল কাহিনীই হোক হুমায়ূন আহমেদ যখল লেখেন তখন তার মধ্যে এমন কিছু দেন যাতে পাঠক আটকে যায়।

২| ২৩ শে জুলাই, ২০২০ রাত ২:১৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কাহিনী।

২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৬

ইসিয়াক বলেছেন:


চিত্ত আকুল হয়ে ওঠে পড়তে পড়তে। শেষটায় চোখ ভিজে যায়। কিন্তু মন খারাপ করে থাকা ঠিক না।

২৩ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: না, ঠিক না। গল্প-উপন্যাস পড়ে মন ভারাপ করে থাকার কোনো যৌক্তিক কারণ দেখি না। যদিও মন যুক্তির থোরাই কেয়ার করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.