নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।
মন যেতে চায় বারে বারে
যতই মন চাক, যাওয়ার উপায় নেই....
ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং
===============================================================
মনেরও রংএ রাঙাবো
বনেরও ঘুম ভাঙ্গাবো
সাগর..... পাহাড়......
সবাই যে কইবে কথা......
ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১২ ইং
===============================================================
ভোলাগঞ্জের মনভোলানো রূপ
ছবি তোলার স্থান : ভোলাগঞ্জ, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৭/২০১৯ ইং
===============================================================
লাল পাহাড়ির দ্যাশে যা
রাঙা মাটির দ্যাশে যা
হেথাক তুকে মানাইছে নাই গো
ইক্কেবারেই মানাইছে নাই গো
ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৩/১০/২০১৬ইং
===============================================================
পিচ ঢালা এই পথ....
ছবি তোলার স্থান : নীলগিরি, বান্দরবান, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০১/২০১৪ইং
=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১
=================================================================
১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭
পদ্মপুকুর বলেছেন: নিঃসন্দেহে আপনার ছবি তোলার হাত ভালো। দেশের ভেতরের ওই যায়গাগুলোতে আমি নিজেই গেছি কয়েকবার করে। কিন্তুি ফটো ক্যাপশান না দিলে অনায়াসেই অন্য কোনো দেশের বলে চালিয়ে দেওয়া যেতো।
ভালো থাকবেন, আরো ছবি দিবেন।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ, যদিও তেমন ভালো ছবি আমি তুলতে পারি না।
তবে এটা সত্যি যে ক্যামেরায় তোলা ছবি বাস্তবের চেয়ে ভিন্ন রূপ দিতে সক্ষম।
৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দূর্দান্ত।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ
৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩
ভ্রমরের ডানা বলেছেন: বেতাব ভ্যালীর সাথে দেশের পাহাড়গুলোর অদ্ভুত মিল নজরে এলো। দুর্দান্ত সব ছবি সেই সাথে উপস্থাপনা
++++++
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ বলেছেন।
সুন্দর কিছু পাহাড়ী ভিউ আমাদের দেশেও আছে।
৫| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭
নেওয়াজ আলি বলেছেন: অনুপম , ভালো লাগলো ।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি থেকে মেঘালয়ের পাহাড় দেখা যায়। তাই হয়তো পাহড় দেখলে আমি তন্ময় হয়ে তাকিয়ে থাকি।
১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: পাহাড় আমাকেও খুব টানে।
৭| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্ম গ্রামে হয়েছি। বাড়ির সামনে নদী ছিল, পিছনে ছিল অভয়ারণ্য। পাহাড় এবং নদী বনের দিতে তাকিয়ে থাকি। আপনার ছবি খুব ভালো লাগে।
২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক ভাই জানতে খুব ইচ্ছে করছে আপনার গ্রামের বাড়ি কোথায়!!
৮| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্মস্থান হলো, জগন্নাথপুর থানার লামারসুলপুর গ্রামের লাউতলি বাড়িতে। পূবে নদী পশ্চিমে হাওড়, ডানে তাকালে মেঘালয়ের পাহাড় দেখা যায়। আমার কয়েকটা উপন্যাসের পটে আমার গ্রাম ব্যবহার করেছি। আমি হলাম ভািটর দেশের মানুষ।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: মানস চোখে দেখতে পাচ্ছি এক অপরূপ প্রকৃতি।
আমি নামে গ্রামের মানুষ হলেও, আসলে এলাকাটা ছিলো শহুরেই। (উত্তর বাড্ডা) ছোট বেলায় কিছুটা ছোঁয়া পেয়েছি গ্রামীণ প্রকৃতির।
৯| ২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ
ছবি ভালো লেগেছে বলেই প্রশংসা করেছি। ভালো না হলে সেটাও বলতাম।
২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: তাতেও ধন্যবাদই জানাতাম দাদা। উপকার তাতে আমারই হতো, ভালো করার চেষ্টা আরো বেশী মোনযোগ দিতাম।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ