নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এপিগ্রাম ইন "অনীশ"

০৯ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৪

বইয়ের নাম : অনীশ
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস


১। আজকাল কথাতে কিছু হয় না।

২। বড় রকমের অসুখ বিসুখের সময় মানুষের মন নরম থাকে।

৩। আমরা প্রিয়জনদের অবহেলাতে কষ্ট পাই।

৪। যারা কথা বেশি বলে তারা গুছিয়ে কিছু বলতে পারে না।

৫। অসুস্থ অবস্থায় কোন কিছুতেই মন বসে না।

৬। যে কোন রোগের জন্যই বিশ্রাম একটা ভালো ঔষধ।

৭। অসুস্থ মানুষকে প্রকৃতি খুব প্রভাবিত করে।

৮। পরিবেশেরও রোগ নিরাময়ের ক্ষমতা আছে।

৯। ভালোবাসার অত্যাচার, কঠিন অত্যাচার। একে গ্রহণও করা যায় না, আবার বর্জনও করা যায় না।

১০। রূপবতীদের পাত্রের অভাব কখনো হয় না।

১১। মানুষের মানিয়ে নেয়ার ক্ষমতা অসাধারণ।

১২। শরীর থেকেও ভালোবাসা জন্ম নিতে পারে।

১৩। মানুষের মন যেমন বিচিত্র, তার শরীরও তেমনি বিচিত্র।

হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে “এপিগ্রাম”। বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম দুটি ডায়রিতে লেখা আছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই লেখাগুলি।

==================================================
আমার লেখা অন্যান্য এপিগ্রাম সমূহ:
হুমায়ূন আহমেদ
১৯৭১
অচিনপুর
অয়োময়
অদ্ভুত সব গল্প
অনিল বাগচীর একদিন
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ
হিমু এবং একটি রাশিয়ান পরী

সুনীল গঙ্গোপাধ্যায়
ভয়ংকর সুন্দর
মিশর রহস্য
পাহাড় চূড়ায় আতঙ্ক

অনুবাদ
হেনরি রাইডার হ্যাগার্ড
ক্লিওপেট্রা

কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর অভ্যাস। কালেকশনগুলো ভাল।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই আপনাকে মন্তব্যের জন্য।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো

০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আলী ভাই আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


রাতে সুর্য দেখা যায় না।
জোনাকী রাতে বের হয়। ...

এসব কথার শেষ কোথায়?

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ নেই। শুধু দেখার বিষয় হচ্ছে তার উপস্থাপনাটা কেমন হয়।

৪| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:১৯

শায়মা বলেছেন: খুবই সত্য সুন্দর এপিগ্রামগুলো

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: আপনি বই খুব মন দিয়ে পড়েন। এটা খুব ভালো।

০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, মোনদিয়ে পড়ি এটা সত্যিই। আর পড়ার সময় এপিগ্রামটা নেশার মতো কাজ করে। আর কাহিনী সংক্ষেপ লিখি নিজের জন্য। আমি খুব সহজেই ভুলে যাই। বই এর নাম বললে আমি কখনোই কাহিনী মনে করতে পারি না। তাই নিজের জন্যই লিখে রাখি। পরে অল্প পড়ে যাতে পুরো মজাটাই নিতে পারি তাই।

৬| ১০ ই জুলাই, ২০২০ রাত ২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার। হুমায়ূন আহমেদ স্যারের লেখা নিয়ে নিয়মিত ভাল লিখছেন।

১০ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ে মতামতের দেয়ার জন্য।
হুমায়ূন আহমেদের প্রায় সমস্ত বই কয়েকবার করে পড়েছি। এবং সব বইয়ের কাহিনী সংক্ষেপ ও এপিগ্রাম লিখে রেখেছি। সেগুলিই শেয়ার করতেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.