নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।
চিরায়ত
ছবি তোলার স্থান : রাজেন্দ্রপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৩/০৪/২০১৬ ইং
একদিন খুঁজেছিনু যারে
বকের পাখার ভিড়ে বাদলের গোধূলি-আঁধারে,
মালতীলতার বনে,- কদমের তলে,
নিঝুম ঘুমের ঘাটে,-কেয়াফুল,- শেফালীর দলে!
যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে.....
ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৪/২০১৯ ইং
জলজ প্রকৃতি
ছবি তোলার স্থান : জয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১৬ ইং
বাংলার কৃষক
ছবি তোলার স্থান : ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১২/২০১৬ ইং
প্রকৃত বাংলার প্রকৃতি
ছবি তোলার স্থান : মশাখালী, গফরগাঁও, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১২/২৫/২০১৬ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চিরায়ত বাংলার চিত্র - ০১, চিরায়ত বাংলার চিত্র - ০২, চিরায়ত বাংলার চিত্র - ০৩, চিরায়ত বাংলার চিত্র - ০৪
চিরায়ত বাংলার চিত্র - ০৫, চিরায়ত বাংলার চিত্র - ০৬, চিরায়ত বাংলার চিত্র - ০৭, চিরায়ত বাংলার চিত্র - ০৮
চিরায়ত বাংলার চিত্র - ০৯, চিরায়ত বাংলার চিত্র - ১০, চিরায়ত বাংলার চিত্র - ১১, চিরায়ত বাংলার চিত্র - ১২
চিরায়ত বাংলার চিত্র - ১৩, চিরায়ত বাংলার চিত্র - ১৪, চিরায়ত বাংলার চিত্র - ১৫, চিরায়ত বাংলার চিত্র - ১৬
১০ ই মে, ২০২০ রাত ৮:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি, খুবই সুন্দর এলাকা।
ঐখানে একটা জঙ্গল বাড়ি করার ইচ্ছা।
২| ১০ ই মে, ২০২০ সকাল ১১:৫৭
মীর আবুল আল হাসিব বলেছেন:
মনোমুগ্ধকর; গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল।
১০ ই মে, ২০২০ রাত ৮:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার গ্রামই আমার স্থায়ী বসবাস, এই রূপ নাই।
৩| ১০ ই মে, ২০২০ দুপুর ১২:০৫
নেওয়াজ আলি বলেছেন: Charming
১০ ই মে, ২০২০ রাত ৮:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৪| ১০ ই মে, ২০২০ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: প্রতিটা ছবি সুন্দর।
১০ ই মে, ২০২০ রাত ৮:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।
৫| ১০ ই মে, ২০২০ রাত ৮:০৯
আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,
অপরূপ।
জলজ প্রকৃতি তো মোহময় মনমুগ্ধকর। ক্লদ মনে'র " ওয়াটার লিলিজ" পেইন্টিং এর কথা মনে করিয়ে দেয়। এই ছবিটা আপনার অনুমতি ছাড়াই কপি করে আমার ছবি ফোল্ডারে রেখেছি। এখন আপনি অনুমতি দিলে কৃতজ্ঞ থাকবো।
১০ ই মে, ২০২০ রাত ৮:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: অনুমতি রইলো।
জলজ প্রকৃতি ছবিটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম।
প্রতি বর্ষায় এই ছবি দেখা সম্ভব। নিজের কেনা জমিতে দাঁড়িয়ে এই জিনিসার স্বাদই আলাদা।
৬| ১০ ই মে, ২০২০ রাত ৮:৩৯
আহমেদ জী এস বলেছেন: পগলা জগাই,
ওয়াও........... নিজের জমি !
ঈশশশশশশশশশশশ আমারও যদি এমন কিছু একটা থাকতো! অমন নীল আকাশের ছায়া ফেলা বিলের জলে, পান্না সবুজ শাপলা পাতার মাঝে হলুদের ছোঁয়া, ফুটি ফুটি করা শাপলা ফুলের লাজরাঙা লাল দেখতে আমিও মনে হয় অনন্তকাল বসে থাকতে পারতুম।
আসলেই আপনার তোলা ছবিটায় রংএর খেলা আমি অনেকক্ষন ধরে দেখেছি মুগ্ধ হয়ে।
অনুমতির জন্যে ধন্যবাদ।
১১ ই মে, ২০২০ সকাল ১১:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছে। এখনই চোখের সামে দেখতে পাচ্ছি সেই রূপ।
স্বাগতম আপাকে।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২০ সকাল ১০:৫৮
চাঁদগাজী বলেছেন:
গাজীপুর খুবই সুন্দর এলাকা