নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর.....
বাংলার আসল রূপ দেখতে হলে যেতে হবে গ্রামের কোলে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃত বাংলার চিরায়ত চিত্র।
তাই তো বাতাস বেড়ায় মেতে
কচি ধানের সবুজ ক্ষেতে...
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং
গ্রামীণ মৎস আহরণ
ছবি তোলার স্থান : কালিগঞ্জ-কাপাসিয়া রোড।
ছবি তোলার তারিখ : ১৫/০৭/২০১৮ ইং
ঐ ঘরে কে থাকে?
ছবি তোলার স্থান : ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৭/২০১৬ ইং
পারাপার....
ছবি তোলার স্থান : সাঁতারকুল, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৯/২০১১ ইং
মৎস্য মারিবো খাইবো সুখে
কি আনন্দ লাগছে বুকে...
ছবি তোলার স্থান : কিশোরগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২২/০২/২০১৭ ইং
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই
২| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১১
করুণাধারা বলেছেন: সুন্দর ছবি।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ করুণাধারা
৩| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে মনে পড়লো অনেকদিন গ্রামে যাই না।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মাঝে মাঝেই যাওয়া পরে।
৪| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভালো লাগলো।
০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু ভাই।
৫| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
মলাসইলমুইনা বলেছেন: নস্টালজিক আর পাগল করে দিলেনতো পাগলা জগাই ।
উন্নয়নের সড়ক পথে চলার নেতৃত্বদানকারী ঘিঞ্জি রাজধানী শহর ঢাকার ছবির চেয়ে এই সবুজের মধ্যে দিয়ে আঁকাবাঁকা মেঠো পথের ছবিইতো বেশি চোখ জুড়োলো । প্রথম ফটোটা দুরন্ত, দ্বিতীয় ফটোটা নস্টালজিক, তিন, চার আর পাঁচ নাম্বার চিরায়ত । রবিঠাকুরের বাংলাতো বেশি বদলায়নি দেখছি ! হান্ড্রেড পার্সেন্ট চমৎকার ফটো ব্লগ ।
০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্য আর মূল্যায়নের জন্য অশেষ ধন্যবাদ প্রিয় মলাসইলমুইনা ভাই।
শুধু বেরাবার জন্যই প্রতি মাসের শেষ শুক্রবার ঢাকার বাইরে যাই। তাই গ্রাম দেখা হয় প্রায়শই!!
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার ।