নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুল রয়েছে। হাতে গোনা দুই-একটি দেশ তাদের জাতীয় ফুল নির্বাচন করেনি এখনো।
এই লেখায় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেরই জাতীয় ফুলের ইংরেজী নাম, বৈজ্ঞানীক নাম ও ফুলের ছবি দেয়া হবে।
যে ফুল গুলির বাংলা নাম আমার জানা আছে সেগুলির বাংলা নামও দেয়া থাকবে।
যে ফুল গুলির বাংলা নামের ঘর ফাঁকা থাকবে বুঝতে হবে সেটির বাংলা নাম আমার জানা নেই।
আপনাদের কারো জানা থাকলে মন্তব্যে জানালে সেটি যোগ করে দেয়া হবে।
প্রতি পর্বে ১০টি করে দেশের নাম ও তাদের জাতীয় ফুল দেখানো হবে।
দেশের নামগুলি ইংরেজী বর্ণানুক্রমিক সাজানো হবে।
৭১। দেশের নাম : Kazakhstan (কাজাকস্থান )
জাতীয় ফুলের নাম : লিলি
ইংরেজি নাম : Lily
বৈজ্ঞানিক নাম : Lilium
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭২। দেশের নাম : Kuwait (কুয়েত )
জাতীয় ফুলের নাম : Arfaj
ইংরেজি নাম :
বৈজ্ঞানিক নাম : Rhanterium epapposum
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৩। দেশের নাম : Kyrgyzstan (কিরগিজস্তান )
জাতীয় ফুলের নাম : টিউলিপ
ইংরেজি নাম : Tulip
বৈজ্ঞানিক নাম : Tulipa
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৪। দেশের নাম : Laos (লাওস )
জাতীয় ফুলের নাম : সুলতান চাঁপা, পুন্নাগ
ইংরেজি নাম : Beauty Leaf, Alexandrian laurel, Sultan Champa
বৈজ্ঞানিক নাম : Calophyllum Inophyllum
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৫। দেশের নাম : Latvia (লাতভিয়া )
জাতীয় ফুলের নাম : ডেইজি
ইংরেজি নাম : ox-eye daisy
বৈজ্ঞানিক নাম : Leucanthemum vulgare
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৬। দেশের নাম : Lebanon (লেবানন )
জাতীয় ফুলের নাম : কোন জাতীয় ফুল নেই
৭৭। দেশের নাম : Liberia (লাইবেরিয়া )
জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : Pepper
বৈজ্ঞানিক নাম :
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৮। দেশের নাম : Libya (লিবিয়া )
জাতীয় ফুলের নাম : ডালিম ফুল
ইংরেজি নাম : Pomegranate blossom
বৈজ্ঞানিক নাম : Punica granatum
ছবি : নেট থেকে সংগ্রহীত
৭৯। দেশের নাম : Lithuania (লিথুয়ানিয়া )
জাতীয় ফুলের নাম :
ইংরেজি নাম : Rue, Common rue, Herb-of-grace
বৈজ্ঞানিক নাম : Ruta graveolens
ছবি : নেট থেকে সংগ্রহীত
৮০। দেশের নাম : Luxembourg (লুক্সেমবুর্গ )
জাতীয় ফুলের নাম : গোলাপ
ইংরেজি নাম : Rose
বৈজ্ঞানিক নাম : Rosa
ছবি তোলার স্থান : শ্রীনগর, কাশ্মীর, ভারত।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: এটা অনেকটা আমাদের দেশের "কাকমাছি" গাছের মত। একধরনের বুনোবেরী।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮
নজসু বলেছেন:
সুলতান চাঁপা ফুলটাও অসম্ভব সুন্দর লাগলো।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: সুলতানচাঁপা আমাদের দেশে বেশ রেয়ার একটি ফুল। খুব কম দেখা মেলে। আমার কখনো দেখার সুযোগ হয়নি।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
নজসু বলেছেন:
লিবিয়ার ডালিম ফুলগুলো টকটকে লাল।
দেখতে অপূর্ব লাগছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ডালফুলকেও কোনো দেশ তাদের জাতীয় ফুল করেছে, তার সৌন্দর্যের ব্যাখ্যাটা এভাবেও হয়।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
নজসু বলেছেন:
গোলাপী আর লাল গোলাপ দুটোই সুন্দর।
আসলে পৃথিবীর সব ফুলই সুন্দর।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বলা ভালো পৃথিবীরপ্রায় সকল ফুলই সুন্দর।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
আমি রোবট বলেছেন: টিউলিপ ফুল আমার অনেক ভালো লাগে ,শুধু ছবিতেই দেখেছি ,বাস্তবে কখনো দেখিনি.।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কাশ্মীরে ঠিক সময়ের কাছাকাছি সময়ে গিয়েও দেখা মেলেনি এর। শুধু এ দেখতেই আবার যাবো কাশ্মীর।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: দেখলাম, সব গুলো ফুল দেখে মনে হলো আমাদের জাতীয় ফুলটাই সবচেয়ে সুন্দর।
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন: হে, আমাদের সাদা শাপলা আসলেই অনন্য।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
সনেট কবি বলেছেন: সুন্দর+
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার ❀ ফুলময় পোস্ট
০৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
নজসু বলেছেন:
সুন্দর পোষ্ট।
জানার মতো।
লাইবেরিয়ার ফুলটি সুন্দর।
এর নামটা পেলাম না।