নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : জবা - ১

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

রক্ত জবা


জবা আমাদের অতি পরিচিত একটি ফুল। এককালে গ্রামের প্রতিটি বাড়িতে এই জবা ফুলের গাছ দেখতে পাওয়া যেত। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে এই গাছ থাকতোই।

মরিচা জবা / লঙ্কা জবা


জবার ইংরেজি নাম : Chinese hibiscus, China rose, Hawaiian hibiscus, shoeblackplant ইত্যাদি
জবার বৈজ্ঞানিক নাম : Hibiscus rosa-sinensis

সাদা জবা


জবা ফুলের কয়েকশত প্রজাতির গাছ রয়েছে। এদের কয়েকটি পরিচিত বাংলা নাম হচ্ছে জবা, রক্তজবা, ঝুমকা জবা, জবা কুসুম, মরিচা জবা ইত্যাদি।

ঝুমকা জবা


জবা ফুল ঠোঙ্গা আকৃতি, পঞ্চমুখি ও থোকা আকারের হয়ে থাকে। এছাড়াও বাভিন্ন ধরনের জবা বিভিন্ন রকমের হয়েছে। কিছু কিছু জবা আছে যেগুলি সম্পূর্ন ভিন্ন রকমের হয়। যেমন ঝুমকা জবা ও মরিচা জবা সম্পূর্ণ ভিন্ন রকমের।

পঞ্চমুখী জবা


তাছাড়া জবা গাছের বিভিন্ন রকমের সংকর প্রজাতি আছে, যাদের ফুলের রঙ সাদা, হলুদ, কমলা, লাল, এমনকি মিশ্রও হতে দেখা যায়।

বহুদল জবা


জবা ফুলে নানান ঔষধি গুনাগুণ রয়েছে। ফুল, পাপড়ি ও গাছের ছালও ঔষধি গুনসম্পন্ন। চোখ ওঠা রোগ দূর করতে, সর্দি ও কাশিতে, চুলের বৃদ্ধির জন্য, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগের ঔষধি গুনাগুণ রয়েছে।

হাইব্রিড জবা


জবা একটি চিরসবুজ গুল্ম বা ঝোপ জতীয় গাছ। সাধারণত: সাত আট ফুট উচ্চতায় হয় থাকে। এর পাতাগুলি চকচকে ও করাতের মত খাজকাটা হয়। জবা গাছের ডাল বর্ষা কালে সেঁত স্যাঁতে মাটিতে রোপন করে সহজেই বংশবিস্তার করা সম্ভব। জবা গাছ আবাদী ও অনাবাদী বনজ সব ধরনের হয়ে থাক।

হলুদ জবা



বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেরাতে গিয়ে বেশ কিছু জবা ফুলের ছবি তুলেছি আমি। তাদের কিছু ছবি এখানে দিলাম।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

ওমেরা বলেছেন: ছবি গুলো খুব সুন্দর আর জবাফুলের পরিচিতি জেনে ভাল লাগল। ধন্যবাদ অপূর্ব সুন্দর নানা রংগের ছবি গুলো দেখে।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধদন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

স্রাঞ্জি সে বলেছেন:

ছবি গুলো দেখে মনে একরাশ মুগ্ধতা ছড়িয়ে গেল.....

এমন পোস্টের জন্য অনেক্ক ধন্যবাদ ।




পোশটে ++++


অনিঃশেষ, শুভকামনা ।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লাগা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন অহরহ।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

সৈয়দ ইসলাম বলেছেন:
জবা আমারো প্রিয়, সাদা জবা থেকে লাল জবাগুলো সুন্দর।

অনেকদিন পর পোস্ট দিলেন।
কেমন আছেন? আর কই থাকেন মিয়া, কোন খবর নাই!

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জবা আমারও পছন্দের এক ফুল। ইচ্ছে আছে এক গোড়ায় ৮/১০ রকম জবা এক সাথে লাগানোর। কেমন হবে ভাবলেই ভালো লাগে।

অনেক দিন পর কৈ? গত ১৯ তারিখেইতো পোস্ট ছিল "পদ্মবিল অভিযানের"।
ভালো আছি ভাই, আপনিও ভালো থাকবেন সব সময়।

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: এরকম ব্লগার রাজামশাই পোস্ট দিতো। উনি যে মারা গেছেন জানতামই না। মানুষ ব্লগে কত ক্যাচাল কত কাহিনী করতো কিন্তু সে কত শত ফুল নিয়ে ব্লগ লেখতো।

আপনার পোস্ট দেখে তার কথা মনে পড়লো

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজামশাই মারা গেছেন জানতাম না। মনটা খারাপ হলো উনার জন্য।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল। :)

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬

সাইন বোর্ড বলেছেন: কোন ঘ্রাণ না থাকলেও খুব সুন্দর ফুল !

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: খাটি কথা। ঘ্রাণ না থাকলেও সৌন্দর্যে কমতি নাই।

৭| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

মিথী_মারজান বলেছেন: জবা ফুল দেখলেই খোঁপায় গুজে রাখতে ইচ্ছা করে আমার।
ফুলের ছবিগুলো তাই খুব লোভনীয় লাগছে আমার কাছে।
ছবি, বর্ণনা দুটো মিলিয়ে বেশ সুন্দর পোস্ট।

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।

৮| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

বিজন রয় বলেছেন: রাজামশাই'র কথা মনে করিয়ে দিলেন।
++++

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও উনার পোস্ট দেখতাম।
ফুলের গাছের পোস্ট আমিও করি, তাই রাজামশাইয়ের পোস্টও দেখা হতো। আজ জানতে পারলাম তার মৃত্যুর কথা।

৯| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

বিজন রয় বলেছেন: আজকে জানলেন!!
এত দিন পর!!

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, একজনের মন্তব্যে জানতে পারলাম।

১০| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: জবা ফুল আমার খুব পছন্দের একটি ফুল।

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ! জবা খুবই সুন্দর একটি ফুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.