নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিবাহ বিভ্রাট - ১

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২৫

বিবাহ বিভ্রাট

ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহাত্তর বছরের বয়বৃদ্ধ বিপত্নীক বিশিষ্ট বিরাট ব্যবসায়ী বিজয় বাহাদুর ব্যানার্জী বাবু “বৃদ্ধ বয়সে বিবাহের বাতিক বড়ই বিপজ্জনক” বুঝিয়াও বাইশে বৈশাখে বারোটি বিশাল বদল, বিশ বিঘা বোরোক্ষেত, বাঞ্ছারামপুরের বনেদি বাড়ি, বাবুঘাটের বিরাট ব্যবসার বিনিময়ে, বরিশাল বিভাগের বরগুনার বুড়িরচরের বাসিন্দা বাবু বিনয়বিজন বন্দ্যোপাধ্যায়ের বত্রিশ বছর বয়ষ্কা বিধবা বধূ, বৃহৎবক্ষা বিমলা বন্দ্যোপাধ্যায়কে বিনা বিবেচনায় বিনাবাক্যে বিবাহ বন্ধনে বাঁধিলেন।

বৃদ্ধ বিজয় বাহাদুর ব্যানার্জী বাবু বিবাহে বিপুল ব্যয়ের বাহুল্য বাধাইলেন। বিবাহে বিমলা বন্দ্যোপাধ্যায়কে বিবাহের বিনিময়ের বাইরে, বারোই বৈশাখে বাবু বাজারের বানিয়া বাড়িতে বসিয়া বহুমূল্য বাজুবন্ধ, বাহুবন্ধ, বালি, বালা, বিছা, বিছেহার, ব্রেসলেট বানাইলেন।

বিয়ে-বৌভাতের বসনাদি বিশে বৈশাখে বিখ্যাত বস্ত্র বিতান “বেনারসি বাড়িতে” বিমলাকে বসাইয়া বারাণসীর বেনারসি, বিষ্ণুপুরের বালুচরী বাদেও বাটিক, বুটিক, ব্লকের বস্ত্র বিস্তর ব্যয়ে বিমলাকে বিবাহের বকশিশ বাবদ বিতরণবাদ বিবাহের বাজারে বিরতীনেন।

বাইশে বৈশাখে বিজয় বাহাদুর ব্যানার্জী বাবু বিমলা বন্দ্যোপাধ্যায়কে বিমলা বাহাদুর ব্যানার্জী বানাইয়া, ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিখ্যাত ব্যানার্জী বাড়িতে বধূ বেশে বাসরঘরের বিছানায় বসাইলেন।

বাকি বিবরন বিজয়-বিমলার বিবাহউত্তর বাচ্চাকাচ্চার বার্তার বাঁশি বাজিলে বলিবো।
সূত্র : নিজ

ছবি তোলার স্থান : ইশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৮/২০১৫ ইং

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব আপনার লিখা...। অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সন্দেহ আছে?

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি আমাকে জানেন। অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়ার মানুষ আমি না।

২| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৩১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: বাহ! বেশ বিচক্ষণতার বহি:প্রকাশ।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বাবারে.. বার-বার ব-এর ব্যবহার বাদদেন।

৩| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৬

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ব-এর বাড়াবাড়ি বেশতো।

৩০ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ব-এর ব্যাপক বকবকানিতে বুদ্ধিতে বিরাট ব্যাঘাত বাধিতেছে।

৪| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে আমি এমনিতে জিগাইছি
জানি এবং চিনি আপনাকে

৩০ শে জুন, ২০২০ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ। খুশী হলাম।

৫| ৩০ শে জুন, ২০২০ দুপুর ১:৪২

নেওয়াজ আলি বলেছেন: ভাইরে বয়স হলেও মনতো আর বুড়া না। শেষ বয়সে সব সেবা দরকার । আর বাচ্চা কাচ্ছার বাঁশিতো বাজবেই ;)

৩০ শে জুন, ২০২০ দুপুর ২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: তাযা বলেছে আলি ভাই। এমনই হয়, টাকা থাকলে মনে রংও থাকে। টাকা না থাকলে শুধু ইচ্ছাটাই সার।

৬| ৩০ শে জুন, ২০২০ দুপুর ২:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

বহুকাল আগে কলিকাতার কলিঘাট.. সমাচার পড়িয়াছিলাম।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কোমলকন্ঠি-কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কাকলী কর্মকার, কপাল কুঞ্চিত করিয়া কঙ্কন কচলাইয়া কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো-
কাকা, কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক, কোকাইতে-কোকাইতে কোন কারণে, কুলক্ষণে কা-কা করে?
কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?
কুহেলী কালো কাকেদের কাকাবা কে?
কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো? কোকিল কুহু কুহু করিলেও কাক কা-কা করিবেই, কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে। ক্লিষ্ট-কপট-কটু কণ্ঠি কালো কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।
কাকেদের কাকা কোনো কালেই কেহনা।

৭| ৩০ শে জুন, ২০২০ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: বিবাহ করে বোকা লোক।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি!! তাহলেতো আমাদের পূর্ব-পুরুষরা বোকা ছিলো। আমরা তাদের বোকামির ফল!!

৮| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: বৃদ্ধ বিজয় বাহাদুর বন্দ্যোপাধ্যায়ের বেশী বয়সের বিবাহের বিপদ বয়ে বেড়াবে বিমলা বন্দ্যোপাধ্যায়। বরিশালবাসী বিবাহের বিরুদ্ধে ব্যবস্থার ব্যাপারে বদ্ধপরিকর। বৃদ্ধ বয়সের বিবাহ বাতিকগ্রস্ত বিজয় বাহাদুরের বিবাহের ব্যাপারে বাড়াবাড়িতে বরিশালবাসী বড্ড বিচলিত। বালিকা বিবাহ বিজয় বাহাদুরের বয়স বিবচনায় বাড়বাড়ন্ত বা বাড়াবাড়ি।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ বলেছে ব্রাদার।
বালিকা বিবাহের বিরুদ্ধে ব্যাপক ব্যবস্থার ব্যাপারে বদ্ধপরিকর বাংলাদেশীরা।
বিমলা বন্দ্যোপাধ্যায়কে বালিকা বলা বেঠিক। বিমলা বত্রিশ বছর বয়ষ্কা বিধবা। বরং বলি বিমলা ও বিজয় বাহাদুরের বয়সে বিস্তর ব্যবধান।

৯| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:২০

শায়মা বলেছেন: আজ আবার ব!!!

বিবাহ বিভ্রাট ব্যাতিত ব বর্ণ বাক্য বিভ্রাট বলিলেও বেশি বৈষম্য বাড়িত বা ( মানে না :) )

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তাও বলা যাইতো বৈকি!

১০| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:২৮

সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত ব পোস্ট

৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো কিছু মন্তব্যও এসেছে।

১১| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৩০

নীল আকাশ বলেছেন: আপনি তো দেখি দিব্যি ব এর মাস্টার হয়ে গেছেন!
লেখা মজাদার হয়েছে।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আগে একটা ক নিয়ে লিখেছিলাম।

১২| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৯

ইসিয়াক বলেছেন:


আজকে দিয়ে। বাহ! সত্যি চমৎকার।
শুভকামনা।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: এইতো ক<প<ব হলো

১৩| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এর পর 'ঙ' দিয়ে দেবেন।

৩০ শে জুন, ২০২০ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙঙ
এর চেয়ে বেশি কিছু সম্ভব না।

১৪| ৩০ শে জুন, ২০২০ রাত ১১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বৃদ্ধের বয়স বিবেচনায় বধু বালিকাই বটে। ব্যাটা বজ্জাৎ, বেশরম, বিবেচনা বর্জিত।

৩০ শে জুন, ২০২০ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বিবাহ বাতিক ব্যাধি বাধাইয়া বৃদ্ধের বয়স বিবেচনা বিলুপ্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.