নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো। এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে।
যে ফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে। যে ফুল গুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।
প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে।
দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।
৭১। দেশের নাম : Madagascar (ম্যাডাগ্যাস্কার)
জাতীয় ফুলের নাম : কৃষ্ণচূড়া, গুলমোহর, রক্তচূড়া ইত্যাদি।
ইংরেজি নাম : Flame Tree, Royal Poinciana, Poinciana ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Delonix regia
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৮/০৫/২০১৬ ইং
৭২। দেশের নাম : Maldives (মালদ্বীপ)
জাতীয় ফুলের নাম : গোলাপ (গোলাপী)
ইংরেজি নাম : Pink Rose
বৈজ্ঞানিক নাম : Rosa
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং
৭৩। দেশের নাম : Malta (মালটা)
জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : Maltese centaury, Maltese rock-centaury, Widnet il-Baħar
বৈজ্ঞানিক নাম : Cheirolophus crassifolius
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৪। দেশের নাম : New Zealand (নিউজিল্যান্ড)
জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : Kowhai, weeping kōwhai, small-leaved kōwhai
বৈজ্ঞানিক নাম : Sophora microphylla
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৫। দেশের নাম : Paraguay (প্যারাগুয়ে)
জাতীয় ফুলের নাম : বিচিত্রা ফুল, আজ-কাল-পরশু
ইংরেজি নাম : Paraguayan Jasmine, yesterday-today-and-tomorrow, morning-noon-and-night, Kiss Me Quick, Brazil raintree.
বৈজ্ঞানিক নাম : Brunfelsia pauciflora
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার স্থান : ১৪/০৩/২০১৮ ইং
৭৬। দেশের নাম : Peru (পেরু)
জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : cantuta, cantu), known as qantu, qantus or qantuta , Kantuta, Inca magic flower, Peruvian magic tree
বৈজ্ঞানিক নাম : Cantua buxifolia
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৭। দেশের নাম : Philippines (ফিলিপাইন)
জাতীয় ফুলের নাম : বেলি, বেলী
ইংরেজি নাম : Arabian jasmine or Sambac jasmine, Sampaguita
বৈজ্ঞানিক নাম : Jasminum Sambac
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/০৭/২০১৭ ইং
৭৮। দেশের নাম : Poland (পোল্যান্ড)
জাতীয় ফুলের নাম : লাল পপী
ইংরেজি নাম : common poppy, corn poppy, corn rose, field poppy, Flanders poppy, red poppy
বৈজ্ঞানিক নাম : Papaver Rhoeas
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৮/০৫/২০১৫ ইং
৭৯। দেশের নাম : Portugal (পর্তুগাল)
জাতীয় ফুলের নাম : ল্যাভেন্ডার
ইংরেজি নাম : Lavender
বৈজ্ঞানিক নাম : Lavandula
ছবি : নেট থেকে সংগ্রহীত
৮০। দেশের নাম : Puerto Rico (পুয়ের্তো রিকো)
জাতীয় ফুলের নাম : পুয়ের্তো রিকো জবা
ইংরেজি নাম : Puerto Rico Hibiscus, Flor de Maga
বৈজ্ঞানিক নাম : Montezuma speciosissima
ছবি : নেট থেকে সংগ্রহীত
ঘোষণা : প্রায় সবগুলি ফুলের ছবি নেট থেকে, বিশেষ করে উইকি থেকে সংগ্রহ করা হবে। কিছু ছবি আমার নিজের তোলা আছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫
নজসু বলেছেন:
আপনি আমার কাছে রাজা মশাই।
আপনার পোষ্ট এলে আমি ঐ প্রিয় মানুষটাকে খুব অনুভব করি।
১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: রাজা মশাই একজন অসাধারণ ব্লগার ছিলেন।
আমি অতি সাধারণ।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।/
১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
কথার ফুলঝুরি! বলেছেন: গোলাপ, জবা, কৃষ্ণচূড়া, বেলি এগুলো যে অন্য কোন দেশের জাতীয় ফুল তা জানা ছিলনা । সবগুলোই পছন্দের ফুল ।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আরো নানান ফুল আছে এই তালিকায়। এমনকি ডালিম ফুলও আছে।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো আপনার ব্লগ বাড়িতে এসে। +++++
শুভেচ্ছা নিয়েন।
২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
++++++++++