নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বইয়ের নাম : অপরাহ্ন
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : উপন্যাস
সতর্কীকরণ : কাহিনী সংক্ষেপটি স্পয়লার দোষে দুষ্ট
কাহিনী সংক্ষেপ :
রাতের বেলা হঠাৎ করেই মনির উদ্দিনের ঘুম ভেঙ্গে যায়। সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে অন্ধকারে। সেই সময় তাকে সাপে কাটে। সাপে কাটার পরই সে তার পায়ে দড়ি দিয়ে দুটি বাধ দেয়। ভোরের আজানের সময় সে তার ১৭ বছের শরিফাকে জানায় সাপে কাটার কথা। শরিফা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়ে ছুটে যায় মনিরের বন্ধু জলিলকে খবর দিতে। খবর পেয়েই জলিল রওনা হয়ে যায় ধূপখালির দিকে ওঝা আনতে।
জলিল নিবারণ ওঝাকে নিয়ে ফিরে আসে গ্রামে। শুরু হয় মনিরের বিষ নামানোর চেষ্টা। ঝারফুক আর নানান অচার চলে, কিন্তু রোগীর কোন উন্নতি দেখা যায় না।
মনিরের গ্রামের নাম বানিয়াবাড়ি। এটি ময়মনসিংহের দিকে একটি হাওর এলাকা। বছরে একটি ফসল হয়, তারপরেই আসে বর্ষা। তখন তারা আনন্দে দিন কাটায়। কিন্তু যদি কোন বছর ভাল ফসল না হয়, খরা হয়, বা আগাম বর্ষায় ফসল নষ্ট হয় তখনই সেখানে দেখা দেয় অভাব অনটন। মনির যখন ছোট তখন পরাপর দুবছর তেমনি ফসল নষ্ট হয়ে যায়। পিতৃমাতৃহীন মনির তখন থাকতো তার মামীর সাথে। অভাব অনটনে তার মামার মাথা খারাপ হয়ে মারা যায়। তারপর অভাবের তারনায় তার মামী বিপথে পা বাড়াতে বাধ্য হয়। গ্রামের মাতব্বররা মামীকে গ্রাম থেকে তারিয়ে দেয়। মামী বাধ্য হয়ে মনিরকে একা রেখে গ্রাম ছেড়ে চলে যায়।
মনিরকে সে রেখে যায় বজলু সরকারের বাড়িতে। মনির সেখানে কাজ করে আর টাকা জমায়। কিছু টাকা জমলে পরে সে বজলু সরকারকে বলে একটা জায়গা কিনতে চায়। বজলু সাহেব তাকে একটি যায়গা দিয়ে দেন। সেখানে সে বাড়ি করে, পরে সেই বাড়ি টিন দিয়ে করে। ইট দিয়ে উঠান বানায়। এসব দেখে এক দিন বজলু সাহেব মনিরকে বিয়ে করিয়ে দেন পাশের গ্রামের এক মেয়ের সাথে। দরিদ্র পরিবারর ৫ সন্তানের মধ্যে মনিরের বৌ সবার বড়।
মনিরকে যখন সাপে কাটলো সেটা ধান কাটার সময়। সেদিনই ধান কাটা শুরু হয়েছে। কিন্তু ভাগ্য খারাপ কারণ আকাশে বিশাল মেঘের আনাগোনা শুরু হয়েছে। যে কোন সময় ঢল নামবে। গ্রামের সমস্ত পুরুষ মানুষ চলে গেছে ধান কাটতে। মনির আর জলিল বজলু সরকারের ক্ষেতে ধান কাটে। জলিলকে ডেকে বজলু সরকার বলেন ধানকাটা বাদ দিয়ে গরুর গাড়ি জোগাড় করে মনিরকে নিয়ে গঞ্জে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সন্ধ্যার পরে জলিল আর গ্রামের ইমাম সাহেব মনিরকে গরুর গাড়িতে করে গঞ্জের দিকে রওনা হয়।
----- সমাপ্ত -----
=======================================================================
আমার লেখা অন্যান্য কাহিনী সংক্ষেপ সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
অন্যভুবন - হুমায়ূন আহমেদ
অন্ধকারের গান - হুমায়ূন আহমেদ
অনন্ত নক্ষত্র বীথি - হুমায়ূন আহমেদ
অপেক্ষা - হুমায়ূন আহমেদ
আজ আমি কোথাও যাব না - হুমায়ূন আহমেদ
আজ চিত্রার বিয়ে - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
গৌরীপুর জংশন - হুমায়ূন আহমেদ
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ
ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
খালি জাহাজের রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
ভূপাল রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
সবুজ দ্বীপের রাজা (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড - টমাজ হার্ডি
কালো বিড়াল - খসরু চৌধুরী
২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!! আপনিও লখ্য করেছেন!!
এমন একটা যায়গায় গিয়ে ছেড়ে দেন যে পাঠকের কাছে মৃত্য আর জীবনের ২টা পথই উন্মুক্ত থাকে। যে যার মতো করে ভেবে নিক।
২| ২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
কাহিনীর মাংস কোথায়?
২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: !!!!!!!
৩| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: অতি চমৎকার গল্প।
২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: গল্প ছোট হলেও একলা আলাদা চিত্র ফুটে উঠে।
৪| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৫২
নেওয়াজ আলি বলেছেন: পড়া হয়নি বইটি
২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: সময় সুযোগ হলে পড়ে নিবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর রিভিউ। হুমায়ূন আহমেদ মৃত্যু যাত্রা দিয়ে তার বেশি কিছু লেখার সমাপ্তি টেনেছেন। অপরাহ্ণে শেষ যাত্রা।