নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অনেকেই কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুল দুটিকে গুলিয়ে ফেলেন। আবার কেউ কেউ মনে করেন -
“যে কৃষ্ণচূড়া ফুলের রং লাল সেটির নাম কৃষ্ণচূড়া”, আর
“যে কৃষ্ণচূড়া ফুলের রং হলুদ সেটির নাম রাধাচূড়া”।
আবার অনেকে কনকচূড়াকে মনে করেন রাধাচূড়া।
যদিও কনকচূড়া দেখতে রাধাচূড়া বা কৃষ্ণচূড়া কোনটার মতই নয়। আসলে তিনটি ফুলই আলাদা আলাদা ফুল।
কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম - Delonix regia
রাধাচূড়ার বৈজ্ঞানিক নাম - Caesalpinia pulcherrima
কনকচূড়ার বৈজ্ঞানিক নাম - Peltophorum pterocarpum
কৃষ্ণচূড়া চেনার উপায় :
কৃষ্ণচূড়া গাছ সবাই চেনে, নতুন করে চেনানোর কিছু নেই। শুধু যেখানে ভুল হয় সেটা হচ্ছে ফুলের রং দেখে তাকে কৃষ্ণচূড়া থেকে রাধাচূড়ায় ঠেলে দিয়ে। এখানে মনে রাখতে হবে ফুলের রং লাল, কমলা, হলুদ যাই হোকনা কেন সেটি কৃষ্ণচূড়াই এবং কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় বড় উদ্ভিদ। কৃষ্ণচূড়ার ফুলের মঞ্জুরি অনেকটা থোকার মত হয় এবং ফুলের আকার বেশ বড়।
রাধাচূড়া চেনার উপায় :
রাধাচূড়াকে ছোট কৃষ্ণচূড়াও বলা হয়। কৃষ্ণচূড়া গাছের ছোট সংস্করণ বলা চলে রাধাচূড়া গাছকে। কৃষ্ণচূড়ার মতো রাধাচূড়ার ফুলের রং লাল, কমলা, হলুদ হয়, তবে রাধাচূড়া একটি ছোট উদ্ভিদ। ঢাকার সড়ক ডিভাইডারে একে প্রচুর দেখা যায়। রাধাচূড়ার ফুলের মঞ্জুরি অনেকটা পেগোডার মত উপরের দিকে উঠে যায়। ফুলের আকার কৃষ্ণচূড়ার চেয়ে ছোট
কনকচূড়া চেনার উপায় :
কনকচূড়ার গাছ কৃষ্ণচূড়ার মতোই একটি বৃক্ষ জাতীয় বড় উদ্ভিদ। কনকচূড়া ফুলের রং হলুদ। ডালের আগায় কয়েকটি আলাদা আলাদা ফুলের মঞ্জুরি ঊর্ধ্বমুখী হয়ে বের হয়। ফুলের কলি গুলি থাকে গোলগোল। মঞ্জুরি নিচ থেকে ফুলফোটা শুরু হয়। এই ফুল দেখতে কৃষ্ণচূড়া বা রাধাচূড়ার মতো হয় না।
সাথে ৩টি ফুলেরই ছবি দেয়া হল। চেনার জন্য।
উপরের দুটি ছবি কৃষ্ণচূড়ার
মাঝে দুটি ছবি রাধাচূড়ার
নিচের দুটি ছবি কনকচূড়ার
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সোনালুর সাথে রাধাচূড়া বা কনকচূড়ার সম্পর্ক একটাই তাদের রং। সোনালুর রং হলুদ, কনকচূড়ার রং হলুদ, রাধাচূড়াও কখনো কখনো হদুল হয়। তাছাড়া আর কোন মিল নেই।
ফুল দেখতে ভিন্ন রকম। ঝালরের মত নিচে ঝুলে থাকে। এমনকি গাছের পাতাও দেখতে ভিন্ন রকম।
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
এই তিন ফুল ই আমাদের সবার অনেক প্রিয় !!!
অনেক ধন্যবাদ আপনাকে পরিচিত করিয়ে দেয়ার জন্য।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭
রোকনুজ্জামান খান বলেছেন: মন জুড়ানো
ফুল
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: অসাধারণ
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: সময়োপযোগী গুরুত্বপূর্ণ মজাদার পোস্ট এটি।
অনেক ধারনা পেলাম। অনেক ভাল লাগল।
আমার শুভেচ্ছা রইল।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
নোয়াখাইল্ল্যা বলেছেন: আমি নিজেও গুলিয়ে ফেলতাম। এখন জানলাম।ধন্যবাদ
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বগাতম আপনাকে।
এখন একটু সুবিধা হবে আশা করি।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫
স্বপ্ন কুহক বলেছেন: এই তিনটির নাম ধরতে সমস্যা হতো। অনেক ধন্যবাদ চেনানোর জন্য
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বগাতম আপনাকে।
এখন একটু সুবিধা হবে আশা করি।
১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গুড পোস্ট
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া
১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮
পার্থ তালুকদার বলেছেন: খুব সুন্দর পোস্ট !! ফুলগুলোকে আলাদা করে চিনিয়ে দিলেন।
ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।
১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৪
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ভাবে তিনটি ফুলের পার্থক্য চিনিয়ে দেওয়ায় ধন্যবাদ ভাইজান।
২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে দাদা।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ধন্যবাদ চেনানোর জন্য।
২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৯
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো যে আলাদা আলাদা ফুল তা জানতাম না।
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: এখন জানা হলো।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
আল আমিন সেতু বলেছেন: রোড ডিভাইডারে থাকা ফুলগুলোর নাম আজ ই জানলাম।আর ফুলগুলোড় আপসে তফাৎ ও জানতে পারলাম। ধন্যবাদ। এমন পোস্ট এমন অনন্য টপিকে আরো চাই । কপি করার অনুমতি চাই।কারটেসি সহ দিবো।
২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্রের জন্য।
অনুমতি পেলেন।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২
ফাহমিদা বারী বলেছেন: ফুলের পোস্ট দেখলেই ঢুঁ মারি। কৃষ্ণচুড়া আর রাধাচুড়া আগে থেকেই চিনি। তবে কনকচুড়া চিনতাম না।
ছোটবেলায় বনে বাদারে যেসব ফুলের সাথে শৈশব কেটেছে ভাবছি তাদের নিয়ে একটা পোস্ট দিব।
আপনার পোস্টটি ভাল লাগলো।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার পোষ্টটি আরো বেশী ভালো হবে এই শুভকামনা রইলো।
১৭| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
ৎৎৎঘূৎৎ বলেছেন: মনোমুগ্ধকর
০১ লা মে, ২০১৮ সকাল ১১:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
১৮| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১২
গরল বলেছেন: অসাধারণ, এতদিন পরে কৃষ্ণচুড়া ও রাধাচুড়ার পার্থক্য বুঝতে পেরেছি। আমার পছন্দের একটা ফুল, অনেক ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার পার্থক্য ধরতে পেরেছেন জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।
১৯| ০৮ ই মার্চ, ২০২২ রাত ৯:১৫
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর ছবি , আলাদা করে ভালভাবে পরিচিত হলাম।
০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০
ক্স বলেছেন: সোনালু ফুল চেনার উপায় কি? সোনালুর সাথে রাধা বা কনকচূড়ার কি পার্থক্য?