নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আকাশে গ্রহের হাট

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭



আজ রাতে যারা আকাশ দেখতে চান তাদের জন্য সুখবর।
গত ১৫ বছরের মধ্যে আজ রাতে মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে।
ছবিতে আজ রাত ৮টায় ঢাকার আকাশপট দেখানো হয়েছে।
সেখানে পশ্চিম আকাশ থেকে শুক্র, বৃহস্পতি, শনি ও মঙ্গলের অবস্থান দেখানো হয়েছে।
অর্থাৎ একই সাথে ৪টি গ্রহ এখন দেখার সুযোগ আছে।

সন্ধ্যার পরে পশ্চিম আকাশে সবচেয়ে বড় তারাটিই আসলে তারা নয় শুক্র গ্রহ।
তার কিছুটা উপরে জুপিটার।
মাথার উপরে থাকবে শনি।
আর পূবাকাশে উঠবে লালচে মঙ্গল।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

ক্স বলেছেন: সেইসাথে একটা উপগ্রহ ফ্রি থাকবে।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: হে সামান্য অপেখ্ষা করলেই হবে।

২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

ডট কম ০০৯ বলেছেন: ভাই আকাশ দেখতে হলে টেলিস্কোপ লাগবে। সেইটা সবার নাই। আচ্ছা ঢাকায় টেলিস্কোপ বিক্রি হয় কোথায়? দাম কেমন? আর রক্ষনাবেক্ষন কিভাবে করতে হয় যদি আপনার জানা থাকে শেয়ার করবেন প্লিজ।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই জিনিস দেখতে টেলিস্কোপ লাগবে না। খালি চোখেই খুব ভালো দেখা যাবে। টেলিস্কোপে বরং আহামরি দিখু দেখা যাবেনা।
আমার নিজের একটা ছোটখাটো টেলিস্কোপ আছে। অনেকদিন যাবত মাউন্টটা নষ্ট হয়ে গেছে বলে ব্যবহার করা হয় না।



আমার অভিজ্ঞতা বলে এমন ছোট টেলিস্কোপে চাঁদ দেখা ছাড়া আর তোমন কোন উপযোগীতা নেই। অস্পষ্ট ছোট ছোট নক্ষত্যগুলিও বেশ দেখা চলে। এর চেয়ে বেশী কিছু না।
টেলিস্কোপ কিনতে চাইলে প্রথমে ঢাকার বিজ্ঞান জাদুঘরে গিয়ে নিজে টেলিস্কোপে আকাশ একদিন দেখে আসেন। তারপরেও আগ্রহ থাকলে কিনার দিকে পা বারান।
আমার মন্তব্য পড়ে খারাপ লাগলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: খালি চোখে দেখা যাবে?
বাইনোকুলার তো নাই।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এই জিনিস দেখতে টেলিস্কোপ বা বাইনোকুলার লাগবে না। খালি চোখেই খুব ভালো দেখা যাবে। টেলিস্কোপে বরং আহামরি দিখু দেখা যাবেনা।

৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সন্ধ্যার আকাশ'টা দেখবার ইচ্ছে আছে।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৩

ক্স বলেছেন: ঢাকা স্টেডিয়াম মার্কেটে টেলিস্কোপ পাওয়া যায়। কিন্তু অসম্ভব দাম। মিনিমাম ৩৫,০০০ টাকা। এগুলো দিয়ে বড়জোর শনির বলয় দেখা যাবে, কিন্তু বৃহস্পতির রং দেখা যাবেনা।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শনির বলয়ও খুব একটা ভালো দেখা যাবে না।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩৫০০০ টাকা দিয়েও যদি শনির বলয় ভালো ভাবে দেখা না যায় তাহলে আর আকাশে কি দেখব? খালি চোখে সবই সমান। খালি শুক্র গ্রহ একটু বেশী উজ্জ্বল আর মঙ্গল গ্রহ লালচে বোঝা যাওয়া ছাড়া আর মজা নাই। হলিউডি ফিল্মের মত গ্রহকে বড় ভাবে না দেখলে মজা নেই...

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এর জন্যই আমি বলেছি আগেই আবেগের বসে একটা টেলিস্কোপ কিনে ফেলার আগে সকলেরই উচিত প্রথম টেলিস্কোপ একবার আকাশ দেখে নেয়য।

৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

করুণাধারা বলেছেন: দেখতে পাইনি, তবে আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আকাশের যা অবস্থা তাতে কারও ভালভাবে দেখতে পাওয়ার উপায় নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.