নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। তাদের ৫টি ছবি রইলো....
ম্যাকাও
Blue and yellow macaw / Blue and gold macaw
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪-০১-২০১৪ ইং
গৃহী হাঁস আর বুনো বক
যে যার মতো...
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
মাছরাঙা / মাছরাঙ্গা
Kingfisher
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪/০৩/২০১৭ ইং
উড়ে যায় বকপক্ষী
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/২৫/২০১৬ ইং
Swan
মরাল
এরা রাজহাঁসের নিকট আত্মীয়।
ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪-০১-২০১৪ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১
=================================================================
০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মাতামতের জন্য।
২| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৯
শায়মা বলেছেন: পাখিরা কি সুন্দর!!!
০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই খুব সুন্দর।
৩| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৩
সাইন বোর্ড বলেছেন: যে কোন পাখিই আমার খুব প্রিয়, চমৎকার আয়োজন ।
০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও। কতো রংবেরঙ্গের পাখিযে আছে আমাদের!! বার্ড ওয়াচাররা কত চমৎকার চমৎকার সব ছবি তোলেন।
৪| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছবি। কিন্তু কোনটা যে পাক আর কোনটা পাখালি এটা বুঝি নাই।
০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: এইটাতো গবেষণার বিষয় মনে লয়!!
৫| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৬
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৬| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
ধানে ও অন্যান্য ফসলে বিষাক্ত ঔষধের কারণে বাংলাদেশে পাখী ক্রমেই বিলুপ্ত হতে তাকবে।
০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: তার চেয়েও বড় কারণ হচ্ছে পাখিদের আবাসস্থলের সংকট ও উপযুক্ত বিচরন ভূমির অভাব। তাছাড়া বিনা কারণে বা খাবারের উদ্যেশে শিকার করে ওদের হত্যা করাও একটা বড় কারণ। শেষের এই কারণটা এখন অনেক কমে এসেছে যদিও।
৭| ০৯ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪
এইচ তালুকদার বলেছেন: ভালো লাগল,আপনি ঢাকা শহরের বাসিন্দা হয়ে থাকলে একটা বিষয় নিশ্চই খেয়াল করেছেন,বিগত দশ বছরে ঢাকা শহরে ঢাকায় ভুবন চিল,শালিক পাখির সংখ্যা কমতে কমতে প্রায় নাই হয়ে গেছে।
০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: শহরের শেষ দিকে কিছু দেখা মেলে। শহর থেকে হারিয়ে গেছে প্রায়। আগে বুলবুলি দেখা যেতো, টুনটুনি আর বাবুই। এদের সংখ্যাও খুব কমেছে।
আমি বাড্ডার বাসিন্দা। গ্রামে চোখের সামনে শহর হতে দেখেছি। গ্রমের আবহ আমি পেয়েছি। শহুরে গ্রামবাসী আমি।
৮| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: হাঁস আর মাছরাঙ্গার ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে।
০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ রাজীব নুর ভাই।
৯| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১
পদ্মপুকুর বলেছেন: অনেক পাখি এখন হারিয়ে গেছে। ছোটবেলায় গ্রামে গেলে এক ধরনের পাখি দেখতাম রাস্তার পাশে মাটিতে গর্ত করে থাকতো। আবার শহুরে চড়াইয়ের মত সাইজের একটা পাখি দেখতাম আব্বার অফিসের মধ্যেই থাকতো দল বেঁধে গায়ের রং কালো গলার নিচে সাদা.... এই সব পাখি এখন আর দেখি না।
১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন। অনেক অনেক পাখিই এখন দেখতে পাওয়া কঠিন।
আমাদের এলাকায় বেশ বড় আকারের একটা পাখি ছিলো, আঞ্চলিক নাম "আয়রে কুতি"। আরেকটি ছিলো "লাউ খাউরা"। আমাদের এলাকায় এখন কোনো পাখিই নেই। গ্রামের দিকে এদের এখন অনেক কম দেখা যায়।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:২০
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।