নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে বেশ কিছু সূর্যাস্তের ছবি আমি তুলেছি আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত সূর্যাস্তের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। সেখান থেকে ৫টি বিদায়বেলার ছবি রইলো।
“আইল গোধূলি সৌর রঙ্গ ভূমে,-
নামিল পশ্চিমে ধীরে যবনিকা,
ধূসর বরণা; ফুরাইল ক্রমে
দিনেশ দৈনিক গতি অভিনয়।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
সূর্য চলেন ধীরে - সন্ন্যাসীবেশে
পশ্চিম নদীতীরে - সন্ধ্যার দেশে
বনপথে প্রান্তরে - লুণ্ঠিত করি
গৈরিক গোধূলির - ম্লান উত্তরী।
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৪ ইং
কোনো কথা নেই, কোনো শব্দ নেই
না কোনো অর্থ নেই, কারো কোনো শর্ত নেই
কারণ, এখানে কথারা বারণ...
ইশশ চুপ ....
----- চন্দ্রবিন্দু -----
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে...
একলা চলো, একলা চলো, একলা চলো,
একলা চলো রে .....
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৮/০৫/২০১৪ ইং
বিকেলবেলা গড়িয়ে গেলে অনেক মেঘের ভিড়
কয়েক ফলা দীর্ঘতম সূর্যকিরণ বুকে
জাগিয়ে তুলে হলুদ নীল কমলারঙের আলোয়
জ্ব’লে উঠে ঝরে গেল অন্ধকারের মুখে।
----- জীবনানন্দ দাশ -----
ছবি তোলার স্থান : লাবুনী পয়েন্ট, কক্সবাজার।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৪ ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================
৩০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, ৬ বছর আগের
২| ৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৪৭
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। চমৎকার লিখনী।
৩০ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: বহু আগের তোলা ছবি।