নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..
১। ফুলের নাম : নাগলিঙ্গম
অন্যান্য ও আঞ্চলিক নাম : হাতি জোলাপ, কামান গোলা, তোপ গোলা, শিবলিঙ্গম, শিবফুল।
Common Name : Cannonball Tree
Scientific Name : Couroupita guianensis
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
২। ফুলের নাম : কাঠগোলাপ
অন্যান্য ও আঞ্চলিক নাম : গুলঞ্চচাঁপা, কাঠচাঁপা, কাঠচাম্পা, গৌরচাম্পা, গরুড়চাঁপা, গোলকচাঁপা, গবুবীয় চাঁপা, গোলাঞ্জবাহার, গুলাচি, গোলাইচ, চালতাগোলাপ।
Common Name : Frangipani, Plumeria, Calachuchi, Kalachuchi, Sacuanjoche
Scientific Name : Plumeria / Plumeria rubra (সম্ভবত)
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৩। ফুলের নাম : জারুল
অন্যান্য ও আঞ্চলিক নাম : তিনিশ, স্ত্যন্দন, রথদ্রু, বঞ্জূল, স্যন্দনো, নেমী, সর্ব্বসার, অশ্মগর্ভক।
Common Name : Giant Crape myrtle, Queen's Flower, Queen's Crape myrtle, Taaman, Mota-Bondra, Banabá Plant, Pride of India.
Scientific Name : Lagerstroemia speciosa
ছবি তোলার স্থান : ঢাবি চারুকলা অনুষদ, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৪। ফুলের নাম : লাল সোনাইল
অন্যান্য ও আঞ্চলিক নাম : লাল সোনালু, জাভা রাণী, বার্মিজ সোনাইল, বার্মা সোনালু।
Common Name : Pink Cassia Java Cassia, Pink And White Shower, Apple Blossom Cassia, Apple Blossom Tree, Pink Shower, Nodding Cassia, Burmese pink Cassia, Burmese Senna, Common Pink Cassia, Deciduous Cassia, Rainbow Shower Tree.
Scientific Name : Cassia javanica
ছবি তোলার স্থান : ঢাবি চারুকলা অনুষদ, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৫। ফুলের নাম : লিলি (সাদা)
অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : White Crinum Lily, St. Christopher Lily
Scientific Name : Crinum jagus
ছবি তোলার স্থান : ঢাবি চারুকলা অনুষদ, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৬। ফুলের নাম : লিলি (সাদা)
অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : White Crinum Lily, St. Christopher Lily
Scientific Name : Crinum jagus
ছবি তোলার স্থান : ঢাবি চারুকলা অনুষদ, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৭। ফুলের নাম : হিমচাঁপা
অন্যান্য ও আঞ্চলিক নাম : উদয়পদ্ম, উদয়চাঁপা, বিলাতী চাঁপা, ম্যাগনোলিয়া
Common Name : Laural magnolia, Magnolia, Southern magnolia.
Scientific Name : Magnolia grandiflora
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৮। ফুলের নাম : কাঁটা মেহেদি
অন্যান্য ও আঞ্চলিক নাম : বেড়া মেন্দি, দুরন্ত, নীলকাঁটা (হিন্দি)
Common Name : Sky Flower, Variegated Sky Flower, Duranta, Honey drops, Golden Dewdrop, Dew Drop, Pigeon Berry, Honey drops, Geisha girl plant.
Scientific Name : Duranta erecta
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
৯। ফুলের নাম : কুর্চি
Common Name : কুরচি, কুড়চী, কূটজ, কোটী, ইন্দ্রযব, ইন্দ্রজৌ, বৎসক, বৃক্ষক, কলিঙ্গ, প্রাবৃষ্য, শক্রিভুরুহ, শত্রুপাদপ, সংগ্রাহী, পান্ডুরদ্রুম, মহাগন্ধ, মল্লিকাপুষ্প, গিরিমল্লিকা।
সংস্কৃত নাম : Bitter Oleander, Easter Tree, Connessi Bark, sentery Rose Bay, Tellicherry Bark
Scientific Name : Holarrhena pubescens / Holarrhena antidysenterica
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
১০। ফুলের নাম : ব্লিডিং হার্ট (সাদা)
অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name : Bleeding heart, Bleeding Glory Bower, Bag Flower.
Scientific Name : Clerodendrum thomsonae
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
১০টি ফুলের ছবি - ০১
১০টি ফুলের ছবি - ০২
১০টি ফুলের ছবি - ০৪
১০টি ফুলের ছবি - ০৫
১০টি ফুলের ছবি - ০৬
১০টি ফুলের ছবি - ০৭
১০টি ফুলের ছবি - ০৮
১০টি ফুলের ছবি - ০৯
১০টি ফুলের ছবি - ১০
১০টি ফুলের ছবি - ১১
১০টি ফুলের ছবি - ১২
১০টি ফুলের ছবি - ১৩
১০টি ফুলের ছবি - ১৪
১০টি ফুলের ছবি - ১৫
১০টি ফুলের ছবি - ১৬
১০টি ফুলের ছবি - ১৭
১০টি ফুলের ছবি - ১৮
১০টি ফুলের ছবি - ১৯
১০টি ফুলের ছবি - ২০
১০টি ফুলের ছবি - ২১
১০টি ফুলের ছবি - ২২
আগামী পর্বে আরো ১০টি ফুলের ছবি নিয়ে হাজির হবো।
২৮ শে জুন, ২০২০ রাত ১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আনাকে মতামতের জন্য।
মা.হাসান বলেছেন: লাল সোনালু দেখিনি কখনো। এটাতেও কি বান্দরের লাঠির মতো লাঠি হয়?
জ্বী, অনেকটাই তেমন।
ছবি : সংগৃহীত
মা.হাসান বলেছেন: কুর্চিতে সম্ভবত তীব্র সুগন্ধ হয়, নাকি আমি অন্য ফুলের সাথে গুলিয়ে ফেললাম?
কর্চির আরেক নাম মহাগন্ধ, গন্ধতো থাকবেই। তবে কোনো কোনোটার তীব্রতা কম থাকে।
২| ২৮ শে জুন, ২০২০ রাত ৩:৫০
মিরোরডডল বলেছেন: জারুল, সোনাই লিলি এই তিনটা বেশী সুন্দর ।
আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল, নীলকণ্ঠ আর অপরাজিতা এই দুটো নাম কি একই ফুলের ?
দেখতে মনে হয়েছে একরকম ।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাম আপনাকে আপনার মতামতরে জন্য।
আমি যতদূর জানি
নীল অপরাজিতা
অন্যান্য ও আঞ্চলিক নাম : স্ত্যন্দা, নীলস্ত্যন্দা, ব্যক্তগন্ধ, নীলপুষ্পা গবাদনী, বিষ্ণুক্রান্তি, নীলীকোয়ল, নীলমুষলী, নীলগিরিকর্ণিকে, শঙ্খপুষ্পি, সৌকর্ণিকা, অর্দ্রাকর্ণি, সুপুষ্পি।
Common Name : Butterfly pea, Blue pea vine, Mussel shell climber, Pigeon wings, Asian pigeonwings Blue bel lvine, Cordofan pea, Darwin pea
Scientific Name : Clitoria ternatea
নীল জ্যাকারান্ডা
অন্যান্য ও আঞ্চলিক নাম : নীলকন্ঠ, নীলচুড়া, নীল কৃষ্ণচূড়া, নীল পারদ, নীল গুলমহর (হিন্দি)
Common Name : Jacaranda, Blue Jacaranda, Black poui, Fern tree
Scientific Name : Jacaranda mimosifolia
নীলঘন্টা
অন্যান্য ও আঞ্চলিক নাম : নীললতা, নীলঘন্টি, নীল ঘণ্টলতা, নীলঘণ্ট
Common Name : Bush Clock Vine, King's Mantle
Scientific Name : Thunbergia erecta
এবার গুগল করে দেখেনেন
৩| ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৪| ২৮ শে জুন, ২০২০ ভোর ৫:৪৪
ইসিয়াক বলেছেন:
খুব সুন্দর ফুলের ছবি।
২ নম্বর ফুলটা আমার খুবই প্রিয়।
২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার প্রিয় ফুল চিনতে পারলাম। এর আকার-প্রকার আর রং এর বিস্তর সমাহার রয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০২০ সকাল ৯:৪৩
নৃ মাসুদ রানা বলেছেন: সত্যি! অসাধারণ লেগেছে। মুগ্ধ হলাম...
২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য ।
৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: ৪নং ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৪
নিয়াজ সুমন বলেছেন: সুন্দর আয়োজন ।
২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যে জন্য
৮| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: ব্লিডিং হার্ট খুব সুন্দর, মানে ফুলটি।
২৮ শে জুন, ২০২০ রাত ৮:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, বুঝতে পেরেছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২০ রাত ১:৩৬
মা.হাসান বলেছেন: আপনার ফুলের ছবিগুলো বড়ই সুন্দর হয়।
লাল সোনালু দেখিনি কখনো। এটাতেও কি বান্দরের লাঠির মতো লাঠি হয়?
কুর্চিতে সম্ভবত তীব্র সুগন্ধ হয়, নাকি আমি অন্য ফুলের সাথে গুলিয়ে ফেললাম?
বোটানিকাল গার্ডেনে বেশিরভাগই দেখেছি। বেশ অনেক বছর হলো আর যাওয়া হয় না।