নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : বেগুনী অলকানন্দা

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৩:৫১

আমাদের দেশে নানান ধরনের ও রং এর অলকানন্দা দেখা যায়। এরা আমাদের দেশীয় ফুল না। তবে বৈজ্ঞানিক নামের প্রথম



অংশ 'Allamanda'-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন 'অলকনন্দা'।


"তিনি লিখেছেন -
রাত্রিজাগর রজনীগন্ধা–
করবী রূপসীর অলকানন্দা–
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।"

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



মোটামুটি ৪ ধরনের অলকানন্দার ছবি আমি তুলেছি। তার মধ্যে আজকে দেখাবো শুধু বেগুনী অলকানন্দার ছবি।

বেগুনী অলকানন্দা
অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, মাইক ফুল।
Common Name : Allamanda, Purple Allamanda, Violet Allamanda
Scientific Name : Allamanda blanchetii / Allamanda violacea




আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনেছেন? সেই গানে লেখা আছে এই অলকনন্দার কথা।
"সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।"

----- আবদুল গাফফার চৌধুরী -----





খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।





তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের,
পথ-হারা পাখি তুমি দূর বিদেশের,
স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা।।

----- কাজী নজরুল ইসলাম -----





এর আদিভূমি ব্রাজিল। অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।





'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -

"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;


কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"




যে সুধা লভিয়া ঋষি মধুছন্দা
আনিল বেদবাণী অলকানন্দা
অন্তরে বাহিরে সেই অমৃত দাও —
কর পুরুষোত্তম অজর অমর।।

----- কাজী নজরুল ইসলাম -----








ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/০৭/২০১৭ ইং



=================================================================
ফুলেদের কথা
ফুলের নাম : অশোক
ফুলের নাম : অলকানন্দা
ফুলের নাম : আকন্দ
ফুলের নাম : কলাবতী
ফুলের নাম : গামারি
ফুলের নাম : তমাল
ফুলের নাম : দাদমর্দন
ফুলের নাম : দেবকাঞ্চন
ফুলের নাম : নাগেশ্বর
ফুলের নাম : নাগলিঙ্গম-১
ফুলের নাম : নাগলিঙ্গম-২
ফুলের নাম : নীল হুড়হুড়ে
ফুলের নাম : ফাল্গুনমঞ্জরী
ফুলের নাম : বরুণ
ফুলের নাম : বড়নখা
ফুলের নাম : ভাট ফুল
ফুলের নাম : মাধবীলতা
ফুলের নাম : মধুমঞ্জরি
ফুলের নাম : রঙ্গন
ফুলের নাম : রুদ্রপলাশ
ফুলের নাম : রাজ অশোক
ফুলের নাম : লতা পারুল
ফুলের নাম : শাপলা
ফুলের নাম : শিউলি
ফুলের নাম : শিবজটা

ফুলের নাম : জবা
ফুলের নাম : সাদা জবা
ফুলের নাম : ঝুমকো জবা
ফুলের নাম : লঙ্কা জবা
ফুলের নাম : পঞ্চমুখী জবা
ফুলের নাম : বহুদল জবা
ফুলের নাম : রক্ত জবা
ফুলের নাম : হলুদ জবা

=================================================================
ফুলেদের ছবি
গামারির হলুদ বন্যা
আরো কিছু গামারি
শিমুল গাছে আগুন
কদম ফুলের ১০টি ছবি
অশোক ফুলের ছবি
নাগেশ্বর ও ভোমড়

কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক
চাঁপা নিয়ে চাপাবাজি

=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা
অশোক সমগ্র

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:১১

বিজন রয় বলেছেন: আপনাকে ফুলেল শুভেচ্ছা।

আপনার এই পোস্ট দেখে ব্লগার রাজামশাই এর কথা মনে পড়ে।
তিনও ফুল নিয়ে অনেক পোস্ট দিতেন।

তার ব্লগে যেয়ে দেখতে পারেন।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
রাজামশাই এর লেখা আমিও দেখতাম।

২| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


গাছ কতটুকু বড় হয়?

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লিখেছিতো - "এর আদিভূমি ব্রাজিল। অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।"

৩| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর ফুলের ছবি।

০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের নদী আর ফুলের নাম গুলো অদ্ভুত সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।
তবে কিছু কিছু অদ্ভুদ ব্যাতিক্রম আছে।

৫| ০৪ ঠা জুলাই, ২০২০ বিকাল ৫:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ফুলটি দেখেছি কিন্ত নাম জানতাম না।এটা কি কলমি ফুলের গোত্রের কোন ফুল।দুধাক্ষন বা আকন্দ ফুল দেখতে অনেকটা এই রকম।

০৪ ঠা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: কলমি গোত্র কিনা জানি না।
তবে আকন্দের সাথে কোনো মিল নেই।
এই দেখেন আকন্দ।

৬| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:১৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৯:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,




ছন্দে রঙে বর্নিল ।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৮| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+


আলকানন্দা আজ ভিজে গেল বৃষ্টিজলে
আমি চেয়ে আছি প্রিয়ার অপেক্ষায়
ও কি ভিজবে না তবে কামনাজলে
এমন মহেন্দ্র ক্ষণে অঘোর বর্ষায় ।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এই মাত্র ঝুমবৃষ্টি শুরু হলো। জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। প্রিয়ার খবর জানি না।

৯| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১১:৩৯

ঈশ্বরকণা বলেছেন: চমৎকার ! অলকানন্দা কি আমাদের দেশের একটা নদীরও নাম ?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি যতদূর জানি বাংলাদেশে অলকানন্দা নামে কোনো নদী নেই। তবে ভারতে আছে। আমি আমার লেখার শেষ অংশে লিখেছি সেটার কথা

'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -

"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;

কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"

১০| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৩:৫৪

আজাদ প্রোডাক্টস বলেছেন: হলুদ টা প্রচুর দেখেছি, বেগুনি টা কম। খুব সুন্দর ছবি

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
হে, হলুদটাই বেশী দেখা যায়। নজরও কাড়ে বেশী।

১১| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ৯:১১

নিয়াজ সুমন বলেছেন: হলুদ ফুল চোখে পড়ে বেশি। বেগুনী এখনো চোখে দেখা হয়নি।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
হে, হলুদটাই বেশী দেখা যায়। নজরও কাড়ে বেশী।

১২| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৩

মেহবুবা বলেছেন: সুন্দর, দেখিনি কখনো।
আপনার এখানে ফুলের মেলা দেখে প্রয়াত রাজামশাই এর কথা মনে পড়েছে।
কত কি জানতেন ফুল নিয়ে ।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: একটু খেয়াল করলেই চোখে পড়ে যাবে।
এই কিছু কিছু লিখেছি ফুল-গাছ-পালা নিয়ে।
রাজামশাইয়ের লেখা আমিও পড়েছি।

১৩| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৪

মেহবুবা বলেছেন: প্রিয় তালিকায় থাকল।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে।

১৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভোগেন ভেলিয়ার নাম কি রবীন্দ্রনাথ রেখেছিলেন বাগান বিলাস?

০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, রবীন্দ্রনাথ রেখেছিলেন।

এ নিয়ে কিংবদন্তি আছে এইরকম-
সেই সময়ের কোন এক অভিজাত, বিলাসী লোকের বাড়ির বাগানে রবি ঠাকুর প্রথম দেখেন এই ফুল । অপূর্ব এই ফুলের রঙ ও রূপে কবি যারপরনাই মুগ্ধ হন। তিনি কৌতূহলে এর নাম জানতে চান। অপরূপ সুন্দর এই ফুলের বিদেশি নাম শুনে কবি কিছুটা নাখোশ হন। তখন তিনি এর নাম দেন ‘বাগান বিলাস’।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.