নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬


বাংলাদেশে ৫৪ প্রজাতির উদ্ভিদ আছে যাদের ইচ্ছাকৃতভাবে উঠানো, উপড়ানো, ধ্বংস বা সংগ্রহ করা নিষিদ্ধ। আপনি যদি তাদে ইচ্ছাকৃতভাবে উঠান, উপড়ান, ধ্বংস বা সংগ্রহ করেন তাহলে আপনার ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারেন। এই একই অপরাধ যদি আপনি দ্বিতীয়বার করে তাহলে আপনার এই দণ্ড দ্বিগুণ হবে। এই ৫৪ প্রজাতির গাছগুলিকে বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদ বলা হয়। এবার দেখেন তাদে কতটিকে আপনি চিনেন।


১ : অনন্তমূল
২ : উদাল
৩ : উদয়পদ্ম
৪ : উরি আম
৫ : উর্বশী
৬ : কাঁটালাল বাটনা
৭ : কামদেব
৮ : কির্পা
৯ : কুঁচ
১০ : কোথ
১১ : কুম্ভি
১২ : কুর্চি
১৩ : কর্পূর
১৪ : কুসুম বা জায়না
১৫ : খাসি পিচার প্লান্ট
১৬ : খলশী
১৭ : গয়া অশ্বথ
১৮ : গলগল
১৯ : চুন্দুল
২০ : জইন
২১ : জহুরী চাঁপা
২২ : টালি
২৩ : ডুথি
২৪ : তালিপাম
২৫ : তেজবহুল
২৬ : তমাল
২৭ : ত্রিকোণী বট
২৮ : ধুপ
২৯ : নীল রাস্না
৩০ : পাদাউক
৩১ : পুদিনা
৩২ : প্রশান্ত আমুর
৩৩ : পশুর
৩৪ : বইলাম
৩৫ : বালবোফাইলাম
৩৬ : বাঁশপাতা
৩৭ : বাসন্তীরঙা ডেনড্রোবিয়াম
৩৮ : বিশালপত্রী ডেনড্রোবিয়াম
৩৯ : বেসক ডেনড্রোবিয়াম
৪০ : বড় ভেন্ডপসিস
৪১ : বুদ্ধনারকেল
৪২ : বর্মি মইলাম
৪৩ : মনিরাজ
৪৪ : মহা ডেনড্রোবিয়াম
৪৫ : রিটা
৪৬ : রেড ভান্ডা
৪৭ : লেডিস স্লিপার
৪৮ : লতা বট
৪৯ : সিংড়া
৫০ : সিভিট
৫১ : সিম্বিডিয়াম অ্যালোয়ফোলিয়াম
৫২ : সমুন্দরফল
৫৩ : হাড়জোড়া
৫৪ : হরিনা


সূত্র : বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২


১ : অনন্তমূল

ছবি - নেট


২ : উদাল

ছবি - নিজ


৩ : উদয়পদ্ম

ছবি - নেট


৪ : উরি আম


ছবি - নেট

৫ : উর্বশী

ছবি - নিজ


৬ : কাঁটালাল বাটনা

ছবি - নেট


৭ : কামদেব

ছবি - নিজ


৮ : কির্পা

ছবি - নেট


৯ : কুঁচ

ছবি - নেট


১০ : কোথ

ছবি - নেট


১১ : কুম্ভি

ছবি - নিজ


১২ : কুর্চি

ছবি - নেট


১৩ : কর্পূর

ছবি - নিজ


১৪ : কুসুম বা জায়না

ছবি - নিজ


১৫ : খাসি পিচার প্লান্ট

ছবি - নেট


১৬ : খলশী

ছবি - নেট


১৭ : গয়া অশ্বথ

ছবি - নেট


১৮ : গলগল

ছবি - নেট


১৯ : চুন্দুল

ছবি - নেট


২০ : জইন

ছবি - নেট


২১ : জহুরী চাঁপা

ছবি - নেট


২২ : টালি

ছবি - নেট


২৩ : ডুথি

ছবি - নেট


২৪ : তালিপাম

ছবি - নিজ


২৫ : তেজবহুল

ছবি - নেট


২৬ : তমাল

ছবি - নিজ


২৭ : ত্রিকোণী বট

ছবি - নেট


২৮ : ধুপ

ছবি - নিজ


২৯ : নীল রাস্না

ছবি - নেট


৩০ : পাদাউক

ছবি - নেট


৩১ : পুদিনা

ছবি - নেট


৩২ : প্রশান্ত আমুর

ছবি - নেট


৩৩ : পশুর

ছবি - নেট


৩৪ : বইলাম

ছবি - নেট


৩৫ : বালবোফাইলাম

ছবি - নেট


৩৬ : বাঁশপাতা

ছবি - নিজ


৩৭ : বাসন্তীরঙা ডেনড্রোবিয়াম

ছবি - নেট


৩৮ : বিশালপত্রী ডেনড্রোবিয়াম

ছবি - নেট


৩৯ : বেসক ডেনড্রোবিয়াম

ছবি - নেট


৪০ : বড় ভেন্ডপসিস

ছবি - নেট


৪১ : বুদ্ধনারকেল

ছবি - নিজ


৪২ : বর্মি মইলাম

ছবি - নেট


৪৩ : মনিরাজ

ছবি - নিজ


৪৪ : মহা ডেনড্রোবিয়াম

ছবি - নেট


৪৫ : রিটা

ছবি - নেট


৪৬ : রেড ভান্ডা

ছবি - নেট


৪৭ : লেডিস স্লিপার

ছবি - নেট


৪৮ : লতা বট

ছবি - নেট


৪৯ : সিংড়া

ছবি - নেট


৫০ : সিভিট

ছবি - নেট


৫১ : সিম্বিডিয়াম অ্যালোয়ফোলিয়াম

ছবি - নেট


৫২ : সমুন্দরফল

ছবি - নেট


৫৩ : হাড়জোড়া

ছবি - নিজ


৫৪ : হরিনা

ছবি - নেট

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

ছবিগুলো বেশ ভালো হয়েছে লেখাও।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ
বেশিরভাগ ছবিই নেট থেকে নেয়া।

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিশাল কালেকশন! বোঝাই যাচ্ছে লেখককে অনেক পরিশ্রম করতে হয়েছে। এমন সুন্দর একটি পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
কিছুটা সময়তো লেগেছেই।

৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

আল ইফরান বলেছেন: খুব সুন্দর পোস্ট, নতুন অনেক কিছু জানা হল :) :)

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
কি সুন্দর পোস্ট!
অনেক কিছুর তো নামই আজ প্রথম শুনলাম।
আচ্ছা, ৩৬ নাম্বারের বাঁশপাতা গাছটাই কি ইউক্যালিপটাস গাছ না!
নাকি পাশেরটা বাঁশপাতা?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: যে গাছটা দেখতে দেবদারুর মত সেটাই বাঁশপাতা গাছ।

৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: আমাদের দেশের ঔষধি গাছের এক চমৎকার আয়োজন তুলে এনেছেন । গ্রাম দেশে এখনও অনেকেই ব্যাবহার করেন । আমিও করতাম । ভেষজ ঔষধ বানানোর জন্য চীন ও ভারতের সাহায্য নেয়া যেতে পারে । ওরা অনেক এগিয়ে ভেষজ ঔষধে ।

ধন্যবাদ লেখককে ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই তালিকার গাছগুলি বর্তমানে (দুই একটি ছাড়া) প্রকৃতিতে দেখা যায়না বললেই চলে।

৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

শাহারিয়ার ইমন বলেছেন: বেশিরভাগ নাম আগে শুনিনি

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বেশ কিছুচিনতাম আগে থেকেই। কিছু কিছুর ছবিও তুলেছি।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন পোষ্ট!

দুর্লভ অনেক বৃক্ষের সাথে পরিচয় করিয়ে দেয়ায় কৃতজ্ঞতা।

অনেক অনেক নামই শুনিনি!!!!

অনেক অনেক শুভকামনা।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও অনেকগুলি গাছই অচেনা।

৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৮

কাওসার চৌধুরী বলেছেন:


ওহ! দারুণ।

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

হাঙ্গামা বলেছেন: পুদিনা দেখে অবাক হইলাম :-*
আসলেই কি তাই?

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও অবাক হইছিলাম।

১১| ১১ ই জুলাই, ২০২০ রাত ২:০৮

রাকু হাসান বলেছেন:

এমন একটি লেখা খোঁজছিলাম। আপনি নাকি আমাদের সামুতেই দিয়ে রাখছেন । !! দারুণ। অনেক ধন্যবাদ ।প্রিয়তে।

১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে, যা খুঁজছিলেন তা পেয়ে গেলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.