নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

১০টি ফুলের ছবি [পার্ট ইলেভেন]

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২৭

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছে আদিতে, এখনো তুলছি সুযোগ পেলেই। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। পরে সেই সমস্ত ফুলের ১০টি করে ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : ঝুমকো লতা ফুল

অন্যান্য নাম : লাল ঝুমকো লতা, ঝুমকা লতা, রাধিকা নাচন, কৃষ্ণকমল, রাখী ফুল ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Red passion flower, Red Granadilla scarlet passion flower, passion flower ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Passiflora coccinea
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




২। ফুলের নাম : উদাল

অন্যান্য নাম : চালা, চান্দুল, কাটিরা, গড-গুডালা ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Hairy Sterculia, Elephant rope tree
বৈজ্ঞানিক নাম : Sterculia villosa
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৩। ফুলের নাম : লতাকস্তুরী

অন্যান্য নাম : কস্তুরী লতিকা, কস্তুরীদানা, মুস্কাদানা, গন্ধপুরা ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Abelmosk, ambrette seeds, annual hibiscus, Bamia Moschata, Galu Gasturi, muskdana, musk mallow, musk okra, musk seeds, ornamental okra, rose mallow seeds, tropical jewel hibiscus, Yorka okra ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Abelmoschus moschatus
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৪। ফুলের নাম : রাসপাতিয়া (আসাম

অন্যান্য নাম : বিমচল
ইংরেজি ও কমন নাম :
বৈজ্ঞানিক নাম : Strobilanthes scaber Nees
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৫। ফুলের নাম : পানিতিরা

অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম : Chinese Foldwing
বৈজ্ঞানিক নাম : Dicliptera chinensis
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৬। ফুলের নাম : মান্দার

অন্যান্য নাম : মাদার, পারিজাত (পরিজাত), মান্দর, মন্দার, বুনো পলাশ ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Tiger's Claw, Indian Coral Tree, Coral Tree, Sunshine Tree, Lenten tree ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Erythrina variegata
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৭। ফুলের নাম :পদ্ম

অন্যান্য নাম : কমল, শতদল, সহস্রদল, উত্পল, মৃণাল, পঙ্কজ, অব্জ, অম্বুজ, নীরজ, সরোজ, সরসিজ, সররুহ, নলিনী, অরবিন্দ, রাজীব, ইন্দিরা, কুমুদ, তামরস ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Lotus, ndian lotus, sacred lotus, bean of India, Egyptian bean ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Nelumbo nucifera
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৮। ফুলের নাম : অর্কিড

অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম :
বৈজ্ঞানিক নাম :
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




৯। ফুলের নাম : অর্কিড

অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম :
বৈজ্ঞানিক নাম :
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং




১০। ফুলের নাম : পানামা গোলাপ

অন্যান্য নাম : পানামা রোজ, রনডেলেশিয়া, পানামার সুগন্ধি গোলাপ ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Fragrant Panama Rose, Sweet Smelling Rondeletia, Rondeletia, Panama-rose ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Rondeletia odorata
ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩১

অনুতপ্ত হৃদয় বলেছেন: লাইক দিয়ে গেলাম, সুন্দর পোস্ট।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

সামিয়া বলেছেন: গুড জব ব্রাদার

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

শিমুল_মাহমুদ বলেছেন: সুন্দর ছবি, মন ভরে গেল। আপনাকে আমার ব্লগে আমন্ত্রণ।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৮

কথার ফুলঝুরি! বলেছেন: ঝুমকো লতা ফুল নিয়ে কবিতা পড়েছি ছোট বেলায় কিন্তু দেখা হয়নি। আজ দেখলাম আপনার উসিলায়, ধন্যবাদ।
অনেকদিন পর প্রিয় পলাশ ফুল দেখলাম, এবং সাথে আরও নতুন কিছু ফুল। অনেক সুন্দর পোস্ট।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইলো।
তবে সামান্য ভুল হয়ে গেছে। আপনি যেটাকে পলাশ ভাবছেন সেটি আসলে মান্দার ফুল। পলাশ নয়।

৫| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

বৃষ্টি বিন্দু বলেছেন:
একরাশ মুগ্ধতা ভাই।

আপনারর প্রত্যেকটা ছবিই আলাদা সৌন্দর্যের অধিকারী। ছবি তোলার হাত আপনার পোক্ত।

চিরন্তন শুভকামনা থাকলো।

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আসলে শুধু ক্লিক করে যাই। তেমন আহামরি কিছু নায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:২১

কাইকর বলেছেন: আহা....কত যে ভাল লাগছে।ছবিগুলো কি আপনি তুলেছেন?

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, প্রতিটি ছবিই আমার তোলা।

৭| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! চমৎকার কিছু সুন্দর ফুলের ছবি দেখলাম। ভাল লাগলো।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৯| ২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি বলেছেন: সুন্দর লাগলো ।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১০| ২৬ শে জুন, ২০২০ রাত ১১:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদ্ম আর শাপলা কি একই গ্রুপের?

২৭ শে জুন, ২০২০ রাত ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয় না। এদের সব কিছুইতো আলাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.